
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

কুমিল্লায় ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা নিশ্চিত ও অনলাইন থেকে ছবি-ভিডিও সরানোর নির্দেশ

ওয়াকফ মামলা শুনানির জন্য হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠিত

বাংলাদেশে ‘রিপাবলিক বাংলা’ বন্ধে হাইকোর্টে রিট

সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার

বিচার বিভাগীয় সচিবালয় চায় সুপ্রিমকোর্ট

‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’

পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধে আইনি নোটিশ
শহীদ ওমরের লাশ উত্তোলনের নির্দেশ আদালতের

ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ ইঞ্জিনিয়ার মো. ওমরের লাশ কবর থেকে উত্তোলনের আদেশ দিয়েছেন আদালত। লাশের সুরতহাল এবং ময়নাতদন্তের জন্য চলতি বছরের গত ২৯ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
এ আদেশে বলা হয়, ঢাকার উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর-২১(৮)২৪, জি.আর মামলা নম্বর-৩০৪/২৪ এর ভিকটিম ওমর বিন নুরুল আবছার (২২) গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। দেশের পারিপার্শ্বিক কারণে ভিকটিমের অভিভাবকগণ সুরতহাল, ময়নাতদন্ত এবং স্থানীয় পুলিশকে অবগত না করে ওমরের লাশ ২০২৪ সালের ৫ আগস্ট পরিবারের লোকজন বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী গ্রামের কবরস্থানে দাফন করেন।
ফলে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করা হয়নি। তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ভিকটিম ওমরের
লাশ কবর হতে উত্তোলনের আদেশ প্রদান করা হয়। এ কার্য সম্পাদনে গত ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত এক আদেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমাকে নিয়োগ প্রদান করেছেন। এ অবস্থায় বোয়ালখালী থানা ও উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মৃত ওমরের মরদেহ কবর হতে উত্তোলনে সহযোগিতা করবেন।
লাশ কবর হতে উত্তোলনের আদেশ প্রদান করা হয়। এ কার্য সম্পাদনে গত ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত এক আদেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমাকে নিয়োগ প্রদান করেছেন। এ অবস্থায় বোয়ালখালী থানা ও উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মৃত ওমরের মরদেহ কবর হতে উত্তোলনে সহযোগিতা করবেন।