বেড়ানোর কথা বলে পাহাড়ে নিয়ে স্ত্রীকে খুন করে স্বামী ও তার দুই বন্ধু – ইউ এস বাংলা নিউজ




বেড়ানোর কথা বলে পাহাড়ে নিয়ে স্ত্রীকে খুন করে স্বামী ও তার দুই বন্ধু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ | ১১:০৪ 94 ভিউ
চট্টগ্রামে টিকটকার স্ত্রীকে বেড়ানোর কথা বলে আনোয়ারায় বন্ধুর বাড়িতে নিয়ে যান স্বামী। রাতে খাওয়া-দাওয়া করেন একসঙ্গে। পরে পাহাড়ে বেড়ানোর কথা বলে বাড়ির বাইরে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে স্বামী ও তার দুই বন্ধু। লোমহর্ষক এ হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বাঘাইছড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের কর্মকর্তারা। গ্রেফতারকৃতরা হচ্ছেন-নগরীর ডবলমুরিং হাজী পাড়া এলাকার মোহাম্মদ সোলতান আহমেদের ছেলে জাহেদ নাভেদ ও আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বাসিন্দা ইরফান হোসেন। এর মধ্যে ইরফান রাঙামাটি জেলায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ২১

অক্টোবরের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। পিবিআই সূত্র জানায়, ৩ অক্টোবর আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনমিক জোন কার্যালয়ের পাশে পরিত্যক্ত একটি ইটভাটা থেকে গৃহবধূ আমেনার লাশ উদ্ধার করা হয়। এরপর পিবিআই হত্যা রহস্য উদ্ঘাটনে মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সাহায্যে ইরফান হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহেদ নাভেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পিবিআইর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, খুন হওয়া আমেনার স্বামী ইয়াসির আরাফাত ১ অক্টোবর রাতে আমেনাসহ চট্টগ্রামের আনোয়ারায় বন্ধু ইরফানের বাড়িতে বেড়াতে যান। নাভেদ আগে থেকে সেখানে ছিলেন। রাত ৩টার দিকে ইরফান তাদের আনোয়ারার একটি পাহাড়ে নিয়ে যান। সেখানে যাওয়ার পর আমেনা ও ইয়াসিরের মধ্যে

ঝগড়া হয়। একপর্যায়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী ইরফান আমেনাকে ছুরিকাঘাত করেন। কিছুক্ষণ পর আমেনার মৃত্যু হলে তিনজন মিলে লাশ একটি নালার মধ্যে ফেলে দেন। তবে পিবিআই আমেনার স্বামী ইয়াসির আরাফাতকে এখনো গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক শাহাদাত হোসেন জানান, আমেনা হত্যাকাণ্ডে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের ধারণা, নিহতের স্বামী ঘটনার পর বিদেশে পালিয়ে গেছেন। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ইতোমধ্যে গ্রেফতার দুজন ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সমর্থন ফিরে পাচ্ছে হাসিনার দল, গোয়েন্দা রিপোর্ট নিয়ে ঢাকায় নিরাপত্তা বৈঠকে আলোচনা, উদ্বেগ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু নদ-নদীর পানি বাড়তে পারে, ৯ জেলায় বন্যার আভাস ছাগলকাণ্ডের সেই মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে অসন্তুষ্ট আদালত, আপ্রাণ চেষ্টার নির্দেশ ‘উৎসাহ ও উৎসব’ বোনাসের লাগাম টানছে সরকার সাদা পাথর লুটকাণ্ডে বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার চাঞ্চল্যকর শিক্ষক হত্যা মামলায় ছেলে গ্রেফতার