ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার সমালোচনায় বাইডেন
নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা: গাজায় ন্যায়বিচারের আশার ঝলক
কলম্বিয়ায় গেরিলা হামলায় ৫ সেনা নিহত
আইসিসির গ্রেফতারি পরোয়ানা: ইসরাইল-আমেরিকা দূরত্ব কি বাড়বে?
কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
সিটির পাবলিক স্কুলের দেড় লাখ ছাত্রের স্থায়ী আবাস নেই
অ্যাটর্নি জেনারেল পদের মনোনয়ন থেকে নাম প্রত্যাহার ম্যাট গেইটযের
ম্যাট গেইটযের প্রতিবেদন নিয়ে অচলাবস্থায় এথিকস কমিটি
ম্যাট গেইটযের বিষয়ে কোন প্রতিবেদন প্রকাশ করবেনা হাউয এথিকস কমিটি। এ বিষয়ে চুক্তিতে পৌছাতে ব্যর্থ হয়েছে কমিটির রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক সদস্যরা। অপ্রাপ্তবয়স্কের কিশোরীর সাথে যৌন সম্পর্ক স্থাপন ছাড়াও তার বিরুদ্ধে অবৈধ মাদক গ্রহণেরও অভিযোগ আনা হয়েছে। যদিও তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করছেন গেইটয। তবে কমিটিতে থাকা ডেমোক্র্যাটরা বলছেন, তারা প্রতিবেদনটি প্রকাশ করার পক্ষে
৫ রিপাবলিকান ও ৫ ডেমোক্র্যাটিক সদস্যকে নিয়ে গঠিত হাউয এথিকস কমিটি ম্যাট গেইটয এর সম্পর্কে প্রতিবেদন প্রকাশ নিয়ে বুধবার রুদ্ধদ্বার বৈঠক করে। অ্যামেরিকার পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে ডনাল্ড ট্রাম্পের মনোনীত ম্যাট গেইটযকে নিয়ে প্রতিবেদন প্রকাশের বিষয়ে একমত হতে পারেননি কমিটির সদস্যরা।
কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সুজান ওয়াইল্ড বলেন,
ডিসেম্বরের ৫ তারিখে আবারও বৈঠকে বসবে কমিটি। তবে এর আগে প্রতিবেদন প্রকাশ নিয়ে তারা কোন সিদ্ধান্ত নিতে পারবেন কিনা সে বিষয়টি স্পষ্ট নয়। তবে সেনেটের রিপাবলিকানদের অনেকেই গেইটযকে নিয়ে হওয়া তদন্তের ফলাফল প্রকাশের দাবি তুলছেন। তারা চাইলে ভোটাভুটির মাধ্যমে অ্যাটর্নি জেনারেল হিসেবে গেইটযের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করতে পারেন। বুধবার তাদের কয়েকজনের সাথে সাক্ষাৎ করেন গেইটয। এখন পর্যন্ত ট্রাম্পের সমর্থন গেইটযের পক্ষেই রয়েছে। তার অন্যতম শীর্ষ এক উপদেষ্টা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ট্রাম্প মনোনীত কারো বিরুদ্ধে যারাই ভোট দেবেন তাদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের বিষয়টি তারা নিশ্চিত করবেন। এদিকে সেনেট রিপাবলিকানদের সাথে বৈঠকের পর গেইটয বলেন, সেনেটররা তাকে বেশ ভালো কিছু উপদেশ দিয়েছেন।
তারা সবাই তার সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছেন এবং স্বচ্ছ বিচারের আশ্বাস দিয়েছেন।
ডিসেম্বরের ৫ তারিখে আবারও বৈঠকে বসবে কমিটি। তবে এর আগে প্রতিবেদন প্রকাশ নিয়ে তারা কোন সিদ্ধান্ত নিতে পারবেন কিনা সে বিষয়টি স্পষ্ট নয়। তবে সেনেটের রিপাবলিকানদের অনেকেই গেইটযকে নিয়ে হওয়া তদন্তের ফলাফল প্রকাশের দাবি তুলছেন। তারা চাইলে ভোটাভুটির মাধ্যমে অ্যাটর্নি জেনারেল হিসেবে গেইটযের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করতে পারেন। বুধবার তাদের কয়েকজনের সাথে সাক্ষাৎ করেন গেইটয। এখন পর্যন্ত ট্রাম্পের সমর্থন গেইটযের পক্ষেই রয়েছে। তার অন্যতম শীর্ষ এক উপদেষ্টা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ট্রাম্প মনোনীত কারো বিরুদ্ধে যারাই ভোট দেবেন তাদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের বিষয়টি তারা নিশ্চিত করবেন। এদিকে সেনেট রিপাবলিকানদের সাথে বৈঠকের পর গেইটয বলেন, সেনেটররা তাকে বেশ ভালো কিছু উপদেশ দিয়েছেন।
তারা সবাই তার সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছেন এবং স্বচ্ছ বিচারের আশ্বাস দিয়েছেন।