শাকিবের ‘দরদ’, দারুণ গল্পের করুণ নির্মাণ – ইউ এস বাংলা নিউজ




শাকিবের ‘দরদ’, দারুণ গল্পের করুণ নির্মাণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০৪ 120 ভিউ
বেপরোয়া এক অটোচালক। একটি বাইকের পেছনে এলোমেলোভাবে ছুটছিল। একটু পরই সামনে আসে চালকের উদ্দেশ্য। বাইকে ধাক্কা দিয়ে নির্মমভাবে খুন করে বাইকের চালককে। কী এই খুনের কারণ? কে করে এই খুন? পরবর্তী দৃশ্যে দেখা যায়, ফাতেমা আর দুলু মিয়া মেলায় ঘুরে বেড়াচ্ছে। দুলু মিয়া ফাতেমার মুখে হাসি ফোটানোর জন্য নানা চেষ্টা করছে। কিন্তু ফাতেমার মুখে হাসি নেই। দুলু মিয়া একপর্যায়ে অনুরোধ করে বলে ওঠে, ‘একটু হাসো না, ফাতেমা। একবার। সারাটা দিন তোমার মুখে একটু হাসি দেখার জন্য কত কিছু করলাম।’ একনজরে সিনেমা: ‘দরদ’, পরিচালক: অনন্য মামুন জনরা: রোমান্টিক সাইকো থ্রিলার স্ট্রিমিং প্লাটফর্ম: আইস্ক্রিন রানটাইম: ২ ঘণ্টা ২১ মিনিট অভিনয়: শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার, রাজেশ শর্মা,

রাহুল দেব, ইমতু রাতিশ, সাফা মারওয়া অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার শুরুটা এভাবেই হয়। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়। বড় উৎসব ছাড়াই গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। কিন্তু মুক্তির পর সিনেমাটি হলে বেশি দিন চলেনি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে গত ১৬ জানুয়ারি মুক্তি পায় ‘দরদ’। মুক্তির আগে ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা ছিল দর্শকের। সেটা কতটা পূরণ করতে পারল সিনেমাটি? প্রথমে আসা যাক গল্প নিয়ে। রহস্য, নিষ্ঠুরতা, ক্রমিক খুনি, প্রেম মিলিয়ে ‘দরদ’-এর ট্রেলার ভক্তদের মধ্যে সাড়া ফেলেছিল। ভারতের বেনারসের অলিগলি, গঙ্গার তীর, সিনেমার গানে যেভাবে ‘দরদ’–এর গল্প ফুটে উঠেছিল, তা বেশ আশাব্যঞ্জক ছিল। কিন্তু সিনেমার শুরু

থেকেই গল্পের মধ্যে খাপছাড়া ভাব ছিল স্পষ্ট। মনে হচ্ছিল, অনেকগুলো টুকরো টুকরো অংশ দেখানো হচ্ছে। প্রথমার্ধের কিছু অংশ দেখার পর যখন অবশেষে কাহিনি গতি পায়, সিনেমাটি একপর্যায়ে বেশ উপভোগ্য হয়ে ওঠে। একের পর এক খুনের ঘটনা আর মারপ্যাঁচে কাহিনি আগায় ভালো গতিতেই। শাকিব খান আর সোনাল চৌহানের রসায়নও একটা সময় বেশ উপভোগ্য হয়ে ওঠে। কিন্তু সিনেমার দ্বিতীয় অংশে রহস্য যখন উন্মোচিত হওয়ার সময় আসে, তখন আবার কাহিনি গতি হারায়। তবে এবার নির্মাতা একেবারেই ব্যর্থ রোমাঞ্চ ধরে রাখতে। প্রথম দিকে নানা ছোট ছোট ঘটনা দেখিয়ে যেভাবে গল্প বোনা হচ্ছিল, তার বেশির ভাগ টুকরা জোড়া লাগাতে নির্মাতা কোনো নজরই দেননি। যেসব চরিত্র সিনেমা

দেখার আগ্রহ বাড়াচ্ছিল, সেগুলোই হারিয়ে যায় সিনেমা থেকে। ক্লাইম্যাক্সে নির্মাতা চমক দেখাতে চাইলেও একের পর এক অসামঞ্জস্যতায় দৃশ্যটি মোটেও ছাপ ফেলেনি দর্শকের মনে। বরং সিনেমা দেখতে গিয়ে বারবার মনে হচ্ছিল, একটি দারুণ গল্পের কী দুর্বল নির্মাণ! ‘দরদ’ সিনেমায় রাজেশ শর্মা, রাহুল দেব, পায়েল সরকারের মতো অভিনেতা-অভিনেত্রীরা থাকলেও তাঁদের কারও অভিনয় ছাপ ফেলতে পারেনি। তারকা অভিনেতা থাকা মানেই যে ভালো সিনেমা, সে কথা ভুল প্রমাণ করতে চেষ্টার কমতি রাখেনি ‘দরদ’। সিনেমাটিতে দেখার মতো অভিনয় করেছেন কেবল শাকিব খান। চরিত্রের বাঁকবদলে তিনি নিজেকে বারবার বদলে তাঁর সেরাটা তুলে ধরেছেন। তাই সিনেমা দেখার একপর্যায়ে আপনার মনে হতেই পারে, এ যেন শুধুই শাকিব খানের সিনেমা। কারণ, সিনেমাটি

দেখার পর দুলু মিয়া ছাড়া আর কেউ দাগ কেটে যেতে পারে না সেভাবে। শাকিবের বিপরীতে সোনাল চৌহান ছিলেন একেবারেই সাদামাটা। কোনো কোনো চরিত্রে তাঁদের রসায়ন মানানসই লাগছিল, আবার কোথাও যেন খাপছাড়া! তবে সোনালের বাংলা ডাবিং নিয়ে কথা বলতেই হয়। তাঁর ডাবিং একেবারেই মানায়নি। তাঁর সংলাপে আবেগ ছিল না বললেই চলে। তবে নবাগত অভিনেত্রী হিসেবে সাফা মারওয়া বেশ ভালো অভিনয় করেছেন। শুধু শিল্পী নির্বাচনে নয়, প্রতিটি স্পট দেখে বারবার মনে হয়েছে, নির্মাণে আরও মনোযোগী হতেই পারতেন পরিচালক অনন্য মামুন। বেনারসের মতো জমজমাট একটি জায়গাকে যেন ঠিকঠাক ব্যবহার করতে পারেননি নির্মাতা। আবহ সংগীতে সাসপেন্স, রোমাঞ্চ কিংবা দুঃখের অনুভূতি আনতে অনেকটাই ব্যর্থ হয়েছে বলা যায়।

সংগীত পরিচালক আরাফাত মেহমুদ গানের দিকে নজর দিলেও আবহ সংগীতে গল্পের সুর বাঁধতে পারেননি। ১২ ফেব্রুয়ারি ২০২৫ এই ভূত সেই ভূত নয় সিনেমাটি মুক্তির আগে পরিচালক একের পর এক প্রত্যাশার কথা শুনিয়েছেন দর্শকদের; কিন্তু এর বেশির ভাগই পূরণ করতে পারেননি। তাই অনেক সম্ভাবনা থাকার পরও ‘দরদ’ শেষ পর্যন্ত একটি গড়পড়তা সিনেমা হয়েই থাকল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শুধু ঘুম পায়? মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ট্রাম্প না পেলেও শান্তির নোবেল ‘আমেরিকার স্বার্থে’ আরেকটি ‘নাকবা’: গাজা পুনর্গঠনে লেগে যাবে প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা সম্পর্ক টিকিয়ে রাখার ৩ কৌশল মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল-মাসজিদ নামাজ আদায়ের গুরুত্ব উচ্চমূল্যের চাপে মধ্যবিত্ত হয়ে যাচ্ছে নিম্নবিত্ত নূতন-কাজলকে পেছনে ফেললেন আলিয়া! উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই: সামান্তা সোমবার থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৯৫৩ প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগান মন্ত্রী আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের ৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট মাউশি ভেঙে হচ্ছে দুই অধিদপ্তর বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছেন