ভারত ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করে ক্ষমা প্রার্থনা – ইউ এস বাংলা নিউজ




ভারত ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করে ক্ষমা প্রার্থনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ | ৪:৪৯ 52 ভিউ
ওল্ড ট্রাফোর্ডে ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্টে পাকিস্তানের (সবুজ) জার্সি পরে খেলা দেখতে এসেছিলেন ফারুক নাজার। তাকে ম্যাচ দেখতে হলে পাকিস্তানের জার্সি ঢাকতে হবে, এমন শর্ত দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা ল্যাঙ্কাশায়ার কর্মী। রাজি না হওয়ায় মাঠ থেকে তাকে বের করে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষমা চেয়েছে ল্যাঙ্কাশায়ার। তারা এক বিবৃতি দিয়ে বলেছে, পাকিস্তানের জার্সি পরা ভক্তকে মাঠ থেকে বের করে দেওয়ার উদ্দেশ্য ছিল না তাদের। তারা মূলত, ভক্তের নিরাপত্তার কথা চিন্তা করে জার্সি ঢাকতে বলেছিলেন। তিনি রাজি না হওয়ায় তাকে মাঠ ছাড়তে বলা হয়। তারপরও এ ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে তারা দুঃখিত। ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও সতর্কতার সঙ্গে সামাল

দেবেন তারা। ল্যাঙ্কাশায়ারের নিরাপত্তা কর্মী ও পুলিশ মাঠ ছাড়তে বাধ্য করায় পাকিস্তান ক্রিকেটের ভক্ত ফারুক নাজার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, পাকিস্তানের জার্সি ও পতাকা নিয়ে ম্যাচ দেখতে যাওয়ায় কোন কারণ ছাড়া তার সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে। তাকে জার্সি ঢাকতে বলা হয়েছে ও পতাকা নামাতে বলা হয়। তিনি রাজি না হওয়ায় তাকে মাঠ ছাড়া করা হয়। ভিডিওতে তিনি মাঠে তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনার ভিডিও যুক্ত করে দেন। বিষয়টি নিয়ে সমালোচনায় হওয়ায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ল্যাঙ্কাশায়ার। ফারুককে স্টেডিয়ামে পাকিস্তানের জার্সি পরা অবস্থায় শনাক্ত করা নিরাপত্তাকর্মী দাবি করেছেন, তাকে জার্সি ঢাকতে বললে

না শোনায় তাকে পুলিশ কন্ট্রোল রুমে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ করেন তিনি। যে কারণে তাকে মাঠ ছাড়তে বলা হয়। ঘটনাটি ঘটে ম্যানচেস্টার টেস্টের শেষ দিন। ল্যাঙ্কাশায়ার বিবৃতিতে আরও উল্লেখ করেছে, পাকিস্তানের জার্সি পরা ও পতাকা ওড়ানো ওই ভক্তকে ঘিরে রেখেছিল ভারতীয় ক্রিকেটের ভক্তরা। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সেখানে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা ছিল। পাকিস্তানের ভক্তের নিরাপত্তা শঙ্কার মতো পরিস্থিতি তৈরি হতে পারত। যে কারণ তাকে পাকিস্তানের জার্সি ঢাকতে ও পতাকা নামিয়ে নিতে বলা হয়। তাদের অন্য কোন উদ্দেশ্য ছিল না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পোষ্য কোটা পুর্নবহালের প্রতিবাদে টানা বৃষ্টিতেও আমরণ অনশন, অসুস্থ দুই শিক্ষার্থী টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস পাকিস্তানের যে ক্ষেপণাস্ত্র ইসরাইল পর্যন্ত পৌঁছাতে সক্ষম ছেলের চেয়ে ৬ বছরের ছোট তরুণকে বিয়ে করলেন জাপানি নারী সাইবার হামলায় ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল সৌদি আরব কি পাকিস্তানের পারমাণবিক সহায়তা পেতে যাচ্ছে? শবনম ফারিয়ার দ্বিতীয় স্বামীকে নিয়ে যা বললেন পিয়া মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৫ বিদেশি কর্মী আটক শিরোপা ছাপিয়ে আলোচনায় ভেন্যু আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় নিক্সনের উসকানিতে ভাঙ্গায় সহিংসতা : পুলিশ রাজধানীতে আজ কোথায় কী ‘জেন-জি’ ঝড় কি এবার ফিলিপাইনে খাওয়া ও বিশ্রামে ব্যস্ত, ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার বাংলাদেশ ম্যাচের আগে দলের সাথে যোগ দেবেন ভেল্লালাগে সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি কানাডার এ যেন ফিলিস্তিন রাষ্ট্রের ভাগ্য নির্ধারণের বৈঠক ভারতের আধাসামরিক বাহিনীর ওপর হামলা, দুই জওয়ান নিহত শবনম ফারিয়ার বরের পরিচয় জানা গেল