ভোটে হারলে ফল চ্যালেঞ্জ করবেন ট্রাম্প, বিকল্প আর কী কী? – ইউ এস বাংলা নিউজ




ভোটে হারলে ফল চ্যালেঞ্জ করবেন ট্রাম্প, বিকল্প আর কী কী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ | ৪:২৭ 61 ভিউ
সবশেষ ২০২০ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর ভোট কারচুপির অভিযোগ এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবারও কোনো কারণে নির্বাচনে হেরে গেলে ভোট কারচুপির অভিযোগ আনতে পারেন সাবেক এই প্রেসিডেন্ট। সেই আভাস এরইমধ্যে মিলতে শুরু করেছে। চলমান ভোটের ফল নিয়ে এরইমধ্যে নিজের সন্দেহের কথা জানিয়েছেন ট্রাম্প। তাই কোনো কারণে ৫ নভেম্বর তিনি হেরে গেলে ফলাফলকে চ্যালেঞ্জ জানাতে পারেন; ধারণা করা হচ্ছে এমনটাই। এ অবস্থায় ট্রাম্পের সামনে ঠিক কোন পথ খোলা আছে? বিকল্প অপশনগুলো কি? ট্রাম্প প্রেসিডেন্ট হলে মহাবিপদে পড়বে ইরান এর আগে, গত সেপ্টেম্বরে মিশিগানের এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘যদি আমি হারি, আমি আপনাকে বলব এটা সম্ভব। কারণ তারা প্রতারণা করে। এটিই একমাত্র উপায় যা আমাকে

হারতে পারে। কারণ তারা প্রতারণা করে।’ এমন ঘোষণা দিয়ে নির্বাচনে নামার পর সাম্প্রতিক নির্বাচনী প্রচারণাতেও এমন অভিযোগ আনছেন ট্রাম্প। নির্বাচনের শেষ সময়ে এসে তার দাবি, সবচেয়ে বড় সুইং স্টেট পেনসিলভানিয়ায় ইতিমধ্যেই ভোটে কারচুপি করা হচ্ছে। স্বাভাবিকভাবেই তাই ধারণা করা হচ্ছে এবারও নির্বাচনে জয় লাভ করতে না পারলে ভোট কারচুপির অভিযোগ আনবেন ট্রাম্প। নির্বাচনকে চ্যালেঞ্জ জানাবেন তিনি। এর আগে গত ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের বিপক্ষে হারের পর ভোট কারচুপির অভিযোগে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ট্রাম্প। সেবার, অসংখ্য মামলার মাধ্যমে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে সবকটি আসনে ফলাফল পরিবর্তন বা বিলম্বিত করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। সেই সঙ্গে জর্জিয়ার কর্মকর্তাদের তার পক্ষে অতিরিক্ত ভোট খুঁজে বের

কারার জন্য চাপ দিয়েছিলেন। তবে ব্যর্থ হন তিনি। পরে তার সমর্থকরা ৬ জানুয়ারি, ২০২১-এ ইউএস ক্যাপিটালে হামলা চালায়। যদিও শেষ পর্যন্ত তিনি আর ক্ষমতায় আসতে পারেননি। এবার কি সেই সুযোগ পাবেন তিনি? কি বলছে নির্বাচনি আইন। নির্বাচনের নতুন সুরক্ষা আইন বলছে, নির্বাচনের জন্য প্রবর্তিত নতুন সুরক্ষার লক্ষ্য হল ট্র্যাকশন লাভের পর ফলাফলকে ক্ষুণ্ণ করার কোনো প্রচেষ্টার সম্ভাবনা হ্রাস করা। নতুন নির্বাচনি সুরক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে— ৬ জানুয়ারি বিদ্রোহের পরে কংগ্রেস কর্তৃক প্রণীত একটি নির্বাচনী আইন। সাম্প্রতিক আদালতের রায় নির্বাচনী অখণ্ডতাকে শক্তিশালী করছে। রাজ্য নির্বাচনী আধিকারিকদের থেকে নজরদারি বাড়ানো হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার আরও আগ্রাসী পদক্ষেপ। চার বছর আগের সহিংস ক্যাপিটাল দৃশ্যের পুনরাবৃত্তি রোধ করার জন্য এই ব্যবস্থাগুলি

রাখা হয়েছে। এত কিছুর পর হ্যারিসের জয় নিয়ে প্রশ্ন তুলতে পারে ট্রাম্প এমন দাবি তার মিত্রদের। বলা হচ্ছে, হ্যারিস জয়ী হলে, ট্রাম্প আইনি পথ অনুসরণ করতে পারেন বা তার সমর্থকদের মধ্যে তার জয়ের বৈধতা নিয়ে সন্দেহ পোষণ করতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাধীনতা দিবস শুধু উদযাপন নয়, দায়িত্বও মনে করিয়ে দেয়: আফ্রিদি নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে ঢাবি থেকে পৃথক হলো অধিভুক্ত ৭ কলেজ ‘ট্রাম্প পুতিন বৈঠকে জেলেনস্কির উপস্থিতি প্রয়োজন নেই’ ‘গুরুতর’ দুই অভিযোগে বরখাস্ত গণপূর্তের দেবতোষ দেব দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ ওসিকে ‘ল্যাংটা করে তাড়িয়ে’ দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন বিএনপি নেতা অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার জামায়াত-এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা ‘আমাকে বাঁচাও’ লিখে প্রেমিকার মেসেজ, এরপরই মিলল মরদেহ মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে ১৭৮৯৬ অভিবাসী, বাংলাদেশি ১১৩৬ ‘ট্রাম্প পুতিন বৈঠকে জেলেনস্কির উপস্থিতি প্রয়োজন নেই’ বাইডেনের ছেলের বিরুদ্ধে বিপুল অঙ্কের মানহানি মামলার হুমকি মেলানিয়ার বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা যে রিপোর্ট ভাগ্য নির্ধারণ করে দেয় বিসিবি সভাপতি ফারুকের গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায় নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয়