যুক্তরাষ্ট্রে ফেরির গ্যাংওয়ে ধসে নিহত ৭ – ইউ এস বাংলা নিউজ




যুক্তরাষ্ট্রে ফেরির গ্যাংওয়ে ধসে নিহত ৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ | ৮:২৩ 27 ভিউ
যুক্তরাষ্ট্রে ফেরির গ্যাংওয়ে ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে যুক্তরাষ্ট্রের আটলান্টিক উপকূলে এ ঘটনা ঘটেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি ডকের গ্যাংওয়ে ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ২০ জন পানিতে পড়ে গেছেন। শনিবার গভীর রাত পর্যন্ত তাদের উদ্ধারে কোস্ট গার্ড অভিযান চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় বেশ কয়েজকজন আহত হয়েছেন। সাপেলো দ্বীপের কৃষ্ণাঙ্গদের বংশধরদের গুল্লা-গিচি সম্প্রদায়ের একটি উদৎসবের সময় এ দুর্ঘটনা ঘটেছে। জর্জিয়া প্রাকৃতিক সম্পদ বিভাগের মুখপাত্র টাইলার জোনস বলেন, সাভানা থেকে প্রায় ৯৭ কিলোমিটার দক্ষিণে জর্জিয়ায় ব্যারিয়ার আইসল্যান্ডে ফেরিবোটের জন্য

অপেক্ষা করা লোকেদের ভিড়ের একটি গ্যাংওয়ে ধসে পড়েছে। বর্তমানে বিভিন্ন এজেন্সি উদ্ধার অভিযান পরিচালনা করছে। কর্মকর্তারা জানিয়েছেন, কোস্টগার্ড হেলিকপ্টার এবং নৌকা দিয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযান পরিচালনা করে আসছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। জর্জিয়ার সাপেলো দ্বীপে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো রাষ্ট্রীয় ফেরিব্যবস্থা। দ্বীপটি উপকূল থেকে ২০ মিনিটের দূরত্বে অবস্থিত। রয়টার্স জানিয়েছে, জর্জিয়া থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত অঞ্চলে এখনও টিকে থাকা কৃষ্ণাঙ্গদের সাংস্কৃতিক দিবসের বার্ষিক উত্সবের দিনে এ দুর্ঘটনা ঘটেছে। জর্জিয়াতে গুল্লা বা গিচি নামে পরিচিত এ কৃষ্ণাঙ্গ গোষ্ঠী বিচ্ছিন্নতার কারণে তাদের আফ্রিকান ঐতিহ্যের বেশিরভাগই ধরে রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গৃহবন্দি চঞ্চল চৌধুরী: রাজনৈতিক হয়রানীর শিকার শিল্পীরা ট্রাম্পের বিদেশ নীতি: বাংলাদেশের জন্য ভবিষ্যৎ রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দ্রুত গণতন্ত্র পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র ও ভারতের বার্তা টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ও ইউনুস সরকারের ধাক্কা জনগণের আশা পূরণে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গাজায় দুর্ভিক্ষের তথ্য লুকানোর অভিযোগ কাঁটাতার নিয়ে সংঘাত; ভারতীয় হাই কমিশনারকে তলব আমাদের ঈমান ঠিক আছে তো? প্রশ্ন অভিনেত্রী জয়ার ৪ স্ত্রীর পাশাপাশি ১০০ বাঁদি রাখা নিয়ে তোপের মুখে মুফতি কাসেমী জরিপ: আওয়ামী লীগের প্রতি ৬১ শতাংশ জনগণের আস্থা নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সোহেল তাজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে পূজা চেরি ! ভেঙে গেলো মুক্তধারা ফাউন্ডেশন ড. নুরুন্নবীর পদত্যাগ মিরপুরে বাটার শোরুমের আগুন নিয়ন্ত্রণে ঢাকা আন্তর্জাতিক মেলায় রাখা হয়নি বসার স্থান, ভোগান্তিতে দর্শনার্থীরা প্রাণঘাতী অস্ত্র ও গুলির হিসাব চায় প্রসিকিউশন বিদ্যমান ভোটারের তথ্য যাচাইয়ের উদ্যোগ নেই রুশ হেলিকপ্টার মিলছে না, ঝুঁকিতে অর্থ ফেরত ট্রাম্পের প্রথম দিন থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান