ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হাসিনার পতনের পর জোটের শীর্ষ নেতারা এখন কোথায়?
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক টবি ক্যাডম্যান
নতুন আইজিপি বাহারুল, ডিএমপি কমিশনার হলেন সাজ্জাত
হাসিনা গেছে যে পথে, পুনর্বাসনকারীরাও যাবে সে পথে
নির্বাচনি বিধি-বিধানের সীমাবদ্ধতা দূর করা দরকার: বদিউল আলম
গণহত্যা মামলায় মামুন-জিয়াউলসহ গ্রেপ্তার দেখানো হলো ৮ কর্মকর্তাকে
আমি কখনই আয়নাঘরে চাকরি করিনি : জিয়াউল আহসান
বিপ্লবী কারা, জানালেন হাসনাত আব্দুল্লাহ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন ঘটে তার দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের শাসনের। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। দেশে তার নামে ঝুলছে কয়েকশ মামলা।
এদিকে তীব্র গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানোর পর প্রায় সবাই নিজেকে বিপ্লবী হিসেবে দাবি করছেন। এমনকি এই দাবিতে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে তারা বিভিন্ন সুযোগ-সুবিধাও হাতিয়ে নিচ্ছেন। ফলে বিষয়গুলো নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।
কারণ ছাত্র-জনতার আন্দোলনে যখন ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাহিনী ও তাদের অঙ্গ-সংগঠনের সদস্যরা নির্বিচার হামলা চালিয়েছে, তখন সুবিধাভোগীদের অনেককেই ফ্রন্টলাইনে দেখা যায়নি। কেউ কেউ হয়তো সরকার পতনের লক্ষণ টের পেয়ে ফেসবুকে
একটা পোস্ট দিয়েছেন, তারাও এখন নিজেদের বিপ্লবী দাবি করছেন। আবার অনেকেই কোনো দিকেই কোনো কথা বলেননি, তারাও এখন বিপ্লবী। এমনই প্রেক্ষাপটে বিপ্লবী কারা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি বলেন, ‘সবাই বিপ্লবী নয়। বিপ্লব ব্যর্থ হলে যাঁদের গলায় ফাঁসির দড়ি পড়বে, তাঁরাই বিপ্লবী।’
একটা পোস্ট দিয়েছেন, তারাও এখন নিজেদের বিপ্লবী দাবি করছেন। আবার অনেকেই কোনো দিকেই কোনো কথা বলেননি, তারাও এখন বিপ্লবী। এমনই প্রেক্ষাপটে বিপ্লবী কারা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি বলেন, ‘সবাই বিপ্লবী নয়। বিপ্লব ব্যর্থ হলে যাঁদের গলায় ফাঁসির দড়ি পড়বে, তাঁরাই বিপ্লবী।’