
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

টাকার বস্তা নিয়ে নেমেছে লিভারপুল

এশিয়া কাপের সূচি প্রকাশিত, বাংলাদেশের ম্যাচ কবে?

বাংলাদেশ সঠিক পথেই আছে : লিটন

শেষ ম্যাচের বিপর্যয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা হলো না বাংলাদেশের

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ

তাহলে ঢাকার বৈঠকে অংশ নিচ্ছে বিসিসিআই!

সাগরিকা ম্যাজিকে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
ভুটানের বিপক্ষে হামজা-ফাহামেদুলের খেলা নিয়ে যা জানালেন কোচ

আগামী ৪ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে ম্যাচে দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী এবং ফাহামেদুল ইসলামকে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল। অবশেষে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে প্রথমবার বাংলাদেশে জার্সি গায়ে জড়িয়ে খেলবেন হামজা।
এছাড়া তরুণ ফুটবলার ফাহামেদুল ইসলামকেও ম্যাচের কিছু অংশে দেখা যেতে পারে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী এবং ফাহামেদুল ইসলাম ঢাকায় এসেছেন। আগামীকাল বুধবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে কানাডা প্রবাসী শমিত সোমের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে
জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে শমিতের। এই তিন ফুটবলার ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দলে আছেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি এশিয়ান কাপ বাছাইয়ের। এর আগের গত মার্চে ভারতের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করে বাংলাদেশ। সে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর।
জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে শমিতের। এই তিন ফুটবলার ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দলে আছেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি এশিয়ান কাপ বাছাইয়ের। এর আগের গত মার্চে ভারতের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করে বাংলাদেশ। সে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর।