বরখাস্ত কর্মীদের সুসংবাদ দিল মার্কিন আদালত – ইউ এস বাংলা নিউজ




বরখাস্ত কর্মীদের সুসংবাদ দিল মার্কিন আদালত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ | ১০:১৪ 52 ভিউ
ক্ষমতায় আসার পর গণহারে কর্মীদের ছাঁটাই করেছে মার্কিন প্রশাসন। তবে এ সব কর্মীদের সুখবর দিয়েছেন মার্কিন আদালত। তাদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ( ১৪ মার্চ) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনকে ১৯টি সরকারি এজেন্সি থেকে ছাঁটাই করা হাজার হাজার প্রবেশনারি কর্মীকে পুনর্বহালের নির্দেশ দেয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের জেলা বিচারকরা বৃহস্পতিবার এ আদেশ দেন। চলতি সপ্তাহের মধ্যেই তাদের দ্বিতীয় দফার কর্মী ছাঁটাইয়ের নির্দেশনা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। তার আগেই আদালত এ নির্দেশনা দিয়েছেন। বিচারকরা জানান, ট্রাম্প প্রশাসনের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। ফলে আপাতত কর্মীদের বহাল করতে হবে। মেরিল্যান্ডের জেলা বিচারক জেমস ব্রেডার নির্দেশনায় বলেন,

যে ১৮ এজেন্সি প্রবেশনারি কর্মীদের ছাঁটাই করেছে তাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ছাঁটাই করার নিয়ম মানা হয়নি। বিচারক ইউএসএইড, ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো, পরিবেশ সুরক্ষা এজেন্সিসহ অন্য এজেন্সির কর্মীদের আবার নিয়োগ দিতে বলেছে। প্রশাসনের দাবি, প্রত্যেক কর্মীর কাজের বিচার করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিচারপতিরা এই যুক্তির সঙ্গে একমত হতে পারেননি। কেননা তাদের সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের কাজের আরও এক বছর মেয়াদ রয়েছে। তারা নতুন ভূমিকায় দীর্ঘস্থায়ী ভিত্তিতে কাজ করতে পারতেন। ব্রেডার বলেন, যেভাবে ছাঁটাই করা হয়েছে তাতে প্রত্যেক কর্মীর কাজের বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে হয়নি। ক্যালিফোর্নিয়ার জেলা বিচারক উইলিয়াম অ্যালসাপ বলেন, মেরিল্যান্ডে প্রতিরক্ষা, কৃষি, স্বরাষ্ট্র, রাজস্বের মতো আটটি মন্ত্রণালয়ের

সঙ্গে যুক্ত কর্মীদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার কর্মী কমাতে পারে। কিন্তু এজন্য যুক্তি ও সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। পার্সোনাল ম্যানেজমেন্ট অফিসের নির্দেশ সঠিক নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশের ৬৪ জেলায় হবে ‘মডেল মন্দির’ মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল, বড় দ্বিধায় সৌদি-আমিরাত নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী ১৯৭৩ সালে বিমান ছিনতাই করেছিলেন ইসরায়েলের কর্মকাণ্ড কীভাবে সহ্য করছে আমিরাত? শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল মেট্রোরেলের টিকিট ব্যবস্থাপনায় ঠিকাদার নিয়োগে নয়ছয় সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার সন্ধ্যা ৭টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে জাকসু নির্বাচনে আরেক কমিশনারের পদত্যাগ সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১০ জনকে হস্তান্তর করল বিএসএফ ইসরায়েলের কর্মকাণ্ড কীভাবে সহ্য করছে আমিরাত? ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে বেজে উঠল সাইরেন এবার ইসরাইলি কূটনীতিককে তলব করল স্পেন দরপত্র ছাড়াই ২ কোটি ৬৬ লাখ টাকার কাজ সম্পন্ন সেই অধ্যক্ষ লুটে নিলেন ৫ কোটি টাকা ৩৮৯ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আনতে তিন চ্যালেঞ্জ চট্টগ্রামে দখল চাঁদাবাজি নিয়ে খুনোখুনি বাড়ছে দখলদাররা গিলে খাচ্ছে কীর্তনখোলা নদী ছাত্র-জনতাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন ইউএনও