সঙ্গী হারালেন সালমান, জানালেন বান্ধবী লুলিয়া – ইউ এস বাংলা নিউজ




সঙ্গী হারালেন সালমান, জানালেন বান্ধবী লুলিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫ | ৬:১৪ 21 ভিউ
২০২৪ সালে একের পর এক প্রাণনাশের চেষ্টা রীতিমতো বিধ্বস্ত করে ফেলেছিল বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানকে। এর মধ্যেই ২০২৫ সালের শুরুতে কাছের সঙ্গীকে হারালেন অভিনেতা। সুপারস্টারের চর্চিত বান্ধবী লুলিয়া ভান্তুর সেই খবর নিশ্চিত করেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে কষ্টের কথা জানালেন তিনি— সালমান খানের পোষা কুকুর টোরো মারা গেছে। গতকাল বুধবার (১৬ জানুয়ারি) মৃত্যুর খবর শেয়ার করে টোরোর সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে লুলিয়া ভান্তুর লিখেছেন— আমাদের জীবনে এসে তা ভরিয়ে রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার লাভলি টোরো বয়... তুমি চিরকাল আমাদের সঙ্গে থাকবে। ভিডিওটিতে অভিনেতার পানভেল ফার্ম হাউসে টোরোর সঙ্গে সময় কাটানোর আরাধ্য মুহূর্তগুলো দেখানো হয়েছে।

এর আগে ২০১৯ সালে অভিনেতা সালমান খান এক্সে টোরোর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন— সবচেয়ে প্রেমময়, অনুগত এবং নিঃস্বার্থ প্রজাতির সঙ্গে সময় কাটাচ্ছি। অভিনেতা সর্বদা প্রাণীদের প্রতি তার ভালোবাসা সম্পর্কে সোচ্চার। পানভেলে তিনি একটি ঘোড়াও পোষেন। প্রায়শই জিমে তাকে সঙ্গ দেওয়ার জন্য টোরোকে সঙ্গে নিয়ে যেতে দেখা যেত ভাইজানকে। এদিকে সালমান খান ও লুলিয়া ভান্তুর বিগত কয়েক বছর ধরে ডেটিং করছেন বলে গুঞ্জন শোনা যায়। যদিও দুজনের কেউ-ই এ জল্পনা নিশ্চিত বা অস্বীকার করেননি। সম্প্রতি দুবাইয়ে লুলিয়ার বাবার জন্মদিন পালন করতে দেখা যায় সালমানকে। পরিবারের সঙ্গে সালমানের ছবি শেয়ার করে লুলিয়া ক্যাপশনে লিখেছেন—শুভ জন্মদিন বাবা। আমি তোমাকে ভালোবাসি এবং

ধন্যবাদ 🤗❤️ দুই হিরো 😀। উল্লেখ্য, বর্তমানে সালমান খান 'সিকান্দার'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এ আর মুরুগাদোস পরিচালিত ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত অ্যাকশন থ্রিলার ছবিটিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল, রাশমিকা মান্দানা, সত্যরাজ, শরমন জোশি ও প্রতীক বব্বর প্রমুখ। ছবিটি আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অভিনেতার পাইপলাইনে সাজিদ নাদিয়াদওয়ালার কিক-টুও রয়েছে বলে একটি সূত্র জানায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রিজিক বৃদ্ধি ও সচ্ছলতা লাভের ১০ আমল পদত্যাগে প্রস্তুত জেলেনস্কি ‘অহংকারী’ ভারতের পতনের আশায় পাকিস্তানে হিন্দুদের প্রার্থনা কয়েদিদের সঙ্গে বসে পাক-ভারত ম্যাচ দেখছেন ইমরান খান যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই রাশিয়ার হামলা যে কারণে বিয়ে স্থগিত করলেন অভিনেত্রী সিডনি এবার সোনার দাম কমল বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শংকর হাসান নাসরুল্লাহকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক? লুট করা মোবাইল সেটের বিনিময়ে গাঁজা নেন তারা: পুলিশ তাসকিন-রিয়াদের প্রশংসা, নাহিদ-জাকেরও আছেন স্যান্টনারের ভাবনায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী এস আলম পরিবারের আরও ৮ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’ উদ্যোগ অনেক, প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন পরপর ফিরলেন শাকিল-রিজওয়ান হামাসের হাতে কত জিম্মি রয়ে গেছেন ফেডারেল কর্মীদের হুঁশিয়ারি মাস্কের, দ্বিমত এফবিআই-পররাষ্ট্র দপ্তরের পোপ ফ্রান্সিসের অবস্থা ‘সঙ্কটাপন্ন’