মেসিকে ভালোবাসেন, ফের জানালেন রোনালদো – ইউ এস বাংলা নিউজ




মেসিকে ভালোবাসেন, ফের জানালেন রোনালদো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ | ৫:৫৬ 28 ভিউ
কে সেরা? মেসি নাকি রোনালদো? এ নিয়ে তর্ক বেশ অনেক দিনের। আর প্রায় দেড় যুগ ধরে এই প্রশ্ন শুনতে হচ্ছে সেরা দুই ফুটবলারকেই। তবে আলোচনা যতই হোক এই দুই খেলোয়াড় কিন্তু একে অপরকে ভালোবাসেন, সমীহ করেন। তবে সুযোগ পেলেই মেসি এবং রোনালদোর কাছেও প্রশ্নটার অবতারণা করেন অনেকে। রোববার রোনালদোর কাছে আবারও প্রশ্নটা তোলা হলো। উয়েফা নেশন্স লিগে মাঠে নামার আগে প্রশ্ন করা হয়- ‘মেসির সঙ্গে সম্পর্ক কেমন?’ এ প্রশ্নের জবাবে সিআর সেভেন জানান, তারা দুইজনই একে অপরকে সমীহ করেন। রোনালদোর ভাষায়, মেসির প্রতি আমার ভালবাসা রয়েছে। যদিও আমরা অনেক বছর একে অপরের শত্রু ছিলাম। আগে অনেক সাক্ষাৎকারে বলেছি, আমরা ১৫ বছর সর্বোচ্চ

মঞ্চে খেলেছি। পুরস্কারের অনুষ্ঠানে ওর হয়ে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছি। তার প্রতি আমার ভালবাসা রয়েছে কারণ, সেও আমাকে সমীহ করে। এদিকে স্পেন-পর্তুগালের ম্যাচকে অনেকেই বলছেন- রোনালদো বনাম লামিনে ইয়ামালের দ্বৈরথ। এতে রোনালদো গুরুত্ব দেননি। তিনি বলেন, যখনই কোনো বড় ম্যাচ খেলতে নামি তখনই শুনি, রোনালদোর বিরুদ্ধে অমুকের ম্যাচ, তমুকের ম্যাচ। ২০ বছর পরেও একই জিনিস শুনছি। এখন আর এসব ভেবে রাতের ঘুম ওড়ে না। ইয়ামলের বিষয়ে তিনি বলেন, আমরা পুরোপুরি আলাদা প্রজন্ম। একটা প্রজন্ম শুরু হচ্ছে, একটা প্রজন্ম শেষের মুখে। বাস্তবে ব্যাপারটা মোটেও এ রকম নয়। একটা দল আর একটা দলের বিরুদ্ধে খেলততে নামবে। ইয়ামালের বয়স অনেক কম। ওকে ভাল ভাবে উন্নতি

করতে দিন। ক্লাব বিশ্বকাপে খেলার জন্য আর্জেন্টিনা থেকেও প্রস্তাব পেয়েছিলেন বলে জানালেন রোনালদো। তিনি বলেন, ‘আর্জেন্টিনা থেকে ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব পেয়েছিলাম। তবে কখন কী হয় কিছু বলা যায় না। কখনও আর্জেন্টিনায় যাইনি। একবার যাওয়ার ইচ্ছা রয়েছে।’ শোনা যাচ্ছে, সৌদি আরবের ক্লাবটি ক্লাব বিশ্বকাপে সুযোগ না পাওয়া অন্য দলের হয়ে খেলতে ইচ্ছুক তিনি। এমনকি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও জানিয়েছিলেন, অন্য কোনো দলের হয়ে ক্লাব বিশ্বকাপে রোনালদোকে দেখা যাবে। কিন্তু সিআর সেভেন নিজেই জানিয়ে দিয়েছেন, ক্লাব বিশ্বকাপে খেলবেন না তিনি। ‘আমি ক্লাব বিশ্বকাপে খেলছি না।’ তবে অনেক ক্লাবই যে তার সঙ্গে যোগাযোগ করেছে সেটিও জানিয়েছেন রোনালদো। মেসির দেশ আর্জেন্টিনা থেকেও যোগাযোগ করা হয়েছে

বলে জানিয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার। তিনি বলেন, ‘আর্জেন্টিনার কয়েকটি ক্লাব থেকে আমন্ত্রণ পেয়েছি ক্লাব বিশ্বকাপে খেলার জন্য। আপনি জানেন না সামনে কী ঘটবে। আমি আর্জেন্টাইন নই, কিন্তু সেখানে যেতে চাই। মেসি এবং তার দেশ আর্জেন্টিনার প্রতি আমার অনুরাগ আছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমাকে দেশ ছাড়তে হবে, কে করণ এ কথা বললেন? চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত বোয়িং বিমানে আঘাত করল লাগেজ ট্রলি গাজায় মৃত্যুর মুখে হাজার হাজার শিশু দাম কমল ব্রডব্যান্ড ইন্টারনেটের মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গ কার্টুনের অভিযোগ, বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুল অভিনেত্রী মিনু মুনির গ্রেফতার আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস প্রধান আসামি বন্ধু মাস্কই এখন বড় শত্রু ট্রাম্পের বছরের সবচেয়ে উষ্ণ দিন দেখল যুক্তরাজ্য ‘জুলাই আন্দোলন ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা’ গাজীপুরে শ্রমিক পিটিয়ে হত্যার ঘটনায় মূল হোতা গ্রেপ্তার ‘তোমরা মোটা না চিকন হয়েছো- দেখার জন্য ভিডিও কল দিচ্ছি’ পরীক্ষায় নকল দিতে গিয়ে ধরা ছাত্রদল সভাপতি ‘পালানোর’ অভিযোগে আরো ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত খুনের পর প্রেমিকার লাশের সাথে রাত্রিযাপন! প্রেমিক গ্রেপ্তার এক মুহূর্তের সিদ্ধান্তে রক্ষা পেল পাঁচ বছরের শিশু ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬ জন বোরকা পরে ঘরে ঢুকে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ল্যান্ডমাইন নিষিদ্ধকরণ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে ইউক্রেন, ইউরোপে বাড়ছে সামরিক তৎপরতা