মোহাম্মদপুরে গুলি, নেপথ্যে পিচ্চি হেলাল বাহিনী – ইউ এস বাংলা নিউজ




মোহাম্মদপুরে গুলি, নেপথ্যে পিচ্চি হেলাল বাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫ | ৪:৪১ 38 ভিউ
রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে মনির আহমেদ নামে এক ব্যবসায়ীর অফিসে ঢুকে চাঁদা চেয়ে গুলি করার নেপথ্যে রয়েছে পিচ্ছি হেলালের বাহিনী। শুধু টাউন হল নয়, সোমবারের এ ঘটনায় আগে ১৬ মার্চ একই বাহিনীর সদস্যরা জাকির হোসেন রোডের একটি ইন্টারনেট অফিস দখলে নিতে গুলি চালিয়েছিল। সোমবার সন্ধ্যায় শেরশাহ শুরী রোডে গুলির ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা। মোহাম্মদপুরে এক শীর্ষ সন্ত্রাসীর নাম ভাঙিয়ে অন্য শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্যদের এমন কর্মকাণ্ডে পুরো এলাকাজুড়ে এখন নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ২০ মার্চ রাতে একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে চন্দ্রিমা হাউজিংয়ের পরিচালক মনির আহমেদকে ক্যাপ্টেন ঈমন পরিচয়ে ঈদের সালামি চায়।

এরপর ২২ মার্চ আবারও কয়েক দফায় সেই নম্বর থেকে ফোন করা হয়। সেই ফোন না ধরায় সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে তিনজন ওই ব্যবসায়ীর অফিসে এসে গুলি করে। এর আগে ১৬ মার্চ ১০-১২ জনের একটি সশস্ত্র দল মোটরসাইকেল নিয়ে লালমাটিয়ার জাকির হোসেন রোডের একটি ইন্টারনেট অফিস দখল করতে কয়েক রাউন্ড গুলি করে। ওই ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। অনুসন্ধানে জানা যায়, শেরশাহ শুরী রোডে ব্যবসায়ীর বাসার নিচতলায় অফিসে এসে গুলি করা ব্যক্তিরা হলো শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের অন্যতম সহযোগী হিসাবে পরিচিত জাহিদ মোড়লের সহযোগী। মোটরসাইকেলে আসা তিনজনের মধ্যে অফিসে ঢুকে গুলি করে রুবেল এবং গুলি করার ভিডিও করা কালো গেঞ্জি পরা

ব্যক্তি হলো শাওন। এছাড়া মোটরসাইকেলে বসে বাইরে অপেক্ষা করছিল জাভেদ। এরা তিনজনই জাহিদ মোড়লের সহযোগী হিসাবে পরিচিত। এদের সঙ্গে পিচ্চি হেলালের অন্যতম সহযোগী লাল্লু, পাপ্পু এবং আদাবরের রানা জড়িত বলে জানা গেছে। তারা সবাই মোহাম্মদপুর ও আদাবরে পিচ্চি হেলালের সাম্রাজ্য দেখাশোনা করে। শেরশাহ শুরী রোডের ঘটনার পর গোয়েন্দা পুলিশের একটি টিম লালমাটিয়ার স্বপ্নপুরীর পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে জাভেদকে গ্রেফতার করে। তবে এ বিষয়ে এখনো পুলিশ বা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, মোহাম্মদপুরজুড়ে ৫ আগস্টের পর জাহিদ মোড়লের নেতৃত্বে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলছে। কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই তার প্রাণনাশের হুমকি চলে আসে। তাই

কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায় না। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, শেরশাহ শুরী রোডের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব শিগগিরই আমরা তাদের শনাক্ত করে গ্রেফতার করতে পারব। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সবাই সবকিছু জানে তবু তদন্ত কমিটি নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী গ্রেফতার পিএসএলের বাকি অংশ হবে আরব আমিরাতে পিএসএলের বাকি অংশ হবে আরব আমিরাতে ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে ক্যাপস্টোন কোর্স নেতৃত্ব বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে: সেনাপ্রধান চীনের তৈরি জে-১০ দিয়ে ভারতের দুটি বিমান ধ্বংস করেছে পাকিস্তান: রয়টার্স ভারতের ২৪টি বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা আমরা যখন আঘাত করব, পুরো বিশ্ব জানবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত: পাকিস্তানের মন্ত্রী ক্যাথলিক চার্চের নতুন পোপ যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্ট ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তবে’ ফিরে আসতে বলল পাকিস্তান সাবেক রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা শিলাইদহ কুঠিবাড়িতে তিনদিনব্যাপী জাতীয় আয়োজনের উদ্বোধন নতুন বাংলাদেশে লালন ফকির ও হাসন রাজার অনুষ্ঠান জাতীয়ভাবে পালন করা উচিৎ ঃ মোস্তফা সরয়ার ফারুকী পুতিন কি ইউক্রেন ইস্যুতে ট্রাম্পকে নিয়ে খেলছেন? বেনজীরের মেয়ে তাহসিনের দুবাইয়ের ফ্ল্যাট জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ চট্টগ্রামে হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল, এটি দেশের অর্থনীতির ‘গেম চেঞ্জার’ দ্রুত নির্বাচন দিলে দেশ রক্ষা পাবে: দুদু কী অভিমানে বাবা আমাকে ছেড়ে চলে গেল: এএসপি পলাশের মায়ের আহাজারি মূল্যস্ফীতি ৪-৫ শতাংশে নামানো যাবে কিভাবে, জানালেন গভর্নর