বিপিএলের সূচি প্রকাশ, দেখে নিন কবে কার ম্যাচ – ইউ এস বাংলা নিউজ




বিপিএলের সূচি প্রকাশ, দেখে নিন কবে কার ম্যাচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ | ৮:৪৩ 103 ভিউ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ সূচি গণমাধ্যমে পাঠানো হয়। সূচি অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর দুপুর দেড়টায় ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। বিপিএলের লিগ পর্বে দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদে সপ্তাহের অন্যসব দিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। আর শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টা এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যায় ৭টায় মাঠে গড়াবে। ৩০ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে লিগ পর্ব। এর

মধ্যে ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এই পর্বের প্রথম ১৬ ম্যাচ হবে ঢাকায়। এরপর বিপিএল যাবে সিলেটে। সেখানে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত লিগ পর্বের পরের ২৪ ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেটের পর বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত লিগ পর্বের আরও ২৪ ম্যাচ মাঠে গড়াবে। লিগ পর্বের শেষ ২০ ম্যাচের জন্য আবার ঢাকায় ফিরবে বিপিএল। একইসঙ্গে প্লে-অফ পর্ব এবং ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে ঢাকায়। আগামী ৩ ফেব্রুয়ারি প্লে-অফ পর্বের এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার ও ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএল ফাইনাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শুধু ঘুম পায়? মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ট্রাম্প না পেলেও শান্তির নোবেল ‘আমেরিকার স্বার্থে’ আরেকটি ‘নাকবা’: গাজা পুনর্গঠনে লেগে যাবে প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা সম্পর্ক টিকিয়ে রাখার ৩ কৌশল মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল-মাসজিদ নামাজ আদায়ের গুরুত্ব উচ্চমূল্যের চাপে মধ্যবিত্ত হয়ে যাচ্ছে নিম্নবিত্ত নূতন-কাজলকে পেছনে ফেললেন আলিয়া! উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই: সামান্তা সোমবার থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৯৫৩ প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগান মন্ত্রী আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের ৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট মাউশি ভেঙে হচ্ছে দুই অধিদপ্তর বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছেন