মল্লিকার বিয়েতে সিঁদুর পরে দেবশ্রী, বিয়ের গুঞ্জন – ইউ এস বাংলা নিউজ




মল্লিকার বিয়েতে সিঁদুর পরে দেবশ্রী, বিয়ের গুঞ্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ৪:০২ 142 ভিউ
টালিউড অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের আমন্ত্রণে অভিনেত্রী শুভশ্রীর বড় বোন দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সিঁথিতে দেখা গেছে সিঁদুর। সবুজ রঙের ভারি কাঞ্জিভরম শাড়ির সঙ্গে গলায় সোনালি গহনা, কপালে টিপ, হাত খোপা ও কপালে সিঁদুর। এই সাজে বন্ধুর বিয়েতে যান অভিনেত্রী। এতেই শুরু হয় গুঞ্জন। এমনকি সামাজিক মাধ্যমে অনেকেই শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেন তাকে। নেটিজেনদের অনেকেরই প্রশ্ন— তবে কি চুপিচুপি বিয়ে সারলেন শুভশ্রীর দিদি? এ বিষয়ে অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে জানালেন। সত্যটা প্রকাশ্যে আনলেন দেবশ্রী— আমি ডিভোর্সি, বিধবা নই। প্রথম বিয়ে হয়েছিল অনেক আগে। রয়েছে এক পুত্রসন্তান। এখন তিনি বিদেশে পড়াশোনা করছেন। বছর তিনেক আগে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন দেবশ্রী। কিন্তু সে সম্পর্ক খুব একটা

সুখকর হয়নি। দেবশ্রীর দ্বিতীয় স্বামী ছিলেন পাঞ্জাবি। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই আলাদা হয়ে যান তারা। এবার দেবশ্রীকে সিঁদুর পরা অবস্থায় দেখে নেটিজেনদের অনেকেরই প্রশ্ন— তবে কি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন দেবশ্রী? তিনি বলেন, মল্লিকার বিয়েতে সিঁদুর পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আসলে খানিকটা বিরক্ত আমি। সেদিন আমি যে শাড়িটা পরেছিলাম এবং যেমন সাজগোজ করেছিলাম, তার সঙ্গে সিঁদুরটা মানানসই ছিল। সেটি না পরলে সাজটাই অসম্পূর্ণ মনে হচ্ছিল, তাই পরেছি। দেবশ্রী বলেন, আর আমি তো বিবাহবিচ্ছিন্না, বিধবা নই। আমার সন্তানের বাবা এখনো বেঁচে আছে। তাই আমি সিঁদুর পরতেই পারি। আর সিঁদুর পরার জন্য এত কিছুর ভাবার দরকার সত্যিই আছে কি?

আমি এমন কিছু করছি না সমাজের ক্ষতি হচ্ছে। তবে শুধু দেবশ্রী নয়, বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখাও বিভিন্ন সময় সিঁদুর পরেন। যদিও সেই নিয়ে নানা মুনির নানা মত। তবে রেখাও একসময় জানিয়েছিলেন— তিনি যে ধরনের সাজগোজ করেন, তার সঙ্গে সিঁদুর বেশ মানানসই, তাই পরেন। যদিও দেবশ্রীর মতে, আজকাল লোকের কৌতূহল বড্ড বেশি। তার কোনো পরিচিত এভাবে এলে তিনি হয়তো প্রশ্নও করতেন না। কিন্তু তার ক্ষেত্রে তেমনটা হয় না। কিন্তু দেবশ্রীর জীবনে কি সত্যিই নতুন কেউ এসেছেন? এমন প্রশ্নের উত্তরে দেবশ্রী বলেন, তেমন কোনো বিষয় নেই। আপাতত বিয়ের কথাও ভাবছেন না তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমির হামজা হচ্ছে সেরা বেয়াদব, বললেন তাহেরী ব্যস্ততার কারণে জামায়াতের নেতাকর্মীদের চাঁদাবাজির খোঁজ নিতে পারছেন না আমির শফিকুর জামায়াত-শিবিরের খুনি চক্র বেকসুর খালাস: রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার রায়ে ক্ষোভ ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে আনার দাবি তাজুলের ইতালিতে ড. ইউনূসের অপ্রয়োজনীয় সফর: বিশ্ব খাদ্য ফোরামে অংশগ্রহণ নিয়ে সমালোচনার ঝড় পাকিস্তানের বিমান হামলার জবাব দিলো আফগানিস্থান: ১৫ পাকি সেনা হত্যা হিউম্যান রাইটস ওয়াচ এবং বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের যৌথ প্রযোজনায় মানবাধিকার লংঘন সন্ত্রাসী গোষ্ঠী আরসা এবং আরএসওকে মদদ দিচ্ছে বিজিবি: বাংলাদেশের বিরুদ্ধে আরাকান আর্মির হুঁশিয়ারি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বনাম অংশগ্রহণমূলক নির্বাচন: পার্থক্য কী? যাচ্ছে না থামানো অর্থনীতির ধস: রপ্তানি আয়ে টানা পতন, দিশেহারা খাত সংশ্লিষ্টরা ভারতীয় ট্রাক ঢোকার পরে একশো’র নিচে নামলো ৫০০ টাকার কাঁচামরিচ আবারও পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীতে জাপা নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ ‘ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে’ নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার আগেই ফাঁস! তদন্তে কর্মকর্তারা সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ মেক্সিকোতে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ২৮, নিখোঁজ অনেকে ৬ বিভাগে ভারি বর্ষণের আভাস সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪১৩