
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

মুরাদনগরে ট্রিপল মার্ডারের ৩৯ ঘন্টা পর মামলা, গ্রেপ্তার ৮

করোনায় একজনের মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ২৯৪

এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা

ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে দুই ঘণ্টা পর সচল

বিয়ের আসরে বরের মাদক সেবনের অভিযোগ, বন্ধ হয়ে গেলো বিয়ে

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ৫

জারিন তাসনিমার একক চিত্র প্রদর্শনী ‘মাটি, মূর্তি ও মানস’
মধ্যরাতে দোকানে দোকানে সেনাবাহিনী, গ্রেপ্তার ১০

রাজধানীর আগাসাদেক রোডের ৫টি দোকানে অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। অভিযানে ১৯৭৮ বোতল সালসা, একটি মোটরসাইকেল এবং ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) রাত ১২টা থেকে ১টার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনীর অভিযানে আটককৃতদের মধ্যে কয়েকজন প্রতিবেদকের সাথে কথা বলেন। তারা জানান, তারা প্রায় ৪ বছর ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। কেরানিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে পাইকারি দামে মাদকদ্রব্য কিনে তারা দোকানে এনে বিক্রি করতেন। সন্ধ্যা হলেই দোকানগুলোতে জমজমাট কেনাবেচা শুরু হয়ে যেত। অভিযানে অংশ নেয়া সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, দোকানগুলোতে মাদক খেতে আসা
বেশিরভাগই অল্পবয়সী যুবক। আটককৃতরা আরও জানান, সালসাগুলো দুধের সাথে মিশিয়ে খাওয়ানো হয়, এবং মেশানো সহজ করতে দোকানগুলোতে ব্লেন্ডার মেশিনও রাখা ছিল। সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ স্থানীয় দোকানদার রফিক প্রতিবেদককে বলেন, সন্ধ্যা হলেই মাদক খাওয়ার আসর বসে দোকানগুলোতে। অনেকটা প্রকাশ্যে চলে খাওয়া-দাওয়া, কেউ কিছু বলেও না। কারণ মাদক সেবনের সময় তারা খুব উগ্র আচরণ করে। তিনি আরও জানান, এদের কারণে মধ্যরাতেও বাইরে বের হওয়া যায় না। রাত বাড়ার সাথে সাথে মাদককারবারিদের আনাগোনা বেড়ে যায়। এ অভিযানে সেনাবাহিনী গুড়া দুধের প্যাকেট, নগদ ২০ হাজার টাকা এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। গ্রেপ্তারকৃত ১০ জনকে পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে, জানায় সেনাবাহিনী। এ বিষয়ে সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের
কর্মকর্তারা বলেছেন, অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বেশিরভাগই অল্পবয়সী যুবক। আটককৃতরা আরও জানান, সালসাগুলো দুধের সাথে মিশিয়ে খাওয়ানো হয়, এবং মেশানো সহজ করতে দোকানগুলোতে ব্লেন্ডার মেশিনও রাখা ছিল। সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ স্থানীয় দোকানদার রফিক প্রতিবেদককে বলেন, সন্ধ্যা হলেই মাদক খাওয়ার আসর বসে দোকানগুলোতে। অনেকটা প্রকাশ্যে চলে খাওয়া-দাওয়া, কেউ কিছু বলেও না। কারণ মাদক সেবনের সময় তারা খুব উগ্র আচরণ করে। তিনি আরও জানান, এদের কারণে মধ্যরাতেও বাইরে বের হওয়া যায় না। রাত বাড়ার সাথে সাথে মাদককারবারিদের আনাগোনা বেড়ে যায়। এ অভিযানে সেনাবাহিনী গুড়া দুধের প্যাকেট, নগদ ২০ হাজার টাকা এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। গ্রেপ্তারকৃত ১০ জনকে পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে, জানায় সেনাবাহিনী। এ বিষয়ে সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের
কর্মকর্তারা বলেছেন, অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।