রূপগঞ্জে উদ্ধার হওয়া ৭ টুকরো লাশের পরিচয় মিলেছে – ইউ এস বাংলা নিউজ




রূপগঞ্জে উদ্ধার হওয়া ৭ টুকরো লাশের পরিচয় মিলেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ | ৫:১৪ 35 ভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের একটি লেক থেকে উদ্ধার হওয়া ৭ টুকরো লাশের পরিচয় মিলেছে। তার নাম জসিম উদ্দিন মাসুম। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সস্তাপুর এলাকার মৃত হাজী আলেক চাঁন বেপারির ছেলে। তিনি রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গত বুধবার সকালে উপজেলার পূর্বাচল উপ-শহরের ব্রাক্ষ্মনখালী লেক থেকে ৭ টুকরো লাশটি উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। প্রেমঘটিত বিষয় নিয়ে হত্যাকা- ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রুমা আক্তার নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুমা আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকা-ে ব্যবহৃত চাপাতি, হেসকো ব্লেড, সাফারি ও সু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রুমা আক্তার ময়মনসিংহ জেলার

গৌরিপুর থানার তারাকান্দা এলাকার নজর আলীর মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, গত বুধবার সকাল ৯টার দিকে পুর্বাচল উপশহরের ৫নং সেক্টরের লেকের পাড়ে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় বস্তায়বন্দি অজ্ঞাত পুরুষের বিচ্ছিন্ন মাথা, দুটি হাত, বিচ্ছিন্ন দুটি পা, বিচ্ছিন্ন বুকের পিছনের অংশ, ধারালো অস্ত্র দ্বারা বিচ্ছিন্ন পেটের ভুরি, ফেপসা, কলিজা ও দেহের অন্যান্য অংশ একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে আছে। পরে সুরোত হাল রিপোর্ট তৈরি করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে

প্রেরণ করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ও আশপাশের অন্যান্য জেলা মেট্রোপলিটন ডিসিস্ট সনাক্তের জন্য ফ্যাক্স বার্তা বেতার প্রেরণ করা হয়। ডিসিস্ট এর আত্মীয় স্বজনদের মাধ্যমে উদ্ধার হওয়া লাশের পরিচয় সনাক্ত করে জানা যায় তার নাম জসিম উদ্দিন মাসুম। তিনি একজন ব্যবসায়ী। ঘটনার ব্যাপারে জসিম উদ্দিন মাসুমের গাড়ি চালক মালেক মিয়ার কাছ থেকে তথ্য সংগ্রহ করে রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় পুলিশের একটি টিম সিসিটিভি ফুটেস সংগ্রহ করে তা পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সন্দিগ্ধ আসাাম সনাক্ত করেন। পরে হত্যাকান্ডে জড়িত আসামি রুমা আক্তারকে কাফরুল শেওড়াপাড়া আসামির ভাড়াটিয়া বাসা থেকে গ্রেফতার

করে। আসামি রুমা আক্তারকে নিয়ে তার তথ্য দেয়া মতে অভিযান পরিচালনা করে হত্যাকা-ে ব্যবহৃত একটি চাপাতি, একটি হেসকো ব্লেড, নিহত জসিম উদ্দিন মাসুমের পরনের সাফারি, এক জোড়া সু উদ্ধার পুর্বক জবানবন্ধি নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রেমঘটিত বিষয় নিয়ে হত্যাকা- ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যন্যা আসামিদের গ্রেফতারের চেষ্টা অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি: সংকটে নিম্ন আয়ের মানুষ রাজধানীতে ছিনতাইয়ের বাড়বাড়ন্ত সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় মিঠুন চক্রবর্তীর সতর্কবার্তা জার্মানি নির্বাচনে ইলন মাস্কের হস্তক্ষেপ নিয়ে তর্ক-বিতর্ক গত ৪৮ ঘণ্টায় ৩ মন্দিরে হামলা, প্রশ্নবিদ্ধ ‘নতুন বাংলাদেশ’ ‘খুনি হিসেবে র‌্যাবকে সমাজে রাখা ঠিক হবে না’ দিল্লিতে নির্বাসিত হাসিনা, বাংলাদেশ- ভারত সম্পর্কে টানাপোড়ন: এবিসি আমাদের পাকঘরে উঁকি মারবেন না: ভারতকে ডা. শফিকুর রহমান রাখাইনে সামরিক সদর দপ্তর দখলে নিয়েছে আরাকান আর্মি শেখ হাসিনাকে দেখে রাখার ঘোষণা দিয়ে নিজেই হলেন পলাতক ২৬ বছর আগের ইলন মাস্কের ‘প্রলাপ’এখন বাস্তব দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়লো জাহাজ ভারত একটি মারমুখী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে: আশরাফ কায়সার ‘আওয়ামী লীগ দালাল না, ভারতেরই সরকার ছিল’ নাটোরে মহাশ্মশানে ডাকাতি, মন্দিরে লুটপাট, সেবায়েতকে হত্যা ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে: অর্থ উপদেষ্টা