
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

সোমবার ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন

গণপিটুনিতে মৃত্যু ঘিরে দেশজুড়ে উৎকণ্ঠা

ঘুষকাণ্ডে জামায়াতের আইনজীবীর সনদ স্থগিত

লাশ হয়ে ফেরা সাংবাদিক বিভুরঞ্জনের বাসায় শোকের মাতম

আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন

আঘাতের চিহ্ন নেই সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহে, স্বজনের কাছে হস্তান্তর

‘প্রযুক্তি সরঞ্জাম সংকট, আইন প্রয়োগে ধীরগতি’
ভারতে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ৪৪০ কেজি ইলিশ পাচারের সময় বিজিবি তা জব্দ করেছে। বৃহস্পতিবার রাত ১২ টায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্ত এলাকার মানরা নামক স্থানে বিজিবি এই ইলিশ মাছ জব্দ করে।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবির কুমিল্লা সেক্টরের ৬০ ব্যাটালিয়ান।
বিজিবিসূত্র ও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শশীদল বিজিবি ক্যাম্পের বিজিবি সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির ৬০ ব্যাটালিয়নের একটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্সে থাকা ৪৪০ কেজি ইলিশ মাছ ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো জব্দ করা হয়। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার সীমান্ত পিলার
২০৫৭/২-এস থেকে ৫০০ গজ ভেতরে বাংলাদেশের মানরা নামক স্থান থেকে ইলিশ মাছগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬৮ হাজার টাকা। সেসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী মানরা নামক স্থানে এসব ইলিশ মাছ পাচারের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
২০৫৭/২-এস থেকে ৫০০ গজ ভেতরে বাংলাদেশের মানরা নামক স্থান থেকে ইলিশ মাছগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬৮ হাজার টাকা। সেসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী মানরা নামক স্থানে এসব ইলিশ মাছ পাচারের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।