ভোলায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে মারধর, স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৫
     ১০:৪৮ অপরাহ্ণ

ভোলায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে মারধর, স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ | ১০:৪৮ 102 ভিউ
ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার রাতের এ ঘটনায় সোমবার তজুমদ্দিন থানায় উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছে– তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল এবং ফরিদ উদ্দিনের সহযোগী আলাউদ্দিন, যিনি নিজেকে স্থানীয় যুবদলের নেতা হিসেবে পরিচয় দেন, তবে কোনো পদ নেই। মামলার বাদী ধর্ষণের শিকার নারীর স্বামী জানান, তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ চলছে। এ নিয়ে কথা বলার জন্য শনিবার রাতে ফোন করে তাকে তজুমদ্দিন বাজার এলাকায় যেতে বলেন ওই

নারী। সেখানে পৌঁছানোর পর শ্রমিক দলের নেতা ফরিদ উদ্দিন, তার সহযোগী আলাউদ্দিন, ছাত্রদল নেতা রাসেলসহ ৫ থেকে ৭ জন তাকে মারধর করে চার লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে তাকে রাতভর নির্যাতন করা হয়। খবর পেয়ে পরদিন রোববার বেলা ১১টায় ওই ব্যক্তির প্রথম স্ত্রী সেখানে গিয়ে আসামিদের ১০ হাজার টাকা দেন। কিন্তু এতে খুশি হননি ফরিদ ও তার লোকজন। ক্ষুব্ধ হয়ে স্বামী-স্ত্রী দু’জনকে নির্যাতন করতে থাকে তারা। ভুক্তভোগী নারীর অভিযোগ, দুপুর ১২টায় তার স্বামীকে জোরপূর্বক বাসার বাইরে নিয়ে যায় আসামিদের কয়েকজন। এ সময় ওই বাসার একটি কক্ষে ফরিদ ও আলাউদ্দিন মিলে তাকে ধর্ষণ করে। তখন ঘরের বাইরে পাহারায়

ছিল মারধরের শিকার ব্যক্তির দ্বিতীয় স্ত্রী। ধর্ষণের শিকার নারী আসামিদের ‘ভাই’ ডেকেও রক্ষা পাননি। বিষয়টি কাউকে না জানানোর শর্তে বিকেলে মুক্তি স্বামী-স্ত্রীর। বাড়ি ফিরে সন্ধ্যায় দুইবার আত্মহত্যার চেষ্টা চালান ধর্ষণের শিকার নারী। তবে স্বজনদের কারণে তিনি তা করতে পারেননি। প্রতিবেশীদের সহায়তায় ওই রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে তজুমদ্দিন থানা পুলিশ গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। আজ সন্ধ্যায় তজুমদ্দিন থানার ওসি মোহাব্বত খান জানান, এজাহার অনুযায়ী, ফরিদ ও আলাউদ্দিন ধর্ষণ করে এবং একজন তাদের সহযোগিতা করে। মারধরের ঘটনায় ৬-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এসপি মোহাম্মদ শরীফুল হক

বলেন, তদন্তে প্রমাণ হলে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা রাসেল বলেন, ‘আমি বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি।’ উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু জানান, বিএনপির অঙ্গসংগঠনের কেউ এ ঘটনায় জড়িত থাকলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন শিশু ফরিদপুর সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন (১০) শিশুকে ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববারের এ ঘটনায় সোমবার কোতোয়ালি থানায় নারী ও শিশু নিযাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগীর মা। মামলার আসামি ওমর আলী ও মো. জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই শিশুকে ওমর আলী ধর্ষণ

করে। তাকে সহায়তা করে জুয়েল। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ঝিনাইদহে শিশুকে ধর্ষণ ঝিনাইদহ সদর উপজেলায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রোববার তানভীর হোসেন ওরফে সোহেল মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন সন্ধ্যায় বিষয়টি জানাজানির পর রাতে ভুক্তভোগীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোহেলের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন শিশুটির মা। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নেত্রকোনায় শিশুকে যৌন নির্যাতন নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় শিশুকে (৭) যৌন নির্যাতনের অভিযোগে জাফর আলী নামের এক মুদিদোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরের এ ঘটনায় খালিয়াজুরী থানায় নারী

ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, শিশুটিকে যৌন হয়রানির বিচার চাইতে গেলে জাফর ও তার লোকজন হুমকি দেয়। এরপর তারা মামলা করেন। মাদ্রাসায় ছাত্রীকে যৌন হেনস্থা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এক মাদ্রাসায় ছাত্রীকে (১১) যৌন হেনস্থার অভিযোগে গ্রাম্য সালিশে শরিফুল ইসলাম নামের এক শিক্ষককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ওই মাদ্রাসার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, কিছুদিন ধরে শিক্ষক শরিফুল ইসলাম ওই ছাত্রীকে নানা ধরনের খারাপ ইঙ্গিত দিচ্ছিলেন। সেই সঙ্গে খারাপ কথা বলতেন। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের ব্যক্তিদের জানানা হলে শনিবার তারা সালিশ বৈঠকে বসেন। বালিয়াকান্দি থানার

ওসি জামাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। (সংশ্লিষ্ট অফিস ও প্রতিনিধির পাঠানো তথ্য)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াত শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে ৫০ বার, কমেছে কত বার? সকাল ৯টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বিএনপির একজন নেতার চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট আয়োজন সম্ভব: পাটওয়ারী ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু জামায়াত নিষিদ্ধে আলালের বক্তব্যে প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে বলে শুনতে পাচ্ছি: পাটওয়ারী জামায়াত-বিএনপি ও এনসিপির কাঠামোর মধ্যে নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৯ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে সরকার পতনের কারণ জানালেন অজিত দোভাল! আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম নিবিড় হচ্ছে ঢাকা-ইসলামাবাদ সামরিক বন্ধন: অ্যাডজুট্যান্ট জেনারেলের নেতৃত্বে ৩ নভেম্বর রাওয়ালপিন্ডি যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক বর্তমান বাস্তবতায় অন্তবর্তী সরকার গঠনকল্পে সুপ্রীম কোর্টের আপীল বিভাগে পাঠানো মহামান্য রাষ্ট্রপতির রেফারেন্সটি রি-কল (Recall) হওয়া উচিত নবজাগরণে জ্বলে উঠুক বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকায় স্বতঃস্ফূর্ত মিছিল: অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে রাজপথে আওয়ামী লীগ, ১০ মাসে গ্রেপ্তার ৩ হাজার বিশ্ববাজারে গমের দাম কমতে কমতে অর্ধেকে নামলেও দেশে আটার দাম আকাশছোঁয়া, এই বৈষম্য কমবে কবে? বিশ্ব মিডিয়ায় শেখ হাসিনার সদর্প উপস্থিতি, ডিপ স্টেটের গভীর ষড়যন্ত্র এবং স্বদেশ প্রত্যাবর্তন