শোকাতুর পরিবেশে খুললো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ – ইউ এস বাংলা নিউজ




শোকাতুর পরিবেশে খুললো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ | ৬:৪১ 52 ভিউ
ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজ ১২ দিন পর রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলেছে। তবে আগের মতো প্রাণচাঞ্চল্য আর নেই। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক—সবাই যেন শোকের ভারে নীরব। বিমান দুর্ঘটনার ঘটনার পর প্রথম দিন খুলেছে ক্যাম্পাস। সকাল ৯টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির কিছু শিক্ষার্থী ও অভিভাবক কলেজে আসতে শুরু করেন। য দিও কোনো ক্লাস হয়নি, তবে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় স্মরণসভা ও দোয়া মাহফিল। অনেক শিক্ষার্থী দুর্ঘটনায় আহত বন্ধুদের স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়ে। কেউ কেউ ক্ষতিগ্রস্ত ভবনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছিল। দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় আহত একজন ছোট ভাইয়ের কথা মনে পড়ছে বারবার। আর দ্বাদশ শ্রেণির নওরোজ আফরিন বলেন,

“কলেজে আসতে ভয় লাগছিল, তবুও এলাম। ছোটদের মুখগুলো মনে পড়ছে, ভাবতেই কষ্ট হচ্ছে।” প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, ধীরে ধীরে শিক্ষার্থীদের মানসিক স্থিতি ফেরাতে এই সীমিত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা চাইলে কাউন্সেলিং সেন্টারে গিয়ে কথা বলতে পারবে। তিনি আরও জানান, বিমান বাহিনীর সহায়তায় ক্যাম্পাসে একটি চিকিৎসা ক্যাম্প চালু রয়েছে। পাশাপাশি শিক্ষকরা নিয়মিত কাউন্সেলিং পরিচালনা করছেন। এই দুর্যোগময় সময়ে পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা শিক্ষাপ্রতিষ্ঠানটির সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল অটোমেশন বাতিল চান বেসরকারি মেডিকেল কলেজ মালিকরা যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশসহ ৫ দেশকে ‘হুমকি’ ভাবছে ভারত আগামী মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিলের আহ্বান টিআইবির চট্টগ্রাম কাস্টমসে ঘুষকাণ্ডে নতুন মোড় বৃহস্পতিবার থেকে ৫ দাবিতে যুগপৎ আন্দোলনে ৭ দল অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর ২২ বছর ধরে আয়কর দেয় না হলি ফ্যামিলি কলেজ ও হাসপাতাল অবশেষে কমলো স্বর্ণের দাম ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশির সন্ধান মিলেছে দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ট্রাম্প, ‘বিশেষ সম্পর্ক’ জোরদারের আশা দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা পড়েছেন ১৭৮ যাত্রী আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা মাউশির সাবেক ডিসি সুলতানার জামিন স্থগিত চেয়ে আবেদন