রাতে গড়লেন রেকর্ড, সকালেই স্কুলে হাজিরা দিতে হলো আইরিশ ফুটবলারকে – ইউ এস বাংলা নিউজ




রাতে গড়লেন রেকর্ড, সকালেই স্কুলে হাজিরা দিতে হলো আইরিশ ফুটবলারকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৯ 76 ভিউ
ইউরোপিয়ান ফুটবলে রেকর্ডই গড়ে ফেলেছেন আইরিশ ফুটবলার মাইকেল নুনান। তবে এই রেকর্ড গড়ে যে এক শান্তির ঘুম দেবেন, সে ফুরসতটাও তার ব্যক্তিগত জীবনে নেই। পরদিনই তল্পিতল্পা গুটিয়ে তাকে দৌড়াতে হয়েছে স্কুলে। শামরক রোভার্সের হয়ে খেলেন এই আইরিশ তরুণ। বৃহস্পতিবার রাতে উয়েফা কনফারেন্স লিগ প্লে-অফের প্রথম লেগে নরওয়েজিয়ান ক্লাব মোলদেকে ১-০ গোলে হারানোর নায়ক বনে গিয়েছিলেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে তার একমাত্র গোলই যে দলকে জয় এনে দেয়। এই গোলটি নুনান করেন ১৬ বছর ১৯৭ দিন বয়সে। তাতে উয়েফা কনফারেন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা বনে যান তিনি। কিন্তু ইতিহাস গড়ার পরপরই উচ্ছ্বাসে মাতার সুযোগ ছিল না। ম্যাচ শেষে ডাবলিন ফিরে এসেছেন তিনি। শুক্রবার সকালে

ব্যাগ গুছিয়ে ক্লাসের জন্য রওনা দেন। খবরটা জানিয়েছেন তার মা স্যান্ডি নুনান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আর সে আবার স্কুলে ফিরে গেল...’। শামরক রোভার্সের দাবি, নুনান ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। তবে ১৯৯১ সালে উয়েফা কাপে আন্দারলেখটের হয়ে ১৬ বছর ১০০ দিনে গোল করেছিলেন নিই ল্যাম্পটে। নুনানের ক্লাব রোভার্স আগামী বৃহস্পতিবার ডাবলিনে দ্বিতীয় লেগে মোলদের মুখোমুখি হবে। এর আগে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রায়াল দিয়েছিলেন নুনান। গত জানুয়ারিতে শামরক রোভার্সে যোগ দেন তিনি। তার আগের ক্লাব সেন্ট প্যাট্রিকস অ্যাথলেটিকে ১৫ বছর ৯ মাস বয়সে তিনি জায়গা করে নিয়েছিলেন মূল একাদশে। ক্লাবের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় বনে গিয়েছিলেন তিনি। আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৭ জাতীয়

দলের এই ফুটবলার সম্পর্কে শামরক রোভার্স কোচ স্টিফেন ব্র্যাডলি বলেন, ‘নুনান শুধু ফুটবল নিয়েই বেঁচে থাকে, নিঃশ্বাস নেয় আর ঘুমায়।’ তবে শুক্রবার সকালে সেই ঘুমটা একটু কম হয়েছে বৈকি!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, হতাহত বহু শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮ মিরপুরে অগ্নিকাণ্ড: হতাহতদের সহায়তার ঘোষণা, তদন্ত কমিটি যুগ পার হলেও ডিমিউচ্যুয়ালাইজেশনের সুফল আসেনি শেয়ারবাজারে উদ্ধার হয়নি চাইনিজ রাইফেল-এসএমজি-আড়াই লাখ গুলি, নির্বাচনে নিরাপত্তা শঙ্কা চাকসু ভোটের ফলাফল বৃহস্পতিবার ‘ইত্যাদি’ এবার কুড়িগ্রামে দেশের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয় বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬ শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় অজ্ঞান, পুড়ে অঙ্গার শ্রমিকরা: ফায়ার সার্ভিস নিহতদের মুখ ঝলসে যাওয়ায় পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী