ম্যাট গেইটযের প্রতিবেদন নিয়ে অচলাবস্থায় এথিকস কমিটি – ইউ এস বাংলা নিউজ




ম্যাট গেইটযের প্রতিবেদন নিয়ে অচলাবস্থায় এথিকস কমিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ | ৪:৫১ 40 ভিউ
ম্যাট গেইটযের বিষয়ে কোন প্রতিবেদন প্রকাশ করবেনা হাউয এথিকস কমিটি। এ বিষয়ে চুক্তিতে পৌছাতে ব্যর্থ হয়েছে কমিটির রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক সদস্যরা। অপ্রাপ্তবয়স্কের কিশোরীর সাথে যৌন সম্পর্ক স্থাপন ছাড়াও তার বিরুদ্ধে অবৈধ মাদক গ্রহণেরও অভিযোগ আনা হয়েছে। যদিও তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করছেন গেইটয। তবে কমিটিতে থাকা ডেমোক্র্যাটরা বলছেন, তারা প্রতিবেদনটি প্রকাশ করার পক্ষে ৫ রিপাবলিকান ও ৫ ডেমোক্র্যাটিক সদস্যকে নিয়ে গঠিত হাউয এথিকস কমিটি ম্যাট গেইটয এর সম্পর্কে প্রতিবেদন প্রকাশ নিয়ে বুধবার রুদ্ধদ্বার বৈঠক করে। অ্যামেরিকার পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে ডনাল্ড ট্রাম্পের মনোনীত ম্যাট গেইটযকে নিয়ে প্রতিবেদন প্রকাশের বিষয়ে একমত হতে পারেননি কমিটির সদস্যরা। কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সুজান ওয়াইল্ড বলেন,

ডিসেম্বরের ৫ তারিখে আবারও বৈঠকে বসবে কমিটি। তবে এর আগে প্রতিবেদন প্রকাশ নিয়ে তারা কোন সিদ্ধান্ত নিতে পারবেন কিনা সে বিষয়টি স্পষ্ট নয়। তবে সেনেটের রিপাবলিকানদের অনেকেই গেইটযকে নিয়ে হওয়া তদন্তের ফলাফল প্রকাশের দাবি তুলছেন। তারা চাইলে ভোটাভুটির মাধ্যমে অ্যাটর্নি জেনারেল হিসেবে গেইটযের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করতে পারেন। বুধবার তাদের কয়েকজনের সাথে সাক্ষাৎ করেন গেইটয। এখন পর্যন্ত ট্রাম্পের সমর্থন গেইটযের পক্ষেই রয়েছে। তার অন্যতম শীর্ষ এক উপদেষ্টা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ট্রাম্প মনোনীত কারো বিরুদ্ধে যারাই ভোট দেবেন তাদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের বিষয়টি তারা নিশ্চিত করবেন। এদিকে সেনেট রিপাবলিকানদের সাথে বৈঠকের পর গেইটয বলেন, সেনেটররা তাকে বেশ ভালো কিছু উপদেশ দিয়েছেন।

তারা সবাই তার সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছেন এবং স্বচ্ছ বিচারের আশ্বাস দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২১ হাজার টাকা বেতনের কেরানির ৩০ কোটির সম্পত্তি ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, কারণ ব্যাখ্যা করলেন রুবিও জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান ফের চোখ রাঙাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় এক মৃত্যু ইসরায়েলি দূতাবাসকর্মীর বাড়িতে রাশিয়ার হামলা ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমিরের বার্তা প্রাইজবন্ডের লাখ টাকা পুরস্কার পেল যেসব নম্বর অস্বস্তিতে প্রিয়াঙ্কা দ্বন্দ্বে জড়ালেন বাঁধন-সোহানা বাঁধনের সঙ্গে ভার্চুয়াল দ্বন্দ্বে ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা বাঁধনের সঙ্গে ভার্চুয়াল দ্বন্দ্বে ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা কোন দেশের ওপর ট্রাম্পের কত শুল্ক বসলো শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন পুরো হবিগঞ্জ জেলা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক অপু গ্রেপ্তার ‘শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে’ ভারত ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করে ক্ষমা প্রার্থনা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কমবে রাউজানে দ্বন্দ্ব-খুনের পেছনে মাটির ব্যবসা, বালুমহাল দখল, চাঁদা মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন