ফোনে নারীকে উত্যক্তের জেরে বিএনপির দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নেতা গুলিবিদ্ধ, আহত ১৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫
     ৫:৫২ পূর্বাহ্ণ

ফোনে নারীকে উত্যক্তের জেরে বিএনপির দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নেতা গুলিবিদ্ধ, আহত ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ | ৫:৫২ 88 ভিউ
পাবনার সুজানগরে নারীকে মোবাইল ফোনে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিএনপির দুই গ্রুপের বন্দুকযুদ্ধে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ এ ঘটনায় ভীত সন্তস্ত্র হয়ে পড়েছেন। আজ ৯ই জুলাই, বুধবার দুপুরে সুজানগর পৌরবাজারের নন্দিতা সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। গুলিববদ্ধসহ আহতরা হলেন- সদস্য সচিব শেখ আব্দুর রউফ (৫০), সুজন আলী (৩৫), শেখ মনজেদ আলী (৩০), ইয়াকুব আলী (৫৬), আলহাজ্ব হোসেন (৪০), যুবদল কর্মী মানিক খাঁ (৩৫), সবুজ খাঁ (৩০), আব্দুর রহমান (৪৫),

শাকিল খাঁ (২৫), রিয়াজ খান (২৫), টিক্কা খান (৬০), তুষার (৪০), আসলাম (৪৫), মনজিল (৩০) প্রমুখ। আহতদের মধ্যে ৭ জন পাবনা জেনারেল হাসপাতালে এবং বাকিরা সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এক নারীকে মোবাইল ফোনে উত্যক্তের ঘটনাক কেন্দ্র করে গতকাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবর খাঁর অনুসারী আশিকের মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলেন সদস্য সচিব আব্দুর রউফের ভাতিজা ছাত্রদল নেতা কাউছার ও তার সহযোগীরা। ঘটনাটি সেখানে সমঝোতা হলেও আজ আশিককে আবারও ডেকে নন্দিতা সিনেমা হলের সামনে নিয়ে আসেন কাউছারপন্থীরা। সেখানে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। আশিকের সঙ্গে থাকা ছাত্রদল নেতা সবুজ বাধা দিতে গেলে তাকেও মারধর ও ছুরিকাঘাত

করা হয়। পরবর্তীতে আশিক ও সবুজ পরিবারের সদস্যদের জানালে তাদের পক্ষ থেকে দলবল নিয়ে এসে কাউছারপন্থীদের ওপর হামলা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে যান সদস্য সচিব শেখ আব্দুর রউফ। তিনি উভয়পক্ষকে শান্ত করতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করা হয়। সংঘর্ষ চলাকালে দুই পক্ষে ব্যাপক গোলাগুলি হয়। বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সদস্য সচিব আব্দুর রউফ শেখ ও মজিবর খাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান আলহাজ্ব বলেন, এটি মূলত ব্যক্তিগত ও আঞ্চলিক বিরোধ। দলীয় কোনো বিষয় নয়। এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সুজানগর থানার ওসি মজিবর রহমান বলেন, বিএনপির

স্থানীয় দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আসলে আজকের ঘটনার পেছনে প্রকৃত কারণ কী, তা তদন্তসাপেক্ষে বলা যাবে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ময়মনসিংহের পর এবার রাজবাড়ী: চাঁদাবাজির অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা ‘আই হ্যাভ আ প্ল্যান’: অতীত সন্ত্রাসের ‘ট্রমা’ আর ধোঁকাবাজির নতুন মোড়ক! সৌদি আরবকে কি ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব ছাড়িয়ে যাওয়ার সুযোগ দেবেন ট্রাম্প নার্সিং হোমে বিস্ফোরণ, নিহত ২ যৌন নিপীড়ক এপস্টেইনের উড়োজাহাজে ট্রাম্পের আটবার ভ্রমণ, সঙ্গে ছিলেন কে এপস্টেইন মামলার আরও ১০ লাখের বেশি নথি খুঁজে পাওয়ার কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৭ মাদক ও নারী সংক্রান্ত দ্বন্দ্বে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ মাথাব্যথা সারাতে মাথা কাটার পরামর্শ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজাকারের উত্তরাধিকারীরা পায় উন্নত চিকিৎসা, মুক্তিযোদ্ধারা মারা যায় বিনা চিকিৎসায় হিন্দুদের জ্যান্ত পোড়ানোর পরিকল্পনা, জামায়াত-শিবিরের আগুনে তটস্থ বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ইউনূসকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পষ্ট বার্তা সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেস প্রশাসনের সর্বত্র আদর্শের ছায়া,একদলীয় দখলের অভিযোগ দলীয় পরিচয় থাকলে আইন দরকার হয় না কাজ হয়ে যায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান শেখ হাসিনার শুভ বড়দিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ইউএস বাংলা 24.কম পরিবারের পক্ষ থেকে সবাইকে বড় দিনের শুভেচ্ছার । বাংলাদেশে রাজনৈতিক বন্দি ও মানবাধিকার লঙ্ঘন: ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ ও প্রস্তাব উত্থাপন “বিএনপির ভয়ে এলাকার কেউ সাক্ষী দিতে পারে না, থানার ওসিও ভয়ে নিরব থাকে” — জনতার কথা বাংলাদেশ আওয়ামীলীগ এর সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি জননেত্রী শেখ হাসিনার অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা