বিএনপির লংমার্চের সমাপনী সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন – ইউ এস বাংলা নিউজ




বিএনপির লংমার্চের সমাপনী সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪ | ৫:৫১ 73 ভিউ
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এ লংমার্চ করছে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার সকালে ঢাকা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ইতোমধ্যে লং মার্চ শুরু হয়েছে। লংমার্চের তিন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেওয়ার কথা রয়েছে। বিকালে আখাউড়া সীমান্তের চেকপোস্ট এলাকায় সমাবেশের মধ্যে দিয়ে লংমার্চ শেষ হবে। বেলা ৩টার মধ্যে লংমার্চ আখাউড়ায় এসে পৌঁছবে আশা করা যাচ্ছে। আখাউড়ার বিএনপির সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে, বিএনপির লংমার্চের সমাপনী অনুষ্ঠান সফল করতে আখাউড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থলবন্দরের ভিতরের খোলা মাঠে বিশাল মঞ্চ তৈরি

করা হয়েছে। বিপুল সংখ্যক চেয়ার রাখা হয়েছে। পর্যাপ্ত সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। সরজমিনে দুপুরে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তের কাজ করছেন শ্রমিকরা। জেলা ও আখাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সভা মঞ্চের কাজ পরিদর্শন করছেন। দিচ্ছেন দিকে নির্দেশনা। কোন রকম ত্রুটি রাখতে চাইছেন না তারা। সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া বলেন, মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। আমরা পর্যাপ্ত চেয়ারের ব্যবস্থা করেছি। সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়োজিত থাকবে। তাছাড়া চিকিৎসকের টিম থাকবে। সীমান্তে যাতে কোন বিশৃঙ্খলা না হয় সেজন্য তিন স্তরের নিরাপত্তা বেস্টনি দেয়া হয়েছে। আমাদের নেতাকর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। পাশাপাশি পুলিশ, বিজিবি থাকবেন। আমাদের সকল

নেতাকর্মীরা তৎপর রয়েছে। আশা করি শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ সফল করতে পারবো। জেলা বিএনপির আহবায় এড. আব্দুল মান্নান বলেন, আমরা বিশ্ববাসীকে বার্তা দিতে চাই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। এখানে সংখ্যালঘু বলতে কিছু নাই। আমরা সবাই ভাই ভাই। আমরা সেভাবেই এখানে বসবাস করছি। প্রতিবেশি দেশ ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ। আমরা বন্ধুত্ব বজায় রাখতে চাই। ভারত সরকারের কোন অংশ বা কোন সংস্থার বাংলাদেশের শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে চায় আমরা তার তীব্র প্রতিবাদ করবো। প্রতিবাদের অংশ হিসেবেই আজকে আমাদের লংমার্চ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন, পৌর বিএনপির আহবায়ক

মো. সেলিম ভূইয়া প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন-সংশয় এখনো অধরা সুউচ্চ ভবন ঠাঁই জীর্ণ কুটিরেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩ নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী মার্কিন সেনাবাহিনীতে প্রথম বাংলাদেশি-আমেরিকান ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২ উমামার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বেইজিং — চীনা পররাষ্ট্রমন্ত্রী ১৪৬ কোটি কর ফাঁকির অভিযোগ তিন কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি