মালয়েশিয়ায় ঈদ কবে জানা যাবে রোববার – ইউ এস বাংলা নিউজ




মালয়েশিয়ায় ঈদ কবে জানা যাবে রোববার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৫ | ৪:৩৮ 9 ভিউ
মালয়েশিয়ায় ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। দেশটিতে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপিত হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে জানা যাবে ঈদ উদযাপনের চূড়ান্ত সময়। দেশটির মালয় মেইল জানিয়েছে মালয়েশিয়ার ইসলামিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (যাকিম) এবং শাসকদের সম্মেলন (কনফারেন্স অফ রুলস) যৌথভাবে চাঁদ দেখার প্রক্রিয়া পরিচালনা করে। মালয়েশিয়ার সেলাঙ্গরের বুকিত মেলাওয়াতি এবং বুকিত জুগরা, জোহরের বাইতুল হিলাল বাঙ্গুনান সুলতান ইসমাইল, কেদাহের কাম্পুং পুলাউ সায়াক এবং আলোর সেতার টাওয়ার এবং কুয়ালালামপুরের কেএল টাওয়ারসহ ২৯টি সরকারি নির্ধারিত পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদের উপস্থিতি নিশ্চিত করা হয়। মালয় মেইল তার প্রতিবেদনে আরও

জানায়, এ বছর ঈদুল ফিতর ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) হতে পারে। যদি রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তাহলে ঈদ হবে সোমবার। অন্যথায় রমজান ৩০ দিন পূর্ণ করে ঈদ হবে মঙ্গলবার। ঈদের চাঁদ দেখার পর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দেশটির ‘কিপার অফ দ্য রুলার্স সিল’, যা দেশটির রাষ্ট্রিয় টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচারিত হবে। মালয় মেইল জানিয়েছে, মালয়েশিয়ার ঈদ নির্ধারণের জন্য হিসাব ও রুকইয়াহ উভয় পদ্ধতি অনুসরণ করা হয়। গাণিতিক বিশ্লেষণ চাঁদের অবস্থান পূর্বাভাস দিয়ে থাকে, সে হিসেবে সঠিক সিদ্ধান্ত নিতে ভৌত পর্যবেক্ষণ (চাঁদ দেখা) বাধ্যতামূলক দেশটিতে। ২০২২ সালের মতো এবারও ‘রায়া তেরকেজুত’ ঘটতে পারে কি না, তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল

রয়েছে। ওই বছর হিসাব অনুযায়ী, চাঁদ দেখা অসম্ভব মনে হলেও শেষ মুহূর্তে দেখা যাওয়ায় ঈদের ঘোষণা একদিন এগিয়ে আনা হয়েছিল। ফলে অনেকেই প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাননি। সে হিসাবে এবার দেশটির অনেক প্রদেশ ১ এপ্রিলকেও ছুটি হিসেবে সংরক্ষণ করেছে, যাতে ঈদ একদিন পিছিয়ে গেলে কর্মজীবীদের ছুটির সুবিধা বজায় থাকে। এদিকে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনেই। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ লোহাগাড়ায় বাস সংঘর্ষে নিহত ৫ ভারতে ঈদের নামাজ আদায়কারীদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা তামিম ইকবালের ঈদের শুভেচ্ছা প্রস্তুত সিলেট: ঈদে ১৫ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা ভোলায় বাবাকে খুন করে পালিয়েছে ছেলে ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা মুন্সীগঞ্জে ১০ টাকায় গরুর মাংস বিক্রি ঈদে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত: নিশো চাঁদ রাতে শ্রীমঙ্গল রণক্ষেত্র, সাবেক মেয়রসহ আটক ১৪ দিনাজপুরের গোর-এ শহীদে ঈদের জামাত অনুষ্ঠিত শোলাকিয়ায় ঈদের জামাতে ৬ লাখ মুসল্লি আগামী ঈদ করবেন আরাকানে, আশা রোহিঙ্গাদের হায়দরাবাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও টিকিট সংক্রান্ত অভিযোগ কলকাতায় ঈদের নামাজের আগে স্বাধীন ফিলিস্তিনির দাবিতে মিছিল ঈদের দিন গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬৪ মিয়ানমারে কেন এত বিধ্বংসী ভূমিকম্প মিয়ানমারে ভূমিকম্পে দুই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে: জাতিসংঘ সেমাই-চিনির দরে স্বস্তি বিক্রিও বেশি