মালয়েশিয়ায় ঈদ কবে জানা যাবে রোববার – ইউ এস বাংলা নিউজ




মালয়েশিয়ায় ঈদ কবে জানা যাবে রোববার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৫ | ৪:৩৮ 158 ভিউ
মালয়েশিয়ায় ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। দেশটিতে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপিত হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে জানা যাবে ঈদ উদযাপনের চূড়ান্ত সময়। দেশটির মালয় মেইল জানিয়েছে মালয়েশিয়ার ইসলামিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (যাকিম) এবং শাসকদের সম্মেলন (কনফারেন্স অফ রুলস) যৌথভাবে চাঁদ দেখার প্রক্রিয়া পরিচালনা করে। মালয়েশিয়ার সেলাঙ্গরের বুকিত মেলাওয়াতি এবং বুকিত জুগরা, জোহরের বাইতুল হিলাল বাঙ্গুনান সুলতান ইসমাইল, কেদাহের কাম্পুং পুলাউ সায়াক এবং আলোর সেতার টাওয়ার এবং কুয়ালালামপুরের কেএল টাওয়ারসহ ২৯টি সরকারি নির্ধারিত পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদের উপস্থিতি নিশ্চিত করা হয়। মালয় মেইল তার প্রতিবেদনে আরও

জানায়, এ বছর ঈদুল ফিতর ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) হতে পারে। যদি রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তাহলে ঈদ হবে সোমবার। অন্যথায় রমজান ৩০ দিন পূর্ণ করে ঈদ হবে মঙ্গলবার। ঈদের চাঁদ দেখার পর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দেশটির ‘কিপার অফ দ্য রুলার্স সিল’, যা দেশটির রাষ্ট্রিয় টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচারিত হবে। মালয় মেইল জানিয়েছে, মালয়েশিয়ার ঈদ নির্ধারণের জন্য হিসাব ও রুকইয়াহ উভয় পদ্ধতি অনুসরণ করা হয়। গাণিতিক বিশ্লেষণ চাঁদের অবস্থান পূর্বাভাস দিয়ে থাকে, সে হিসেবে সঠিক সিদ্ধান্ত নিতে ভৌত পর্যবেক্ষণ (চাঁদ দেখা) বাধ্যতামূলক দেশটিতে। ২০২২ সালের মতো এবারও ‘রায়া তেরকেজুত’ ঘটতে পারে কি না, তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল

রয়েছে। ওই বছর হিসাব অনুযায়ী, চাঁদ দেখা অসম্ভব মনে হলেও শেষ মুহূর্তে দেখা যাওয়ায় ঈদের ঘোষণা একদিন এগিয়ে আনা হয়েছিল। ফলে অনেকেই প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাননি। সে হিসাবে এবার দেশটির অনেক প্রদেশ ১ এপ্রিলকেও ছুটি হিসেবে সংরক্ষণ করেছে, যাতে ঈদ একদিন পিছিয়ে গেলে কর্মজীবীদের ছুটির সুবিধা বজায় থাকে। এদিকে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনেই। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সত্যের পক্ষে দুগ্ধপোষ্য শিশুর সাক্ষ্য দিনভর খেলা, ফুটবলপ্রেমীদের আবার রাত না জেগে উপায় নেই দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হবার আহ্বান ছেলে জয়ের ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া মাচাদো শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ টর্নেডোর আঘাত অক্টোবরে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, হতে পারে বন্যাও ভারতের ৯ প্রতিষ্ঠান ও ৮ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গাজায় প্রবেশ করেছে ১৫৩টি ত্রাণবাহী ট্রাক: রেড ক্রিসেন্ট সাভারে কোটি টাকার বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ১ ১০ মিনিটে মানসিক চাপ কমাতে পারে ৬ অভ্যাস বাংলাদেশের জন্য দুঃসংবাদ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই আসছে বাজারে সবজির সেঞ্চুরি: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিতে ধাক্কা, বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি: ভয়াবহ সংকটে অর্থনীতি পুলিশি বাধায় চারুকলার পর গেণ্ডারিয়াতেও পণ্ড ‘শরৎ উৎসব’: ১৯ বছরের ধারাবাহিকতায় ছেদ তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা আওয়ামী লীগ কি সশস্ত্র সংগ্রাম করবে? কারাবন্দীদের উপর নির্যাতন: সংবিধান ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি বেবিচকের