সংখ্যালঘুদের বিষয়ে ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে: প্রেস সচিব – ইউ এস বাংলা নিউজ




সংখ্যালঘুদের বিষয়ে ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে: প্রেস সচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ৯:৪০ 28 ভিউ
বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। তিনি বলেন, উনি (ডোনাল্ট ট্রাম্প) যখন টুইট করেছিলেন তখন তিনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট (প্রেসিডেন্ট প্রার্থী) ছিলেন। আমরা মনে করি উনাকে মিস ইনফর্ম (ভুল তথ্য) করা হয়েছে। এখন যেহেতু ইউএসের (মার্কিন যুক্তরাষ্ট্র) প্রেসিডেন্ট হবেন উনি, এখন দেখবেন আসলে ঘটনাটি কী হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ অক্টোবর এক এক্স পোস্টে বাংলাদেশে

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে তীব্র নিন্দা জানান ডোনাল্ড ট্রাম্প। পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি আমি। সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরি একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’ তবে তার সময়ে এমনটি কখনো ঘটেনি বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘কমলা (আরেক প্রেসিডেন্ট প্রার্থী) ও জো (প্রেসিডেন্ট জো বাইডেন) যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বের হিন্দুদের উপেক্ষা করেছেন। তারা ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের জন্য বিপর্যয় হয়ে এসেছেন। কিন্তু আমরা আবার যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবো এবং শক্তি দিয়ে পুনরায় শান্তি ফিরিয়ে আনবো!’ ট্রাম্প আরও লিখেছেন, ‘উগ্র বামপন্থিদের হাত থেকে আমরা

যুক্তরাষ্ট্রের হিন্দুদের রক্ষা করবো। তাদের স্বাধীনতার জন্য আমরা লড়াই করবো। আমার প্রশাসনের অধীনে আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারত্ব আরও জোরদার করবো।’ সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘উচ্চ কর ও আরও বিধিনিষেধ জারি করে কমলা হ্যারিস আপনাদের ক্ষুদ্র ব্যবসা ধ্বংস করে দেবেন। যেখানে আমি কর কমিয়েছি, বিধিনিষেধ কমিয়েছি, যুক্তরাষ্ট্রের শক্তির বিকাশ ঘটিয়েছি এবং ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তৈরি করেছি। অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও বৃহৎ এবং উৎকৃষ্টভাবে আমরা সেটা আবার করবো। এবং আমরা আবারও যুক্তরাষ্ট্রকে মহান করে তুলবো।’ পরিশেষে তিনি সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান এবং বলেন, ‘আশা করি, আলোর এই উৎসব অশুভকে তাড়িয়ে মঙ্গলের বিজয়

নিয়ে আসবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভালোবাসা দিবসের আগে ক্যাটরিনাকে বিচিত্র প্রাণী বললেন স্বামী, কারণ কি? এবার বিশ্বমঞ্চে উপেক্ষিত হলেন নরেন্দ্র মোদি! জামায়াত মুনাফেকি ছাড়া কিছুই করেনি: রিজভী ডোনাল্ড ট্রাম্প এর বক্তব্যের নিন্দা জানিয়ে যা বললো জামায়াত ভারত বাদ, নতুন ব্লকে বাংলাদেশ, চীন, পাকিস্তান! প্রত্মতাত্বিক প্রদর্শনী ও ঐতিহাসিক নিদর্শন রক্ষার শপথ বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ২০ অপারেশন ডেভিল হান্ট: চেয়ারম্যানসহ যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার কেন রাতের আঁধারে ছেড়েছিলেন বাংলাদেশ? ইয়াশা এবার জানালেন চাঞ্চল্যকর তথ্য ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে আমি সিঙ্গেল কেন? নোয়াখালীর দক্ষিণে নতুন বাংলাদেশ! সংসদ সদস্যদের বেতন বাড়ল ১৩৮ শতাংশ, জামায়াতের তীব্র প্রতিবাদ আমেরিকা এবার অবৈধ ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে কাশ্মীরে বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত ফিরে দেখা : ইংল্যান্ডের মাটিতে ক্যালিপসো সুর অপমানিত হলেন ভারতের প্রধানমন্ত্রী, পাত্তাই দিলেন না ম্যাক্রোঁ যমুনা রেল সেতুতে ট্রেন চলাচল শুরু ট্রেন আর উঠবে না যমুনা বহুমুখী সেতুতে, যা জানা গেল… তাহসানের সঙ্গে বন্ধুত্ব রয়েছে : মিথিলা ডিপসিক কী, কেন এটি বিশ্বব্যাপী শেয়ারবাজার ধসের কারণ?