‘শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫
     ৪:৫০ অপরাহ্ণ

‘শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ | ৪:৫০ 99 ভিউ
প্রত্যাশার ভেলা ভাসিয়ে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে গিয়ে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। পরের বছর টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের সম্ভাবনা তৈরি হলেও হারাতে পারেনি আফগানদের। দুয়ারে কড়া নাড়ছে আরেকটি টি-২০ বিশ্বকাপ। এরপর ২০২৭ সালে আছে ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপ। বৈশ্বিক টুর্নামেন্টে এখন পর্যন্ত ভালো না করা বাংলাদেশ দলকে এসব আসরে নিজেদের ক্রিকেট উন্নতির প্রমাণ দিতে হবে। জাতীয় দলের টপ ব্যাটার নাজমুল শান্ত সিকান্দার আলীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, বৈশ্বিক টুর্নামেন্টে শুধু প্রত্যাশা নিয়ে গেলে হবে না। প্রস্তুতিও নিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘টি২০তে নির্দিষ্ট দিনে ভালো খেললে জেতার সম্ভাবনা বেশি থাকে। ব্যাটিং ক্লিক করলে টি২০ বিশ্বকাপে আমরা ভালোও করতে পারব।

বিশ্বকাপের বড় দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটিং ক্লিক করলে, আমাদের যে বোলিং আছে তাতে ভালো করা সম্ভব। ওয়ানডেতে দলটা আগামী দেড় বছর একসঙ্গে খেলতে পারলে অভিজ্ঞ হয়ে উঠব। আমাদেরও অনেক হোম ওয়ার্ক করতে হবে। স্কিলের পাশাপাশি মানসিক দিক নিয়ে কাজ করতে হবে। বিশ্বকাপের মতো কন্ডিশন বানিয়ে অনুশীলন ও ম্যাচ খেলতে হবে। শুধু প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গেলে ভালো হবে না। গুরুত্বপূর্ণ হলো, কীভাবে আমরা ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারি। কন্ডিশনের চ্যালেঞ্জ, কোন দলের সঙ্গে আমরা খেলব, ওগুলো মাথায় রেখে খুব ভালো প্রস্তুত হয়ে যেতে পারলে ভালো ফল করা সম্ভব হবে।’ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া

বেশ কঠিন হতে পারে বাংলাদেশের জন্য। ঘরের মাঠে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের চ্যালেঞ্জ নিতে হবে। শান্তর মতে, বাংলাদেশ ঘরের মাঠে বড় দল। সিরিজগুলো জিতে সরাসরি বিশ্বকাপে খেলা সম্ভব। তিনি বলেন, ‘দেশের মাটিতে আমরা এই দলগুলোকে হারিয়েছি। হোমে আমরা সব সময় ভালো ক্রিকেট খেলি। আমি মনে করি এই কন্ডিশনে আমরা অনেক বড় দল। আমি বিশ্বাস করি এই সিরিজগুলো জেতা সম্ভব।’ আগামী ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে শান্ত জানান, নিয়মিত তিন সংস্করণে খেলতে চান। গত দুই টি২০ সিরিজে ছিলাম না। তবে টি২০ বিশ্বকাপ খেলতে চান। সেজন্য দলে জায়গা ফিরে পাওয়ার চেষ্টা

করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ‘আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, এখন কথা বললেই দোসর’—বিক্ষুব্ধ জনতার আক্ষেপ সেনা ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে, স্বাধীনতার চেতনা রক্ষার সময় এসেছে ফসলি জমি কেটে খাল খনন পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প আমেরিকানদের খুব দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ ফিলিস্তিনিদের নতুন দেশে পাঠানোর গোপন নীলনকশা ইরানের বিক্ষোভ নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬ তেহরানসহ একাধিক জায়গায় ফের জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা বাড়ল স্বর্ণের দাম আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় অধ্যাপক ড. সাইদুর রহমান ইরানে ‘রেড লাইন’ ঘোষণা সরকারি অনুদানের সিনেমায় রাজ-মিম জুটি