বিপাশা ও জনকে নিয়ে অমিতাভের রসাল মন্তব্য, বলিউডে হইচই – ইউ এস বাংলা নিউজ




বিপাশা ও জনকে নিয়ে অমিতাভের রসাল মন্তব্য, বলিউডে হইচই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ | ৪:১৮ 34 ভিউ
অভিনেত্রী বিপাশা বসু ও জন আব্রাহামের সম্পর্ক এক সময়ে বলিউড পাড়ায় চর্চার অন্যতম বিষয় ছিল। ‘জিসম’ ছবিতে দুই তারকার উষ্ণ রসায়ন ঝড় তুলেছিল সেই সময়ে। অবশ্য বাস্তবেও নাকি তখন তারা সম্পর্কে ছিলেন। ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ছিল বিপাশা ও জনের প্রেম। তাদের প্রেম নিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন অমিতাভ বচ্চনও। ‘অ্যায়তবার’ ছবিতে অমিতাভের সঙ্গে কাজ করেছিলেন বিপাশা ও জন। বিপাশার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের শাহেনশাহ। সেই ছবির শুটিং চলাকালীনই সিমি গঢ়েয়ালের সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তখনই জন-বিপাশাকে নিয়ে একটি মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন অমিতাভ। তখন তিনি নিজেই বলেছিলেন, সেই সময় নাকি ‘কনজাংটিভাইটিস’-এ আক্রান্ত জন। সেই অসুখ নিয়েই

তিনি শুটিং সেটে আসছেন। এ কথা শুনে চমকে যান সিমি। সিমি কিছুটা মজা করেই সেটের অন্যদের পরামর্শ দেন, অমিতাভ যা যা স্পর্শ করেছেন, তা যেন ভুলেও কেউ স্পর্শ না করেন। অন্যথায় কনজাংটিভাইটিস ছড়িয়ে পড়বে মুহূর্তে। এই শুনে পাল্টা মজা করেন অমিতাভ। তিনি বলেছিলেন, আরে আমার থেকে কেন কিছু হবে। আমি তো কিছু করিনি। জনকে তো স্পর্শ করেন বিপাশা। আমি কেন করতে যাব! সেই সময়ে বেশ চর্চা হয়েছিল এই অমিতাভের এই মন্তব্য নিয়ে। বিপাশা ও জনকে তখন বলিউডের ‘পাওয়ার কাপল’ মনে করা হত। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়। ২০১১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তাদের অনুরাগীদের কাছে এই খবর বড় ধাক্কা ছিল। বিপাশাও নাকি

ভেঙে পড়েছিলেন বলে শোনা যায়। পরে কর্ণ সিংহ গ্রোভারকে বিয়ে করেন বিপাশা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রিজিক বৃদ্ধি ও সচ্ছলতা লাভের ১০ আমল পদত্যাগে প্রস্তুত জেলেনস্কি ‘অহংকারী’ ভারতের পতনের আশায় পাকিস্তানে হিন্দুদের প্রার্থনা কয়েদিদের সঙ্গে বসে পাক-ভারত ম্যাচ দেখছেন ইমরান খান যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই রাশিয়ার হামলা যে কারণে বিয়ে স্থগিত করলেন অভিনেত্রী সিডনি এবার সোনার দাম কমল বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শংকর হাসান নাসরুল্লাহকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক? লুট করা মোবাইল সেটের বিনিময়ে গাঁজা নেন তারা: পুলিশ তাসকিন-রিয়াদের প্রশংসা, নাহিদ-জাকেরও আছেন স্যান্টনারের ভাবনায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী এস আলম পরিবারের আরও ৮ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’ উদ্যোগ অনেক, প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন পরপর ফিরলেন শাকিল-রিজওয়ান হামাসের হাতে কত জিম্মি রয়ে গেছেন ফেডারেল কর্মীদের হুঁশিয়ারি মাস্কের, দ্বিমত এফবিআই-পররাষ্ট্র দপ্তরের পোপ ফ্রান্সিসের অবস্থা ‘সঙ্কটাপন্ন’