যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে কেমন হবে গাজার চিত্র, ভিডিও শেয়ার করলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ৭:২০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে কেমন হবে গাজার চিত্র, ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:২০ 100 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে রূপান্তরিত করার যে পরিকল্পনার কথা বলেছিলেন, তাকে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে বাস্তব রূপ দেওয়া হয়েছে। ট্রাম্প, ইলন মাস্ক ও নেতানিয়াহুকে নিয়ে তৈরি করা সেই ভিডিওতে নতুন গাজার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বুধবার তেমনই একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ট্রাম্প নিজেই। যা নিয়ে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি গাজা উপত্যকা ‘দখল’ করে একে ‘মধ্যপ্রাচ্যের রিভেইরা’ বা বিলাসবহুল নগরী বানাতে চান। তার এই প্রস্তাবনাটি তার সমর্থকদের কাছ থেকে প্রশংসা কুড়ালেও, হামাস ও আরব বিশ্বের তীব্র সমালোচনার মুখে পড়েছে। এরই মধ্যে বুধবার সকালে ট্রাম্পের শেয়ার করা এআই-নির্ভর এক

ভিডিওতে দেখা গেছে, তিনি গাজায় যে ধরনের বিলাসিতা চান—গগণচুম্বী অট্টালিকা, জমজমাট বাজার, স্ট্রিপ ক্লাব, সমুদ্রসৈকত—সব মিলিয়ে এক ‘ট্রাম্পীয়’ বিলাসবহুল জীবনযাপনের প্রতিচ্ছবি। ভিডিওতে কী দেখা গেছে? ভিডিওর শুরুতে বর্তমান যুদ্ধবিধ্বস্ত গাজার চিত্র দেখানো হয়, যেখানে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর ইসরাইলি বিমান হামলায় বিধ্বস্ত অঞ্চলের চিত্র দেখা গেছে। এরপর দৃশ্য বদলে এক রূপান্তরিত গাজা দেখানো হয়—সমুদ্রের ধারে পার্ক করা বিলাসবহুল ইয়ট, রাস্তায় দামী স্পোর্টস কার, এমনকি এম্পায়ার স্টেট বিল্ডিং-এর মতো দেখতে গগণচুম্বী ভবন। এছাড়াও ভিডিওতে দেখা গেছে— ইলন মাস্ক সমুদ্রসৈকতে খাবার উপভোগ করছেন, আর দাড়িওয়ালা বেলি ড্যান্সাররা অতিথিদের বিনোদন দিচ্ছে; এক বাজার এলাকায় একটি শিশু ট্রাম্পের প্রতিকৃতির বেলুন হাতে দাঁড়িয়ে আছে; নাইটক্লাবে ট্রাম্প একজন নর্তকীর

সঙ্গে, আর মাস্ক সৈকতে টাকা ওড়াচ্ছেন; শহরের মাঝখানে ‘ট্রাম্প গাজা’ লেখা বিশাল বিল্ডিং, যা বোঝাচ্ছে কে আসল নিয়ন্ত্রক; স্যুভেনির হিসেবে বিক্রি হচ্ছে ছোট ট্রাম্প-মূর্তি; সবচেয়ে নজরকাড়া দৃশ্যটির দেখা মেলে ভিডিওর শেষাংশে। যেখানে ট্রাম্প ও নেতানিয়াহু সৈকতের খোলামেলা পোশাকে একটি সুইমিং পুলের ধারে গ্রীষ্মকালীন সময় ও পানীয় উপভোগ করছেন। ট্রাম্পের পরিকল্পনা ও প্রতিক্রিয়া ট্রাম্পের এই ‘গাজা দখল’ পরিকল্পনাটি আদতে গোটা বিশ্বকেই চমকে দিয়েছে। এটি মূলত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নীতিবিরোধী পদক্ষেপ। তবে তার এই পরিকল্পনা সরাসরি বাস্তবায়নযোগ্য কিনা, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এই পরিকল্পনায় গাজার জনগণকে অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব রয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এটি কেবলই ‘অস্থায়ী’ একটা পদক্ষেপ। অন্যদিকে নেতানিয়াহু ট্রাম্পের

এই পরিকল্পনাকে ‘সৃজনশীল’ বলে অভিহিত করেছেন। বলেছেন, গাজার বাস্তুচ্যুত নাগরিকদের ফিরে আসতে হলে অবশ্যই ‘সন্ত্রাসবাদকে পরিত্যাগ’ করতে হবে। এমনকি ফিলিস্তিনিদের জন্য একটি ‘নতুন রাষ্ট্র’ কেবল সৌদি আরবেই প্রতিষ্ঠিত হতে পারে বলেও মন্তব্য করেছেন। হামাস-হিজবুল্লাহ ও আরব বিশ্বের প্রতিক্রিয়া তবে ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হামাস-হিজবুল্লাহ, ইরান-তুরস্ক-সৌদি-মিশরসহ আবর বিশ্বের নেতারা। গাজা দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, গাজা এমন কোনো সম্পত্তি নয়, যা কেনা-বেচা করা যায় এবং এটি আমাদের ফিলিস্তিনি ভূমির একটি অবিচ্ছেদ্য অংশ। হামাসের মুখপাত্র বলেন, একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীর মানসিকতা নিয়ে

ফিলিস্তিনি সমস্যা মোকাবিলা করা ব্যর্থতার একটি রেসিপি। ফিলিস্তিনি জনগণ তাদের বাস্তুচ্যুতি ও নির্বাসন পরিকল্পনা ব্যর্থ করবে। এদিকে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ১৫ মাসব্যাপী নৃশংস যুদ্ধ চালিয়েছে। এরপরও যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এখন নতুন করে ট্রাম্পের অবস্থান একটি ‘রাজনৈতিক গণহত্যা’ উপস্থাপন করে। হিজবুল্লাহ প্রধান বলেন, ‘ট্রাম্প শুধু ফিলিস্তিন নয়, বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ইসরাইল যা করে তা যুক্তরাষ্ট্র দ্বারা সমর্থিত।’ হিজবুল্লাহ প্রধান এ সময় সব আরব ও মুসলিম দেশকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, মার্কিন প্রকল্প এই অঞ্চলের সব জাতির জন্য বিপদ ডেকে আনবে। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রল ও গালিগালাজের শিকার হয়ে যা বললেন শুভশ্রী বিজয় দিবসে মোদির টুইট, একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসী আটক কুয়াশা ও শুষ্ক আবহাওয়া থাকবে কয়দিন? জানাল আবহাওয়া অধিদপ্তর ভারতীয় রুপির রেকর্ড দরপতন বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা ট্রাম্পের যে কারণে জিৎ-স্বস্তিকার ৬ বছরের প্রেম ভাঙে অবিনশ্বর বিজয় দিবস ২০২৫ নয় মাস মুক্তিযুদ্ধের পর যেদিন বিজয়ের সূর্য হেসেছিল বাংলার আকাশে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ নিয়াজীর আত্মসমর্পণের চুক্তিনামা নিয়ে আসেন ক্যু করে পদচ্যুত করতে ব্যর্থ হয়ে ইউনুসের কাছে রাষ্ট্রপতি এখন অচ্ছুৎ! সংস্কৃতি মন্ত্রণালয়ের লুটপাট: জুলাইয়ের খুনিদের আসল চেহারা ফেব্রুয়ারিতে ভোট, নাকি সংঘর্ষ—সংকটময় মোড়ে বাংলাদেশ বিচারের নামে শেখ হাসিনার সাথে চলছে অবিচার, বিশ্বে নিন্দিত বাংলাদেশ ইনিয়ে-বিনিয়ে পাকিস্তানকে মহিমান্বিত করার চেষ্টা, জুতা মেরে বাঙালির জবাব! একটি জাতিকে পঙ্গু করতেই রাও ফরমানের নীলনকশা, বাস্তবায়নে জামাত প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী