বিশৃঙ্খলার খেসারত দিল ঢাকা উত্তর বিএনপি! – ইউ এস বাংলা নিউজ




বিশৃঙ্খলার খেসারত দিল ঢাকা উত্তর বিএনপি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:৩৫ 39 ভিউ
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে চলছে নৈরাজ্যকর পরিস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষার সব আয়োজন নাজুক হয়ে পড়ায় অবস্থা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। এমন প্রেক্ষাপটে বিশৃঙ্খলা ঠেকাতে এবং শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন প্রেক্ষাপটের শুরু থেকেই গঠনমূলক ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নির্দেশনা অনুযায়ী দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে যে কোনো বিশৃঙ্খলার ব্যাপারে বিএনপি গ্রহণ করেছে ‘জিরো টলারেন্স নীতি’। নির্দেশনা অমান্যকারী দলের গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা হয়েও ছাড় পাচ্ছেন না। নেওয়া হচ্ছে কঠোর সাংগঠনিক ব্যবস্থা। এমনকি কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

ঘোষণা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ভেঙে দেওয়ার খবর জানালেও কী কারণে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। মাত্র আড়াই মাস আগে গঠিত হেভিওয়েট এ কমিটি এমন হুট করে ভেঙে দেওয়ার ঘটনায় দলের ভেতরে-বাইরে চলছে তুমুল আলোচনা। গত ৭ জুলাই যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরবকে আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা উত্তর বিএনপির এই আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি ভাঙার কারণে জানতে কথা হয় বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে। তারা কেউ স্পষ্ট করে কিছু না জানালেও নাম প্রকাশে

অনিচ্ছুক কয়েকজন কেন্দ্রীয় নেতার দাবি, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থেই নিরব-আমিনুল কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের হাইকমান্ডের কাছে এই আহ্বায়ক কমিটির বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ জমা পড়েছে। সেসব বিবেচনার পরই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত প্রেক্ষাপটে সব বিতর্ক এড়াতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মারামারি-হানাহানি কিংবা দখল-চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে জড়িত না হতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশ অমান্য করে ঢাকা উত্তর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জায়গা, মার্কেট, ফুটপাত ও সরকারি অফিসে চাঁদাবাজি-দখলদারির বিস্তর অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার না করলেও নিরব ও আমিনুলের কর্মী-সমর্থকরা এসব কাজের জন্য একে অন্যকে দোষারোপ করছেন। কিন্তু পরিস্থিতির উন্নতি না

হওয়ায় বিষয়গুলো লিখিত আকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানো হয়। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, তারেক রহমান নিজস্ব সোর্সের মাধ্যমে তদন্তে এসব অভিযোগের অধিকাংশের সত্যতা পাওয়ায় কমিটি ভেঙে দিয়েছেন। জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কোনো রাজনৈতিক দলের কমিটি গঠন, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন সবকিছু মূলত একটা রুটিন ওয়ার্ক। এই কমিটি (ঢাকা মহানগর উত্তর বিএনপি) কেবল গত জুলাই মাসে গঠিত হয়েছিল। খুব তাড়াতাড়ি আবার সেই কমিটিকে বিলুপ্ত করা হলো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হয়তো কোনো অভিযোগ গেছে। অথবা এমনও হতে পারে কোনো কিছু উনি উনার নিজস্ব সোর্সের মাধ্যমে জানতে পেরেছেন। পরিবর্তিত পরিস্থিতিতে শুরু থেকেই উনি

একটা আহ্বান জানিয়েছেন যে, ভয়ভীতি দেখিয়ে নয়, ভালো কাজ ও মেধাভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে মন জয় করে মানুষের আপন হতে হবে। এ কথাটা উনি বারবার বলছেন। উনার সেই কথার প্রতিফলন ঘটানোর জন্যই হয়তো কমিটিতে হঠাৎ করে হাত দেওয়া হয়ে থাকতে পারে। এর চেয়ে ভালো, গুণগত মানসম্পন্ন কিছু হয়তো উনার চিন্তার মধ্যে আছে—যেটা হয়তো উনি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক সাইফুল আলম নিরব এ প্রসঙ্গে বলেন, দলের হাইকমান্ড যেটা উপযুক্ত মনে করেছেন, সেটাই করেছেন। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। দখল-চাঁদাবাজির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বিরোধী পক্ষের অভিযোগ- আমি চাঁদাবাজি, দখলবাজিতে লিপ্ত। কিন্তু কোথায় কার কাছে

চাঁদা চেয়েছি, কার বাড়ি-দোকান দখল করেছি, সেটা বলতে পারছে না। এটা বায়বীয় অভিযোগ।’ অভিযোগ অস্বীকার করেছেন সদস্য সচিব আমিনুল হকও। তিনি বলেন, ‘অভিযোগের একটা সুতা পরিমাণও কেউ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় রাজনীতি ছেড়ে দেব, খুশি মনে রিজাইন দিয়ে দেব।’ আর কমিটি বিলুপ্তির বিষয়ে তার বক্তব্য, ‘এটা পার্টির হাইকমান্ডের সিদ্ধান্ত, অবশ্যই স্বাগত জানাই। হয়তো পার্টি ভালো কিছুর জন্যই এই কমিটি বিলুপ্ত করেছে।’ বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানান, দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে বিএনপির ইতিবাচক একটি ভাবমূর্তি ধরে রাখতে সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছেন তারেক রহমান। সরকার পরিবর্তনের পর দলের নেতাকর্মীরা দীর্ঘ দেড় দশকের নিপীড়ন ও বঞ্চনার প্রতিশোধে নিতে গিয়ে যেন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন সেজন্য

সবাইকে শান্তি বজায় রাখতে বারবার নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যার বা যাদের বিরুদ্ধেই বিশৃঙ্খলা, চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়িত থাকার ন্যূনতম সম্পৃক্ততা পেয়েছেন, তার বা তাদের ব্যাপারে তাৎক্ষণিক সাংগঠনিক শান্তিমূলক কঠোর ব্যবস্থা নিয়েছেন। এরই মধ্যে আড়াই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া পদাবনমন ঘটিয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে নির্বাহী কমিটির সদস্য করা হয়। বিলুপ্ত করা হয় খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। বগুড়াসহ কয়েকটি জেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। খুলনা মহানগর ও জেলা যুবদল এবং জেলা ও মহানগর ছাত্রদলের কমিটিও ভেঙে দেওয়া হয়। বিলুপ্ত করা হয় চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি। কয়েকটি জেলায় নতুনভাবে কমিটি দেওয়া হয়েছে। দলের স্থায়ী কমিটির একজন সদস্য এবং একজন যুগ্ম মহাসচিবকে শোকজ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আলবেনিতে বিজয়ের অনুষ্ঠান ‘হৃদয়ের গভীরে ভালোবাসায় আঁকা প্রিয় বাংলাদেশ প্রিয় আমেরিকা’ আলবেনিতে বিজয়ের অনুষ্ঠান ‘হৃদয়ের গভীরে ভালোবাসায় আঁকা প্রিয় বাংলাদেশ প্রিয় আমেরিকা’ জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে সোনার দাম কমল রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে বদলে যেতে পারে ভারতের ইশারায় চলে ক্রিকেট, আইসিসি শুধুই দর্শক অ্যামাজনের মালিকের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, যা জানা গেল ভারতের ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়কের’ স্মরণীয় দিন শিল্পকলার সেই লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা পদ্মার এক বোয়াল ৫২ হাজার টাকায় বিক্রি ২০২৫ সালে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে ছুটি ৭৬ দিন মুক্তিযোদ্ধা কানুকে জুতার মালা, ভাইরাল ছবির পেছনের গল্প বিএনপির অফিসে আ. লীগের হামলা, কলারোয়ায় ১৩ জনের বিরুদ্ধে মামলা একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে কুমিল্লার সেই বীর মুক্তিযোদ্ধা ২০২৪ সালে গুগল সার্চের শীর্ষে ছিল যেসব বিষয় সাদা পোশাকে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জ্যোতি অবৈধ বাংলাদেশি শনাক্তে ভারতজুড়ে চলছে অভিযান অবশেষে সমালোচনার জবাব দিলেন জেফার