
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

রাজধানীতে মাদক চোরাকারবারি গ্রেপ্তার

তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল

চড়ক পূজায় শিবের ভক্তদের শারীরিক কসরত

সকাল থেকে বসে ছিলেন স্টেশনে, ট্রেন আসতেই নিচে ঝাপ দিলেন বৃদ্ধ

আখাউড়ায় চুরির অভিযোগে নারীর চুল কর্তন, উত্তাল আখাউড়া: চলছে পুলিশি তদন্ত

বাংলা নববর্ষকে পর্যটন আকর্ষণের অন্যতম অনুষঙ্গে পরিণত করতে হবে

বৈসাবি উৎসবের মাধ্যমে পাহাড়ে সহাবস্থান নিশ্চিত হবে এমন প্রত্যাশা মারমা জনগোষ্ঠীর
যশোর থেকে অপহৃত যুবক গোপালগঞ্জে উদ্ধার, অপহরণকারী আটক

যশোর থেকে অপহৃত আবু সুফিয়ান (২৯) নামে এক যুবককে গোপালগঞ্জে উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় অভিযুক্ত অপহরণকারীকেও আটক করা হয়। অভিযুক্ত রোমান মোল্লা (২১) নারী সেজে মোবাইল ফোনে ভুক্তভোগী আবু সুফিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে। পরে ডাকে ডেকে নিয়ে অপরহণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই পুলিশের কাছে এসব তথ্য স্বীকার করেছেন।
রোববার দিবাগত রাত ২টার দিকে অপহৃত যুবককে গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের সার গোডাউনের পেছনে থেকে উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান তথ্য নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে অপহৃত যুবক আবু সুফিয়ানকে (২৯) উদ্ধার করে। উদ্ধারকৃত সুফিয়ান যশোর
জেলার ঝিকরগাছা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে রোমান মোল্লা (২১) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের শাকিল মোল্লার ছেলে। পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, রোমান মোল্লা নারী পরিচয়ে মোবাইলে আবু সুফিয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে কৌশলে ১১ এপ্রিল গোবরা গ্রামের বাড়িতে ডেকে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমান একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য বলে পুলিশকে জানিয়েছে। সংঘবদ্ধ চক্রটি ব্ল্যাকমেইল ও মুক্তিপণ আদায়ের উদ্দেশে সাধারণ মানুষকে অপহরণ করে থাকে বলেও রোমান স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো
হয়েছে।
জেলার ঝিকরগাছা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে রোমান মোল্লা (২১) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের শাকিল মোল্লার ছেলে। পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, রোমান মোল্লা নারী পরিচয়ে মোবাইলে আবু সুফিয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে কৌশলে ১১ এপ্রিল গোবরা গ্রামের বাড়িতে ডেকে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমান একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য বলে পুলিশকে জানিয়েছে। সংঘবদ্ধ চক্রটি ব্ল্যাকমেইল ও মুক্তিপণ আদায়ের উদ্দেশে সাধারণ মানুষকে অপহরণ করে থাকে বলেও রোমান স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো
হয়েছে।