বিয়েতে কনেকে ১০০ খাটাশ উপহার – ইউ এস বাংলা নিউজ




বিয়েতে কনেকে ১০০ খাটাশ উপহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ | ৫:০৫ 35 ভিউ
বিয়েতে বর-কনেকে বিভিন্ন ধরনের উপহার দেওয়ার প্রচলন রয়েছে। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। বিয়েতে উপহার দেওয়া হয়েছে ১০০ খাটাশ। উপহার পাওয়া এ প্রাণীর দাম প্রায় ৮৫ লাখ টাকা। সোমবার (০৯ জুন) সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের এক কনে তার বাবা-মায়ের কাছ থেকে ভিন্নধর্মী উপহার পেয়েছেন। তাকে উপহার হিসেবে ১০০টি খাটাশ দেওয়া হয়েছে। এর বাজারমূল্য ৭০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৫ লাখ টাকা। এই প্রাণীগুলো বিশ্বের সবচেয়ে দামি কফি কোপি লুয়াক উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, উপহারের মধ্যে আরও ছিল ২৫টি সোনার বার, ২০ হাজার ডলার নগদ,

৩০০ মিলিয়ন ডং মূল্যের কোম্পানির শেয়ার এবং একাধিক উচ্চমূল্যের সম্পত্তি। ২২ বছর বয়সী এই কনে যিনি ভিয়েতনামের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দা। গত মে মাসে তার বিয়ের সময় তিনি এসব উপহার পেয়েছেন। বরের পরিবারও এ বিয়েতে বিভিন্ন উপহার দিয়েছে। এর মধ্যে রয়েছে ১০ তায়েল সোনা, ২০০ মিলিয়ন ডং নগদ এবং হীরার গহনা। কনের বাবা হং চি তাম বলেন, তার সন্তানরা সকলেই বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং তারা পারিবারিক ব্যবসার দায়িত্ব নিয়েছেন। তিনি তার মেয়েকে এমন সম্পদ উপহার দিয়েছেন যা আয়ের উৎস হতে পারে। এ ছাড়া খাটাশগুলো পালন বা বিক্রি করার বিষয়ে তার স্বাধীনতা রয়েছে। তিনি বলেন, আমার মেয়ে বিজনেস স্কুলের স্নাতক। তিনি এই সম্পদগুলো পরিচালনার জন্য সম্পূর্ণ

সক্ষম। যে পদ্ধতিই হোক না কেন, এটি তার আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে। ভিয়েতনামে খাটাশ অত্যন্ত মূল্যবান। একটি সন্তান জন্ম দেওয়া মা খাটাশের মূল্য প্রায় ৭০০ মার্কিন ডলার, আর গর্ভবতী একটির মূল্য ১,০৫০ ডলার পর্যন্ত হতে পারে। এদের মূল্যের একটি বড় কারণ হলো কোপি লুয়াক কফি উৎপাদনে তাদের ভূমিকা। এই বিশেষ উৎপাদন প্রক্রিয়ায় খাটাশ পাকা কফি চেরি খায়, এবং তাদের পরিপাকতন্ত্র থেকে সংগ্রহ করা কফি বিন পরিষ্কার, প্রক্রিয়াজাত এবং রোস্ট করা হয়। এ ছাড়া চীন ও ভিয়েতনামে খাটাশের মাংস বিলাসবহুল খাবার হিসেবে বিবেচিত হয় এবং ঐতিহ্যবাহী চীনা ওষুধে ব্যবহৃত হয়, যা এই প্রাণীর মূল্য আরও বাড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ তিন দিন অপেক্ষায় থাকতে হলো না, ইতিহাস গড়া হয়ে গেল বাংলাদেশের ইউএসএআইডির দরজা পুরোপুরি বন্ধ ভাটারায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ ‘বিতর্কিত’ স্ট্যাটাস দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি চাকরিচ্যুত ঢাবি ক্যাম্পাসে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ১২ কেজি এলপিজির দাম কমল ৩৯ টাকা ১৩ ম্যাচে যা করতে পারেনি বাংলাদেশ, তা-ই করে দেখানোর সুযোগ চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা ৬ মাসে ৪৮১ নারী ধর্ষণের শিকার, হত্যা করা হয়েছে ৩২০ জন আমাকে দেশ ছাড়তে হবে, কে করণ এ কথা বললেন? চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত বোয়িং বিমানে আঘাত করল লাগেজ ট্রলি গাজায় মৃত্যুর মুখে হাজার হাজার শিশু দাম কমল ব্রডব্যান্ড ইন্টারনেটের মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গ কার্টুনের অভিযোগ, বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুল অভিনেত্রী মিনু মুনির গ্রেফতার আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস প্রধান আসামি বন্ধু মাস্কই এখন বড় শত্রু ট্রাম্পের