বাসায় ফিরলেন বিজিবির সাবেক মহাপরিচালক, স্ত্রী-সন্তান গেলেন কানাডায় – ইউ এস বাংলা নিউজ




বাসায় ফিরলেন বিজিবির সাবেক মহাপরিচালক, স্ত্রী-সন্তান গেলেন কানাডায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫১ 7 ভিউ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বাসায় ফিরেছেন। তবে তার স্ত্রী ও সন্তান নির্ধারিত ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল। তিনি বলেন, বিজিবির সাবেক মহাপরিচালক বিদেশ যাচ্ছেন না। তিনি বাসায় ফিরে গেছেন। বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে গঠিত কমিশন তার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করায় তাকে আপাতত বিদেশ না যেতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বলেন, কমিশন আমার সঙ্গে কথা বলবে এটি আমাকে আগে জানানো হয়নি। পূর্ব-নির্ধারিত সিডিউল অনুযায়ী আজ আমি কানাডা যাচ্ছিলাম। কানাডা যাওয়ার এই টিকিটটি করা হয় গত ১ আগস্টে।

‘নির্ধারিত ফ্লাইটে আমার স্ত্রী-সন্তান কানাডা চলে গেছেন।’, বলেন তিনি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মইনুল ইসলামকে বিমানবন্দরে আটক করে পুলিশ। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর ৪৮ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়। ২০১৫ সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম। পরের বছর ফেব্রুয়ারিতে

সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পদ্মা একীভূতকরণের সিদ্ধান্ত থেকে সরে এলো এক্সিম ব্যাংক আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, নারী-শিশুসহ নিহত ১৫ গ্রামেই বেশি কোমল পানীয়ের প্লাস্টিক বোতল ব্যবহার প্রকাশ্যে দুর্নীতি কমার সঙ্গে কমেছে কাজের গতিও হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলা, নিহত ৩ কৃষক ও মিলারের অনীহা, সরকারের ভান্ডার খাঁ খাঁ খুলনা থেকে পৌনে চার ঘণ্টায় ঢাকায় জাহানাবাদ এক্সপ্রেস রেমিট্যান্সের ডলারে দেওয়া যাবে সর্বোচ্চ ১২৩ টাকা পেনশন পুনঃস্থাপনের বয়সসীমা কমিয়ে ১০ বছর করার দাবি সূর্যের কাছাকাছি নাসার মহাকাশযান ৯১২ নতুন প্রকল্পের ভাগ্য অনিশ্চিত আসামে ১৬ বাংলাদেশি গ্রেফতার শুভ বড়দিন আজ জলবায়ু প্রশমনে নতুন এনডিসিতে ভূমি, বন ও জলাভূমিকে অন্তর্ভুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা বৃদ্ধি ভাতা ৫০০০ টাকা প্রত্যাখ্যান, বৈষম্য না মানার প্রত্যয় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তা, ৩০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় মামলা ক্যাডার সংগঠনগুলোর পালটাপালটি কর্মসূচি সাড়ে ৪ মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতন্ত্র মঞ্চ উপদেষ্টাদের অধিকাংশের রাষ্ট্র পরিচালনায় ধারণা কম: ভিপি নুর