মানবাধিকার সংকটে বাংলাদেশ: জাতিসংঘের নীরবতা কি ন্যায়বিচারের সহায়? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫
     ৫:১১ অপরাহ্ণ

মানবাধিকার সংকটে বাংলাদেশ: জাতিসংঘের নীরবতা কি ন্যায়বিচারের সহায়?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫ | ৫:১১ 40 ভিউ
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ অবশেষে মুখ খুলেছে—এটি নিঃসন্দেহে এক ইতিবাচক পদক্ষেপ। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক সাংবাদিকদের নিরাপত্তা ও গুমের ঘটনায় ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন। এতে অন্তত বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক মহল এখন বাংলাদেশের বাস্তবতার দিকে নজর দিতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়—এই বিবৃতিগুলো কি দেশের ভয়াবহ মানবাধিকার বিপর্যয়ের প্রকৃত গভীরতা প্রকাশ করতে পারছে? উত্তরটি দুঃখজনকভাবে “না”। ২০২৪ সালের আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা ও মানবিক বিপর্যয়ের যে চিত্র উঠে এসেছে, তা এক কথায় ভয়াবহ। শত শত আওয়ামী লীগ সমর্থক নিহত হয়েছেন; বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গণপিটুনি ও রাজনৈতিক বন্দিত্বে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, ১৪ মাসে প্রায়

দেড় হাজার ভাস্কর্য ও সাংস্কৃতিক স্থাপনা ধ্বংস হয়েছে, দুই হাজারেরও বেশি সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়েছে, আর নদীগুলো পরিণত হয়েছে মৃতদেহের আবাসস্থলে। নারীরা ধর্ষণের শিকার হয়েছেন, আইনজীবীরা কারাগারে, এবং অনেক সাধারণ মানুষও শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে বন্দি। এই ভয়াবহ বাস্তবতায় সবচেয়ে উদ্বেগজনক হলো সরকারের নীরবতা ও দায়মুক্তির সংস্কৃতি। যারা হত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারা অনেক সময় আইনের আওতার বাইরে থেকে গেছে; বরং তাদের রক্ষায় সরকারই আইনি ছাতা খুলে দিয়েছে। ইউনূস সরকারের এই অদৃশ্য প্রশ্রয় কেবল অপরাধীদের সাহসী করছে না, বরং আইনের শাসনকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। জাতিসংঘের বিবৃতিতে সাংবাদিকদের ওপর নির্যাতনের কথা থাকলেও রাজনৈতিক কর্মী, মানবাধিকার রক্ষাকারী, সংখ্যালঘু ও সাধারণ নাগরিকদের ওপর

চলমান দমননীতির পূর্ণ চিত্র সেখানে অনুপস্থিত। অথচ আজকের বাংলাদেশে ভিন্নমত দমন, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা এবং রাজনৈতিক নিপীড়ন এমন পর্যায়ে পৌঁছেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সরাসরি লঙ্ঘন। দায়মুক্তির এই সংস্কৃতি রাষ্ট্রীয় সহিংসতাকে বৈধতা দিচ্ছে। উগ্রবাদী ও দলীয় আনুগত্যে থাকা গোষ্ঠীগুলো প্রকাশ্যে রাজনৈতিক প্রতিপক্ষ ও সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে, আর সরকার ব্যর্থ হচ্ছে—অথবা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হচ্ছে—বিচারের ব্যবস্থা করতে। এই ব্যর্থতা কেবল মানবাধিকার সংকট নয়; এটি রাষ্ট্রের নৈতিক ভিত্তিকেও দুর্বল করে দিচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো—যেমন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল—বারবার জানিয়েছে, বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার, অভিযোগ ছাড়াই আটক এবং বিচার প্রক্রিয়ার বিলম্ব এখন নিয়মে পরিণত হয়েছে। অথচ আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া এখনো সীমিত ও

দ্বিধাগ্রস্ত। বাংলাদেশের জনগণ আজ একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি—মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে কি আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পাশে দাঁড়াবে, নাকি রাজনৈতিক বিবেচনা ও কূটনৈতিক স্বার্থের ভারে নীরব থাকবে? এখনই সময় জাতিসংঘসহ বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর নিরপেক্ষ ও সাহসী পদক্ষেপ নেওয়ার। রাজনৈতিক পক্ষপাত বা কূটনৈতিক শিষ্টাচারের বাইরে উঠে বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকারের সুরক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। নইলে এই নীরবতা ইতিহাসে ন্যায়ের বিরুদ্ধে এক অমার্জনীয় নীরবতা হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
*জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন জুলাই সনদ, প্রতিশ্রুতির স্থলে প্রতারণা* আইসিটি বন্ধ ও রাজবন্দীদের মুক্তির দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর, ভারতের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস শেখ হাসিনার বিচার: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ ‘অবৈধ সরকারকে’ হটাতে চূড়ান্ত আল্টিমেটাম: ১৩ তারিখ ঢাকা অচল করে দেওয়ার ডাক সজীব ওয়াজেদ জয়ের রাজধানীতে সারাদিনে অন্তত সাত স্থানে ককটেল বিস্ফোরণ, তিনটি বাসে আগুন ঘুমানোর সময় ওয়াই-ফাই বন্ধ রাখলে শরীরে কী হয়, জানলে অবাক হবেন শিক্ষার্থী ভর্তি বন্ধ দুই মেডিকেল কলেজে সরকারি মেডিকেল কলেজের আসন কমাল স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি  মধ্যরাতে জারাকে নিয়ে সারজিসের ফেসবুক পোস্টে চমক মোহাম্মদপুরে চাপাতিসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? অনুমোদন পেল নতুন আরেকটি মেডিকেল কলেজ ‘সালমান শাহকে শেষ করার পেছনে আমরা সিনেমার মানুষেরাই দায়ী’ ইউটিউবে ‘রঙ্গনা’, শাবনূর ফিরলেই নতুনভাবে শুরু গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই : প্রভা পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী সাইদ মামুন গুলিতে নিহত