রাজধানীতে ম‍্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১১ – ইউ এস বাংলা নিউজ




রাজধানীতে ম‍্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:২৫ 9 ভিউ
অনতিবিলম্বে শূন্যপদে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ ও উচ্চশিক্ষার সুযোগসহ ৪ দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটসের লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে ১১ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার বিকাল সোয়া ৫টার দিকে লাঠিচার্জের ঘটনার পর আহত হওয়া শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। আহত শিক্ষার্থীরা হলেন– নওগাঁ ম্যাটসের মেহরাব, প্রাইম ম্যাটসের এরশাদুল হক, শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান, সোহাগ, আমানুল্লাহ, ট্রমা ম্যাটসের সায়মা, সুমাইয়া খাতুন, তাহমিনা আক্তার তমা, বরিশাল জমজম ম্যাটসের মোহাম্মদ রাসেল, গাজীপুর ম্যাটসের শিহাব ও কুষ্টিয়া ম্যাটসের আরাফাত। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক

জানান, সচিবালয়ের সামনে থেকে আহত অবস্থায় ১১ শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়েছে।এখানে তাদের চিকিৎসা চলছে। বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে ‘লং মার্চ’ শুরু করেন ম্যাটস শিক্ষার্থীরা। এ সময় বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ‘লং মার্চ’ শুরু করেন তারা।এ সময় শিক্ষার্থীদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত ১১ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আশ্বাসের নামে আবারো মুলা ঝোলানোর চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা আজই ম্যাটস বৈষম্যের সুরাহা চাই। এদিকে বিকাল সাড়ে তিনটার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান

বেগমের সঙ্গে বৈঠকে বসে ম্যাটস শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকের পরও সচিবালয় অভিমুখে লং মার্চ কেন- জানতে চাইলে ম্যাটস শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, আমাদের শাহবাগে বসিয়ে রেখে মন্ত্রণালয়ে বৈঠক করলে হবে না। বৈঠক আমাদের নিয়ে করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একমাসে ৭ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর নতুন মুদ্রানীতি ঘোষণা ‘যেখানে-সেখানে যাত্রী তোলার দাবিতে’ বাস শ্রমিকদের অবরোধ ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই সাকিব-লিটন কি দলে ফিরবেন, যা বলছেন কোচ সিমন্স বাংলায় স্টেশনের নাম নিয়ে আপত্তি ব্রিটিশ এমপির ওয়ানডে অভিষেকেই বিশ্ব রেকর্ড ৩৯ দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান ফের ট্রাকে পণ্য বিক্রি শুরু ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই বাংলায় স্টেশনের নাম নিয়ে আপত্তি ব্রিটিশ এমপির গাজা নিয়ে আলোচনার জন্য কাতারে ইসরাইলি প্রতিনিধি দল গাজাবাসীকে উচ্ছেদের ক্ষমতা কারও নেই: এরদোগান হোয়াটসঅ্যাপে যৌন উত্তেজক বার্তা, মন্ত্রী বরখাস্ত বরিশালে আ.লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন গ্রেপ্তার ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯০ ম‍্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ সংবর্ধনায় স্লেজিংকে কেন্দ্র করে বাকৃবিতে শিক্ষার্থীদের মারামারি