যে অভিমানে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত – ইউ এস বাংলা নিউজ




যে অভিমানে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ | ৪:২৬ 22 ভিউ
দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝ পথে খবর চাউর হয়; সিরিজ শেষেই তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। যদিও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও অধিনায়ক হিসেবে টিকে গেছেন তিনি। এ অবস্থায় জনমনে প্রশ্ন; হঠাৎ কেনই বা নেতৃত্ব ছাড়তে চাইলেন শান্ত, আবার কি কারণেই বা নেতৃত্ব দেখা যাচ্ছে তাকে। কোন অভিমানে সরে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। কেই বা তার সেই অভিমান ভাঙিয়ে নেতৃত্ব দিতে রাজি করাল? জানা গেছে শান্তর অভিমানের নেপথ্যের কারণ, সেই অভিমান কীভাবে ভেঙেছে জানা গেছে সেটিও। জানা গেছে, দলের ব্যর্থতায় অধিনায়ক হিসেবে তাকে সমালোচনার মধ্যে দিয়ে যেতে হলেও দল নির্বাচনে কোনো ভূমিকাই ছিল না শান্তর। অধিনায়ক হিসেবে দল নির্বাচনে কোনো

ইনপুট দিতে পারতেন না তিনি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের সঙ্গে যা নিয়ে দূরত্ব তৈরি হয়েছিল শান্তর। যে কারণে হতাশায় নেতৃত্ব থেকে সরে যেতে চেয়েছিলেন শান্ত। পরে এ বিষয়গুলো বর্তমান বোর্ডপ্রধান ফারুক আহমেদের সঙ্গে মন খুলে শেয়ার করেছেন শান্ত। আর তাতেই গলেছে শান্তর অভিমানের বরফ। নেতৃত্ব ইস্যুতে মত বদলেছেন শান্ত। আর সে কারণেই আফগানিস্তান সিরিজে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শান্তকে। বিসিবি প্রধানের সঙ্গে শান্তর এই বৈঠক হয়েছে বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্ট শেষে। যেখানে বিদেশ থেকে দেশে ফেরার পর অধিনায়ক শান্তর কথা শোনেন ফারুক আহমেদ। সভাপতির কাছে শান্তর অভিযোগ ছিল, দল গঠন ও পরিচালনার ক্ষেত্রে নির্বাচক প্যানেলের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছেন না তিনি। সেই

একই মিটিংয়ে ছিলেন মেহেদী হাসান মিরাজও। কেননা, তাকে বলা হয়েছিল, কোন কারণে শান্ত নেতৃত্ব দিতে রাজি না থাকলে তিনিই হবেন দুই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক। তবে শান্তর এখন মত বদল হওয়ায় নেতৃত্ব পাচ্ছেন না মিরাজ। তবে তাকে সহ-অধিনায়ক করা হয়েছে শান্তর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তেলের ডিপোতে আগুন, পুড়ল ৪শ ব্যারেল মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট: মির্জা ফখরুল বোর্নামাউথে বিধ্বস্ত আমোরিমের ম্যানইউ জবিতে ভর্তি পরীক্ষা হবে নিজস্ব পদ্ধতিতে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এতো ব্যস্ত কেন’, প্রশ্ন সালাউদ্দিনের ব্যাংকের সম্পদ মূল্যায়নে বিদেশি পরামর্শক নিয়োগে নীতিমালা ২১ দিনে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে হামাস-ইসরায়েল যে কারণে শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা বেতন বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ ট্রেইনি চিকিৎসকদের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে গাজা যুদ্ধবিরতির আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রে ‘কারকুমা’ ফাংশনাল ফুড দীর্ঘ ১২ বছর পর দামেস্কে কাজ শুরু করল তুরস্কের দূতাবাস মধ্যপ্রাচ্য নিয়ে ইরানের ‘স্বপ্নভঙ্গ’, বিকল্প কী সিরিয়ার ক্ষমতা দখলকারীদের সঙ্গে যোগাযোগ করল যুক্তরাষ্ট্র সেই তাহেরীর বিরুদ্ধে পুলিশের মামলা হামাসের সাথে শান্তি চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি ‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি