মেসিকে ভালোবাসেন, ফের জানালেন রোনালদো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫
     ৫:৫৬ পূর্বাহ্ণ

মেসিকে ভালোবাসেন, ফের জানালেন রোনালদো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ | ৫:৫৬ 81 ভিউ
কে সেরা? মেসি নাকি রোনালদো? এ নিয়ে তর্ক বেশ অনেক দিনের। আর প্রায় দেড় যুগ ধরে এই প্রশ্ন শুনতে হচ্ছে সেরা দুই ফুটবলারকেই। তবে আলোচনা যতই হোক এই দুই খেলোয়াড় কিন্তু একে অপরকে ভালোবাসেন, সমীহ করেন। তবে সুযোগ পেলেই মেসি এবং রোনালদোর কাছেও প্রশ্নটার অবতারণা করেন অনেকে। রোববার রোনালদোর কাছে আবারও প্রশ্নটা তোলা হলো। উয়েফা নেশন্স লিগে মাঠে নামার আগে প্রশ্ন করা হয়- ‘মেসির সঙ্গে সম্পর্ক কেমন?’ এ প্রশ্নের জবাবে সিআর সেভেন জানান, তারা দুইজনই একে অপরকে সমীহ করেন। রোনালদোর ভাষায়, মেসির প্রতি আমার ভালবাসা রয়েছে। যদিও আমরা অনেক বছর একে অপরের শত্রু ছিলাম। আগে অনেক সাক্ষাৎকারে বলেছি, আমরা ১৫ বছর সর্বোচ্চ

মঞ্চে খেলেছি। পুরস্কারের অনুষ্ঠানে ওর হয়ে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছি। তার প্রতি আমার ভালবাসা রয়েছে কারণ, সেও আমাকে সমীহ করে। এদিকে স্পেন-পর্তুগালের ম্যাচকে অনেকেই বলছেন- রোনালদো বনাম লামিনে ইয়ামালের দ্বৈরথ। এতে রোনালদো গুরুত্ব দেননি। তিনি বলেন, যখনই কোনো বড় ম্যাচ খেলতে নামি তখনই শুনি, রোনালদোর বিরুদ্ধে অমুকের ম্যাচ, তমুকের ম্যাচ। ২০ বছর পরেও একই জিনিস শুনছি। এখন আর এসব ভেবে রাতের ঘুম ওড়ে না। ইয়ামলের বিষয়ে তিনি বলেন, আমরা পুরোপুরি আলাদা প্রজন্ম। একটা প্রজন্ম শুরু হচ্ছে, একটা প্রজন্ম শেষের মুখে। বাস্তবে ব্যাপারটা মোটেও এ রকম নয়। একটা দল আর একটা দলের বিরুদ্ধে খেলততে নামবে। ইয়ামালের বয়স অনেক কম। ওকে ভাল ভাবে উন্নতি

করতে দিন। ক্লাব বিশ্বকাপে খেলার জন্য আর্জেন্টিনা থেকেও প্রস্তাব পেয়েছিলেন বলে জানালেন রোনালদো। তিনি বলেন, ‘আর্জেন্টিনা থেকে ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব পেয়েছিলাম। তবে কখন কী হয় কিছু বলা যায় না। কখনও আর্জেন্টিনায় যাইনি। একবার যাওয়ার ইচ্ছা রয়েছে।’ শোনা যাচ্ছে, সৌদি আরবের ক্লাবটি ক্লাব বিশ্বকাপে সুযোগ না পাওয়া অন্য দলের হয়ে খেলতে ইচ্ছুক তিনি। এমনকি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও জানিয়েছিলেন, অন্য কোনো দলের হয়ে ক্লাব বিশ্বকাপে রোনালদোকে দেখা যাবে। কিন্তু সিআর সেভেন নিজেই জানিয়ে দিয়েছেন, ক্লাব বিশ্বকাপে খেলবেন না তিনি। ‘আমি ক্লাব বিশ্বকাপে খেলছি না।’ তবে অনেক ক্লাবই যে তার সঙ্গে যোগাযোগ করেছে সেটিও জানিয়েছেন রোনালদো। মেসির দেশ আর্জেন্টিনা থেকেও যোগাযোগ করা হয়েছে

বলে জানিয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার। তিনি বলেন, ‘আর্জেন্টিনার কয়েকটি ক্লাব থেকে আমন্ত্রণ পেয়েছি ক্লাব বিশ্বকাপে খেলার জন্য। আপনি জানেন না সামনে কী ঘটবে। আমি আর্জেন্টাইন নই, কিন্তু সেখানে যেতে চাই। মেসি এবং তার দেশ আর্জেন্টিনার প্রতি আমার অনুরাগ আছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ত্র আছে, যুদ্ধ নেই—কর্মহীন বাহিনী, সীমাহীন ক্ষমতা বাংলাদেশের সেনা-রাজনীতির বাস্তবতা মুনাফার নামে মহাধোঁকা: ঋণের গর্তে বিমান ও বন্দর গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট ফার্স্ট হয়েও নিয়োগ পেলেন না শিবাশ্রী, তৃতীয় হয়েও শিক্ষক হলেন ভিসির মেয়ে! জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া ‘স্বৈরাচার’ তকমা মানতে নারাজ; শেখ হাসিনার পক্ষে আবেগঘন বক্তব্য এক ব্যক্তির শাহরিয়ার কবিরের প্রতি ‘অমানবিক আচরণ’ ও বিচারহীনতা: অন্তর্বর্তী সরকারের জন্য ‘কলঙ্কজনক অধ্যায়’ আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম”: চাল ও গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের আক্ষেপ ১৬ বছরের উন্নয়ন আগামী ৫০ বছরেও কেউ করতে পারবে না বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ‘আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, এখন কথা বললেই দোসর’—বিক্ষুব্ধ জনতার আক্ষেপ সেনা ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে, স্বাধীনতার চেতনা রক্ষার সময় এসেছে ফসলি জমি কেটে খাল খনন পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প