ব্যবসার কথা বলে বাসা ভাড়া নেন সুব্রত বাইন, খাবার আসত বাইরে থেকে – ইউ এস বাংলা নিউজ




ব্যবসার কথা বলে বাসা ভাড়া নেন সুব্রত বাইন, খাবার আসত বাইরে থেকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ৫:৪৩ 134 ভিউ
কুষ্টিয়া শহরের একটি বাসায় দেড় মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্যা মাসুদের। স্থানীয়রা জানান, কাপড়ের ব্যবসার কথা বলে মাস দেড়েক আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন। একজনকে মাঝে মধ্যে দেখা গেলেও বাড়ির বাইরে অপরজনকে কখনো বাইরে দেখা যায়নি। বাইরে বের না হওয়ায় স্থানীয়দের কেউ চেনে না সুব্রত বাইনকে। মঙ্গলবার (২৭ মে) ভোর আনুমানিক ৫টা থেকে কালিশংকরপুর এলাকায় সোনার বাংলা মসজিদ গলি সংলগ্ন আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মৃত মীর মহিউদ্দিনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী। জানা গেছে, দুই মাস আগে মৃত মীর মহিউদ্দিনের বাড়ির পেছনে অবস্থিত বাড়ির বাসিন্দা মৃত কুদ্দুসের ছেলে হেলাল বাড়িটির নিচতলা ভাড়া

নেয়। কাপড়ের ব্যবসার পাশাপাশি আত্মীয়স্বজন এলে বাড়িটি যাতে ব্যবহার করা যায় সে কথা জানান স্থানীয়দের। সিসি ক্যামেরা দ্বারা মীর মহিউদ্দিনের বাসা নিয়ন্ত্রিত হতো। যা পরিচালনা হতো পেছনের বাড়ির মালিকের ছেলে হেলালের বাসা থেকে। অভিযানে সেগুলোও জব্দ করে সেনাবাহিনী। ওই বাসার ভাড়াটিয়া মেস সদস্য শাহীন আলম জানান, তিন তলা বিশিষ্ট এই ভবনের নিচ তলা ফাঁকা ছিল। প্রায় দেড় মাস আগে আমাদের এই বিল্ডিংয়ের পেছনের বাসার মালিকের ছেলে হেলাল বাসাটি ভাড়া নিয়ে তাদের ওঠায়। যে দুজন এই বাসাতে থাকত তারা খুব বেশি চলাফেরা করত না। তাদের সঙ্গে আমাদের মেলামেশা ও পরিচয় ছিল না। তবে পাশের ভবনের মালিক হেলাল তার আত্মীয় পরিচয় দিয়েছিলেন আমাদের

কাছে। ব্যবসার কথা বলে বাসা ভাড়া নেন সুব্রত বাইন, খাবার আসত বাইরে থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্যা মাসুদ গ্রেপ্তার তিনি আরও জানান, আজ যাদের সেনাবাহিনী ধরে নিয়ে গেছে তাদের বিষয়ে হেলাল আমাদের বলেছিল তারা ব্যবসা করবে এবং এখানে থাকবে। এরপর থেকেই তারা দুজন এখানে থাকত। এদের মধ্যে একজন কখনো বের হতো না আর অন্যজন খাবার নিয়ে আসার জন্য দিনে দুএকবার বের হতো। কালীশংকরপুরের বাসিন্দা ওসমান জানান, নিচতলায় এই বাড়ির পেছনের বাড়ির হেলাল দুই মাস আগে ভাড়া নেন। দেড় মাস আগে আত্মীয় পরিচয় দিয়ে এ বাসায় তাদের ওঠায়। নিচতলায় কী হয় বা কারা থাকেন, তা কখনো দেখিনি আমরা। তবে একজনকে কয়েকদিন দেখেছি সে

কাপড় রোদে দিচ্ছে এবং বাইরে থেকে খাওয়ার আনছে। তবে এ ব্যাপারে বাড়িটির মালিকপক্ষের সদস্য তাসদীদ নামের একজনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভি করেননি। পাশাপাশি মৃত মীর মহিউদ্দিনের বাড়ির নিচতলার ভাড়াটিয়া মৃত কুদ্দুসের ছেলে হেলালের মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার বাড়িতে গেলে বাসাটির মূল ফটক তালাবদ্ধ পাওয়া যায়। এদিকে কুষ্টিয়া শহরে যৌথবাহিনী অভিযান চালিয়ে এক সহযোগীসহ দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করেছে বলে শহরে খবর ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে প্রথমে সেনাবাহিনী তরফ থেকে আটকের কথা স্বীকার না করা হলেও মঙ্গলবার বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সেনা ক্যাম্প। তবে দুপুর দুইটার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র

ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা ওই ভবনের ভাড়াটিয়া ও আশপাশের স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে পুলিশের কর্মকর্তারা বলেন, আজ আমাদের কোনো অভিযান ছিল না। হয়ত অন্যকোনো বাহিনী এটা করছে। বিভিন্ন জায়গা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ দুজনকে আটকের বিষয়টি শুনেছি। তবে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, কে বা কারা কাকে গ্রেপ্তার বা আটক করেছে। তবে খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনই নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না। উল্লেখ্য, ২০০১ সালের ২৫ ডিসেম্বর

তৎকালীন বিএনপি-জামায়াত সরকার যে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করেছিল, তার মধ্যে অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ এখনো সক্রিয় রয়েছে। সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। তালিকায় সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদের নামও ছিল। ১৯৯৭ সালে ঢাকার অপরাধজগতে সক্রিয় থাকা সুব্রত বাইন, তানভিরুল ইসলাম জয়, টোকাই সাগর, টিক্কা, সেলিম, চঞ্চল ও মোল্লা মাসুদ মিলে গঠন করে ভয়ংকর অপরাধচক্র ‘সেভেন স্টার গ্রুপ’। এই গ্রুপে একসঙ্গে কাজ করার সুবাদে মোল্লা মাসুদের সঙ্গে সুব্রত বাইনের ঘনিষ্ঠতা আরও গভীর হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউনূস আমলে দেশে হত্যা-মামলার সংখ্যা বৃদ্ধি: এক দশকে সর্বোচ্চ গত ৯ মাসে ক্রাইমজোন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত নিজস্ব উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতায় এবার দুবাই ও মিয়ানমার থেকে চাল আমদানি আপনার টুথব্রাশে লুকিয়ে থাকা ব্যাকটেরিয়া: পরিবর্তনের সময় কি এসে গেছে? একের পর এক নারীসঙ্গ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, এনসিপি নেতার বিরুদ্ধে অভিযোগের পাহাড় কারাবন্দি সাবেক সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের স্ত্রী নওজাত বেগম আর নেই একদিকে তীব্র আমদানি সংকট, অন্যদিকে অলস পড়ে রয়েছে ডলার ইউনূস আমলে দেশে হত্যা-মামলার সংখ্যা বৃদ্ধি: এক দশকে সর্বোচ্চ গত ৯ মাসে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হবে হোয়াইট হাউজের ইস্ট উইং বেলিংহামের গোলে জুভেন্টাসকে হারাল রিয়াল মাদ্রিদ সঞ্চয়পত্রের সুদহার কমছে জানুয়ারি থেকে, উদ্বেগ মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের ড. ইউনূসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার হুমকির মুখে জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়ার ঘোষণা সাবেক মন্ত্রী পুত্র মুবিন-এর ইউনূস আমলে খুন-রাহাজানিতে আতঙ্কিত দেশবাসী: মাসে গড়ে ২৫০টির বেশি খুন ঐতিহাসিক সোশ্যাল মিডিয়া মামলায় সাক্ষ্য দেবেন মার্ক জাকারবার্গ কী ঘটছে সেন্ট মার্টিন্সে? পরিবেশ রক্ষার নামে ধ্বংসলীলা আর বিশেষ উদ্দেশ্যে জনমানবহীন করাই লক্ষ্য? শুভ জন্মদিন, কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ গভীর সংকটে পুঁজিবাজার: বাজার ছেড়েছেন ৮২ হাজার বিনিয়োগকারী, বাড়ছে আস্থাহীনতা ও হতাশা চট্টগ্রামে বিএনপি-জামায়াতের মব হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু: পুলিশি অবহেলার অভিযোগ পরিবারের অবিচলতার সঙ্গে নেতাকর্মীদের আপসহীন সংগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের বিবৃতি