লেবাননে সংঘর্ষে ৩ ক্যাপ্টেনসহ ইসরাইলের ৮ সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




লেবাননে সংঘর্ষে ৩ ক্যাপ্টেনসহ ইসরাইলের ৮ সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪ | ৮:১৩ 107 ভিউ
রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছে দক্ষিণ লেবানন। সেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সম্মুখ লড়াইয়ে এ পর্যন্ত তিন ক্যাপ্টেনসহ ৮ জন সেনা সদস্যকে হারিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। বুধবার সন্ধ্যায় ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে প্রথম সৈন্যের মৃত্যুর পর এ পর্যন্ত আটজন সৈন্য নিহত হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, আইডিএফ জানিয়েছে যে, তারা সীমান্ত অতিক্রম করে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালাতে গেলে সেখানে সংঘর্ষ এবং এ হতাহতের ঘটনা ঘটে। এর ফলে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে এবং ইসরাইলি কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরাইলি বাহিনী আক্রান্ত হয়েছে। রিপোর্ট

অনুযায়ী, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইসরাইলের বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছে এবং আহতদের উদ্ধার করতে অন্তত ৫টি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নিহত ৮ সেনার নাম-পরিচয় জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহতদের মধ্যে রয়েছেন- ক্যাপ্টেন হারেল এটিঙ্গার (২৩), ইগোজ কমান্ডো ইউনিটের একটি দলের কমান্ডার, এলি থেকে। ক্যাপ্টেন ইটাই আরিয়েল গিয়াট (২৩), ইয়াহালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিট, শোহাম থেকে। সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াম বারজিলায় (২২), ইগোজ কমান্ডো ইউনিট, কোহাভ ইয়ায়ির থেকে। সার্জেন্ট ফার্স্ট ক্লাস অর মান্তজুর (২১), ইগোজ কমান্ডো ইউনিট, বেইত আরিয়েহ থেকে। সার্জেন্ট ফার্স্ট ক্লাস নাজার ইটকিন (২১), ইগোজ কমান্ডো ইউনিট, কিরিয়াত আত্তা থেকে। স্টাফ সার্জেন্ট আলমকেন তেরেফে (২১), গোলানি ব্রিগেডের গোপনীয়

ইউনিট, জেরুজালেম থেকে। স্টাফ সার্জেন্ট ইডো ব্রয়ার (২১), গোলানি ব্রিগেডের গোপনীয় ইউনিট, নেস টজিওনার থেকে। এর মধ্যে ইগোজ কমান্ডোর সদস্যরা দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত হন। এর আগে, সকালে ক্যাপ্টেন ইতান ইটজাক অস্টারের মৃত্যুর ঘোষণা দেয় আইডিএফ। ইসরাইলি সেনাবাহিনী জানায়, একই ঘটনায় আরও এক কর্মকর্তা ও চার সেনা গুরুতর আহত হয়েছেন। এছাড়া গোলানি রেকন ইউনিটের দুই সেনা একটি পৃথক ঘটনায় নিহত হন, যেখানে আরেকজন সেনা গুরুতর আহত হন। তৃতীয় এক ঘটনায়, গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের একজন যুদ্ধ মেডিক্যাল অফিসার গুরুতর আহত হন। সূত্র: টাইমস অব ইসরাইল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আলজেরিয়ার নতুন প্রধানমন্ত্রী নিয়োগ লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা যুক্তরাষ্ট্রে নতুন শুল্কে বাংলাদেশি পোস্টাল পার্সেল স্থগিত ফরিদা পারভীনের মৃত্যু: ক্ষোভ উগরে দিলেন কনকচাঁপা চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক টানা ৫ দিন বৃষ্টির আভাস সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা ইসরাইলকে রুখতে সুনির্দিষ্ট পরিকল্পনা চায় জর্ডান প্রথমবারের মতো ঢাকায় আসছেন হানিয়া আমির ওমানকে গুঁড়িয়ে দিয়ে আমিরাতের জয় মালয়েশিয়ায় হালাল শোতে বাংলাদেশ, আসিয়ান বাজারে রপ্তানি বাড়ার সম্ভাবনা স্টারলিংক ইন্টারনেটে বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাট চার ‘কুতুবের’ হাতে জিম্মি ইআবির নিয়োগ-প্রশাসন