সচিবালয়ে আগুন: একদিন পিছিয়ে প্রাথমিক প্রতিবেদন জমা আজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪
     ৭:০৩ পূর্বাহ্ণ

সচিবালয়ে আগুন: একদিন পিছিয়ে প্রাথমিক প্রতিবেদন জমা আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ | ৭:০৩ 97 ভিউ
সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন একদিন পিছিয়ে আজ (মঙ্গলবার) জমা দেওয়া হবে। তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে, আগুনে ৭ নম্বর ভবনের ২০০টির মতো কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করা সম্ভব বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। অপরদিকে, আগুনের ৫ দিন পর সোমবার দুপুর থেকে সীমিত সংখ্যক সাংবাদিককে সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়েছে। সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের তালিকা অনুযায়ী তারা প্রবেশের সুযোগ পান। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব থেকে পুলিশের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে সরিয়ে সেখানে ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এদিন

ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আগুনের ঘটনায় একটি হাই পাওয়ার (উচ্চপর্যায়ের) কমিটি গঠন করা হয়েছে। এখানে অনেক টিম একসঙ্গে কাজ করছে। সেনাবাহিনী, বুয়েট, পিডবি্লউডি, পুলিশ ও আইসিটি বিভাগের টিম কাজ করছে। আমরা সমন্বিতভাবে কাজ করছি। টিমের কাছ থেকে আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা সাপেক্ষে একটি সমাধানে আসার চষ্টো করছি। তিনি বলেন, ইতোমধ্যে কিছু আলামতের ল্যাব টেস্ট করা হয়েছে। সোমবারও কিছু আলামত নেওয়া হয়েছে। সেগুলোও টেস্ট করা হচ্ছে। প্রাথমিকভাবে আমাদের ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আরও একদিনের সময় চেয়ে নিয়েছি। কেননা কিছু টেস্ট সোমবার রাতে হবে। সেগুলো নিয়ে আমরা আবার বসব। তখন আমরা একটা প্রাথমিক ধারণা পাব। সিনিয়র সচিব নাসিমুল গনি

আরও বলেন, আমরা আশা করছি মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারব। যদি সম্ভব হয় এর আগেই দিয়ে দেব। তবে আমরা বিকাল ৫টা পর্যন্ত সময় নিয়েছি। কারণ আমাদের অনেক টিম কাজ করছে। সেগুলো একত্র করে সার-সংক্ষেপ করার জন্য একটু সময় লাগবে। আর কিছু আলামত আছে, যেগুলোর ল্যাব টেস্টের ক্যাপাসিটি আমাদের দেশে নেই। সেগুলো বিদেশে পাঠিয়ে টেস্ট করা হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন কতদিনের মধ্যে দেওয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিদেশে পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছু আলামত যাবে। সেগুলো ফেরত আসতে কিছু সময় লাগবে। তবে যত দ্রুত সম্ভব আমরা প্রধান উপদষ্টোর কাছে প্রতিবেদন জমা দেব। পরে এ

নিয়ে কথা বলা যাবে। ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকরা: বুধবার রাতে অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেয়। এ নিয়ে সাংবাদিক সমাজসহ নাগরিক সমাজে সমালোচনা তৈরি হলে ৫ দিন পর সোমবার দুপুর ২টার দিকে সীমিত সংখ্যক সাংবাদিককে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়। সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) দেওয়া তালিকা অনুযায়ী এক ও দুই নম্বর গেটের মধ্যবর্তী স্থান দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত সাংবাদিকরা অপেক্ষা করেও ভেতরে ঢোকার অনুমতি পাননি। ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন সংস্কার করা সম্ভব: গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া সোমবার সচিবালয় চত্বরে সাংবাদিকদের বলেন, বুধবার

আগুন লাগার সঙ্গে সঙ্গেই গণপূর্ত বিভাগের লোকজন ঘটনাস্থলে এসেছিলেন। আমাদের পৌঁছাতে খুব বেশি দেরি হয়নি। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। এক্ষেত্রে গণপূর্ত বিভাগের কোনো গাফলতি বা অবহেলা ছিল না। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি ফ্লোরে ৪০ থেকে ৫০টি করে কক্ষ রয়েছে। সে হিসাবে চারটি ফ্লোরে ২০০টির মতো কক্ষ পুড়ে গেছে। কোথাও পরিপূর্ণ, কোথাও আংশিক পুড়েছে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের টিম তদন্ত করেছে। বিশেষজ্ঞ টিম যে মতামত দেবে, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে, ভবনটি মেরামত করা সম্ভব। বাকিটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে। তদন্তসংশ্লিষ্টরা সামগ্রিক পর্যালোচনা করে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দেওয়ার

পরেই ভবন সংস্কারে কতদিন লাগবে, সেটি বলা যাবে। সচিবালয়ে নিরাপত্তা বিভাগের ডিসিকে বদলি: সচিবালয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা পুলিশের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে সরিয়ে ডিএমপির পিওএম-দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করে ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে সচিবালয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার রাত পেৌনে ২টায় সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে। ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে আগুন নেভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের নথিপত্র পুরোপুরি পুড়ে গেছে। এ ঘটনায় সরকারের করা উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন থেকে আলামত সংগ্রহকালে করিডোরে সাদা পাউডারসহ নানা

উপাদান পেয়েছে। সেগুলো সিআইডির ফরেনসিক ল্যাব ও বুয়েট ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্তিযোদ্ধাদের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তানি জান্তারা ক্ষমতার লোভে ইতিহাস স্বীকারের ভান: জামায়াতের ‘ক্ষমা’ নয়, এটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা পরিবারের নিরাপত্তার সংকটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে বিজয় দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসের দিন জামায়াত আমিরের অভিনব প্রতারণা ট্রল ও গালিগালাজের শিকার হয়ে যা বললেন শুভশ্রী বিজয় দিবসে মোদির টুইট, একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসী আটক কুয়াশা ও শুষ্ক আবহাওয়া থাকবে কয়দিন? জানাল আবহাওয়া অধিদপ্তর ভারতীয় রুপির রেকর্ড দরপতন বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা ট্রাম্পের যে কারণে জিৎ-স্বস্তিকার ৬ বছরের প্রেম ভাঙে অবিনশ্বর বিজয় দিবস ২০২৫ নয় মাস মুক্তিযুদ্ধের পর যেদিন বিজয়ের সূর্য হেসেছিল বাংলার আকাশে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ নিয়াজীর আত্মসমর্পণের চুক্তিনামা নিয়ে আসেন ক্যু করে পদচ্যুত করতে ব্যর্থ হয়ে ইউনুসের কাছে রাষ্ট্রপতি এখন অচ্ছুৎ!