ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন
শীতার্ত মানুষের জন্য আগামীকাল গাইবে চার ব্যান্ড
দুই সিনেমায় তমা মির্জা
৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল
বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা
মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা
বাবা-মা চাননি আমি পৃথিবীতে আসি: অপু বিশ্বাস
চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, তিন ভাইবোনের পর তার জন্ম হয়েছে। তাই বাবা-মায়ের অনীহা ছিল তাকে পৃথিবীতে আনতে। আর কোনো সন্তান জন্ম দিতে তারা চাননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
অপু বলেন, বাবা-মা ওই সময় তো এত বুঝতেন না। যতটুকু মায়ের মুখে শোনা যে, ৫ মাস পর হয়তো জানতে পেরেছেন যে আমি আসছি। তো তখন মা-বাবা চাচ্ছিলেন না। যেহেতু আমার তিন ভাইবোন অলরেডি ছিলেন।
অপুর কাকা ছিলেন তার কাছের মানুষ। নিজের সমস্ত আবদার রাখতেন কাকার কাছে।
তিনি বলেন, কাকা আমার সবকিছু। একদম স্কুল থেকে সবকিছু। বাবাও ভালোবাসেন; কিন্তু আমার সমস্ত আবদার ছিল কাকার কাছে।
দীর্ঘদিন ধরে পর্দায় আসছে না অপুর নতুন
কোনো সিনেমা। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল তার সিনেমা ‘ট্র্যাপ’ ও ‘ছায়াবৃক্ষ’।
কোনো সিনেমা। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল তার সিনেমা ‘ট্র্যাপ’ ও ‘ছায়াবৃক্ষ’।



