
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

এবার ঈদে দুই পর্দাতেই দেখা যাবে তাদের সিনেমা

গুঞ্জন উড়িয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন মৌসুমী

বড্ড তাড়াতাড়ি চলে গেলে: সালমান

কাছ থেকে মৃত্যুকে দেখেছি: মুকুল

বিয়ে ছাড়াই ১৩ বছর, আরও ১৩ কেটে যাবে: ঐন্দ্রিলা

ক্রাশ খেতে গিয়ে নিজেই ক্রাশড… কাকে লিখলেন স্বস্তিকা?

সুদসহ অক্ষয়ের টাকা ফেরত দিলেন পরেশ রাওয়াল
‘মাথায় বন্দুক ধরে আমার হাতে হাতকড়া পরানো হয়’

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ঘটনাটি ২৪ বছর আগে ঘটেছিল যুক্তরাষ্ট্রে।
২০০১ সালের ৯ নভেম্বর সন্ত্রাসবাদীদের হানায় মাটিতে মিশে গিয়েছিল আমেরিকার ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’। আমেরিকানদের কাছে আজও তা এক ভয়ানক স্মৃতি। তবে সেই দেশের নাগরিক না হয়েও দিনটি আজও এক ভয়াবহ স্মৃতি হয়ে রয়ে গেছে সুনীল শেট্টির জন্য। কারণ ঘটনার সময়ে তিনি তার ‘কাঁটে’ সিনেমার শুটিংয়ের জন্য লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছিলেন।
ঘটনার পর আচমকা মার্কিন পুলিশ সুনীলকে সন্ত্রাসী ভেবে আটক করে। পুলিশ যেভাবে মারমুখি হয়ে তাকে আটক করতে আসে, তা দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেতা।
সেই অভিজ্ঞতা শেয়ার
করে সুনীল বলেন, আমার মাথায় বন্দুক ধরে, আমার হাতে হাতকড়া পরানো হয়। আমি হোটেলের লবিতে যেতেই পুলিশ রে রে করে ওঠে। মাথা নিচু করে বসে পড়তে বলে। নাহলে গুলি চালানোর হুমকি দিতে থাকে। আমি সঙ্গে সঙ্গে বসে পড়ি। ‘কাঁটে’ সিনেমাতে সুনীলের লুক ছিল একেবারেই ভিন্ন। সিনেমার জন্য লম্বা দাঁড়ি রাখতে হয় তাকে। সুনীল জানান, তার ওই দাঁড়ির কারণেই ভুল বোঝে পুলিশ। মানুষের সামনে তাকে অপদস্থও করে পুলিশ। শেষে সুনীল পুলিশকে নিজের পরিচয় দেন। তখন অবশ্য পুলিশ বিষয়টি বুঝতে পেরে সুনীলকে ছেড়ে দেন।
করে সুনীল বলেন, আমার মাথায় বন্দুক ধরে, আমার হাতে হাতকড়া পরানো হয়। আমি হোটেলের লবিতে যেতেই পুলিশ রে রে করে ওঠে। মাথা নিচু করে বসে পড়তে বলে। নাহলে গুলি চালানোর হুমকি দিতে থাকে। আমি সঙ্গে সঙ্গে বসে পড়ি। ‘কাঁটে’ সিনেমাতে সুনীলের লুক ছিল একেবারেই ভিন্ন। সিনেমার জন্য লম্বা দাঁড়ি রাখতে হয় তাকে। সুনীল জানান, তার ওই দাঁড়ির কারণেই ভুল বোঝে পুলিশ। মানুষের সামনে তাকে অপদস্থও করে পুলিশ। শেষে সুনীল পুলিশকে নিজের পরিচয় দেন। তখন অবশ্য পুলিশ বিষয়টি বুঝতে পেরে সুনীলকে ছেড়ে দেন।