মল্লিকার বিয়েতে সিঁদুর পরে দেবশ্রী, বিয়ের গুঞ্জন – ইউ এস বাংলা নিউজ




মল্লিকার বিয়েতে সিঁদুর পরে দেবশ্রী, বিয়ের গুঞ্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ৪:০২ 11 ভিউ
টালিউড অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের আমন্ত্রণে অভিনেত্রী শুভশ্রীর বড় বোন দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সিঁথিতে দেখা গেছে সিঁদুর। সবুজ রঙের ভারি কাঞ্জিভরম শাড়ির সঙ্গে গলায় সোনালি গহনা, কপালে টিপ, হাত খোপা ও কপালে সিঁদুর। এই সাজে বন্ধুর বিয়েতে যান অভিনেত্রী। এতেই শুরু হয় গুঞ্জন। এমনকি সামাজিক মাধ্যমে অনেকেই শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেন তাকে। নেটিজেনদের অনেকেরই প্রশ্ন— তবে কি চুপিচুপি বিয়ে সারলেন শুভশ্রীর দিদি? এ বিষয়ে অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে জানালেন। সত্যটা প্রকাশ্যে আনলেন দেবশ্রী— আমি ডিভোর্সি, বিধবা নই। প্রথম বিয়ে হয়েছিল অনেক আগে। রয়েছে এক পুত্রসন্তান। এখন তিনি বিদেশে পড়াশোনা করছেন। বছর তিনেক আগে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন দেবশ্রী। কিন্তু সে সম্পর্ক খুব একটা

সুখকর হয়নি। দেবশ্রীর দ্বিতীয় স্বামী ছিলেন পাঞ্জাবি। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই আলাদা হয়ে যান তারা। এবার দেবশ্রীকে সিঁদুর পরা অবস্থায় দেখে নেটিজেনদের অনেকেরই প্রশ্ন— তবে কি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন দেবশ্রী? তিনি বলেন, মল্লিকার বিয়েতে সিঁদুর পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আসলে খানিকটা বিরক্ত আমি। সেদিন আমি যে শাড়িটা পরেছিলাম এবং যেমন সাজগোজ করেছিলাম, তার সঙ্গে সিঁদুরটা মানানসই ছিল। সেটি না পরলে সাজটাই অসম্পূর্ণ মনে হচ্ছিল, তাই পরেছি। দেবশ্রী বলেন, আর আমি তো বিবাহবিচ্ছিন্না, বিধবা নই। আমার সন্তানের বাবা এখনো বেঁচে আছে। তাই আমি সিঁদুর পরতেই পারি। আর সিঁদুর পরার জন্য এত কিছুর ভাবার দরকার সত্যিই আছে কি?

আমি এমন কিছু করছি না সমাজের ক্ষতি হচ্ছে। তবে শুধু দেবশ্রী নয়, বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখাও বিভিন্ন সময় সিঁদুর পরেন। যদিও সেই নিয়ে নানা মুনির নানা মত। তবে রেখাও একসময় জানিয়েছিলেন— তিনি যে ধরনের সাজগোজ করেন, তার সঙ্গে সিঁদুর বেশ মানানসই, তাই পরেন। যদিও দেবশ্রীর মতে, আজকাল লোকের কৌতূহল বড্ড বেশি। তার কোনো পরিচিত এভাবে এলে তিনি হয়তো প্রশ্নও করতেন না। কিন্তু তার ক্ষেত্রে তেমনটা হয় না। কিন্তু দেবশ্রীর জীবনে কি সত্যিই নতুন কেউ এসেছেন? এমন প্রশ্নের উত্তরে দেবশ্রী বলেন, তেমন কোনো বিষয় নেই। আপাতত বিয়ের কথাও ভাবছেন না তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বাড়িটা আর নেই’, ঘরে ফেরা ফিলিস্তিনির আর্তনাদ রেলের কর্মবিরতিতে সারা দেশে লাখো যাত্রীর ভোগান্তি বরিশালে বাস টার্মিনালে সংঘর্ষ ভাংচুর, ধর্মঘটের ডাক শ্রমিকদের নায়িকাকে একনজর দেখতে আদালতে তলব! গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জবি মেলিন্ডার সঙ্গে বিবাহবিচ্ছেদ ছিল ভুল: বিল গেটস পাকিস্তানে চেকপোস্টে হামলা, গোলাগুলিতে দুই সেনাসহ পাঁচ সন্ত্রাসী নিহত পাকিস্তানে উচ্চশিক্ষার অনুমতি পেল আফগান নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথরা ৪১বার বাধা দিয়েছিল পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ৭ টিভি অভিনেত্রী চীনে হবে ম্যারাথন, দৌড়াবে মানুষ ও রোবট স্বজনের মুখটা শেষবারের মতো দেখতে দিলেন না বিমানের কর্তারা আলো থেকে অন্ধকারে আচ্ছন্ন বাংলাদেশ রুপা আসমা ফুসফুসে ক্যানসারের লক্ষণ বুঝবেন যেভাবে র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা স্থগিত পল্লবীর সাবরেজিস্ট্রার প্রদীপের অন্ধকার জীবন সেনাবাহিনী থেকে ‘ট্রান্সজেন্ডার মতাদর্শ’ বের করতে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের সেপ্টেম্বরেই পাওয়া যেতে পারে ক্যানসারের টিকা বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার