বিপিএলের সূচি প্রকাশ, দেখে নিন কবে কার ম্যাচ – ইউ এস বাংলা নিউজ




বিপিএলের সূচি প্রকাশ, দেখে নিন কবে কার ম্যাচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ | ৮:৪৩ 56 ভিউ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ সূচি গণমাধ্যমে পাঠানো হয়। সূচি অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর দুপুর দেড়টায় ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। বিপিএলের লিগ পর্বে দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদে সপ্তাহের অন্যসব দিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। আর শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টা এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যায় ৭টায় মাঠে গড়াবে। ৩০ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে লিগ পর্ব। এর

মধ্যে ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এই পর্বের প্রথম ১৬ ম্যাচ হবে ঢাকায়। এরপর বিপিএল যাবে সিলেটে। সেখানে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত লিগ পর্বের পরের ২৪ ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেটের পর বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত লিগ পর্বের আরও ২৪ ম্যাচ মাঠে গড়াবে। লিগ পর্বের শেষ ২০ ম্যাচের জন্য আবার ঢাকায় ফিরবে বিপিএল। একইসঙ্গে প্লে-অফ পর্ব এবং ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে ঢাকায়। আগামী ৩ ফেব্রুয়ারি প্লে-অফ পর্বের এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার ও ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএল ফাইনাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় ২ বোন হত্যা, মাস্ক-ক্যাপ পরা সেই ব্যক্তি গ্রেফতার ‘পরমাণু অস্ত্র নয়, শান্তিই চাই’, বিশ্বকে বার্তা পেজেশকিয়ান থাকছে না পুলিশের হাতে মারণাস্ত্র মধ্যপ্রাচ্যের যে দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এলো ‘আলোচনার জন্য’ নিজ দেশে পাকিস্তানের হাইকমিশনার আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে ডিভিশন মঞ্জুর ৪ জেলায় বন্যার আভাস যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান যা দাবি করছে মোদি এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল: আফ্রিদি সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের অর্থনৈতিক-কূটনৈতিক অবস্থা ভেঙে পড়েছে ফ্যাসিস্ট ইউনুস সরকারের রাজনৈতিক নিষেধাজ্ঞা: স্বাধীনতা ও গণতন্ত্রের উপর নিষ্ঠুর আঘাত সকালের মধ্যে ৬ জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা ২ লাখেরও বেশি নার্স-সংকট, সাদা পোশাক ফেরত চান তারা রপ্তানিতে নগদ প্রণোদনা কমছে ১ হাজার কোটি টাকা সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’ যে কারণে দ্রুত যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান পু‌তি‌নের স‌ঙ্গে বৈঠক কর‌তে তুরস্ক যা‌চ্ছেন জে‌লেন‌স্কি আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণা করলেন মির ইয়ার বালোচ রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তেই কি লাদেনকে আশ্রয় দেয় পাকিস্তান?