ফের বিধ্বস্ত মার্কিন বিমান, ১০ যাত্রী নিহত – ইউ এস বাংলা নিউজ




ফের বিধ্বস্ত মার্কিন বিমান, ১০ যাত্রী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:১২ 4 ভিউ
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রী নিহত হয়েছেন। এতে ১০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এ ক্যাটাগরির বিমানগুলো ছোটো আকারের হয়। এতে ১০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। বেরিং এয়ারের অপারেশন্স বিভাগের পরিচালক ডেভিড ওলসেন বলেন, ‘বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাকলিট থেকে নরটন সাউন্ড এলাকার উদ্দেশে রওনা হয়েছিল উড়োজাহাজটি। উনালাকলিট থেকে নরটন সাউন্ডের দূরত্ব ১৪০ মাইল। যাত্রা শুরুর ৪৫ মিনিটের মধ্যেই উড়োজাহাজটি থেকে রাডারে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। ’ পরে এক সংবাদ

সম্মেলনে মার্কিন কোস্টগার্ড আলাস্কা অঙ্গরাজ্য শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল বলেন, ‘রাডারের রেকর্ড বলছে, সর্বশেষ বিকেল ৩ টা ১৮ মিনিটে সংকেত এসেছিল উড়োজাহাজটি থেকে। আমরা ধারণা করছি, উড়োজাহাজটির ইঞ্জিনে কোনো গুরুতর ত্রুটি ঘটেছিল, যার ফলে এটি বাতাসে ভেসে থাকার ক্ষমতা এবং উড়ার গতি হারিয়ে ফেলে।’ পরবর্তীতে আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণপূর্ব থেকে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় বলে জানান বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল। তিনি বলেন, ‘তাৎক্ষণিকভাবে ধ্বংসাবশেষ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। উড়োজাহাজটি এমনভাবে বিধ্বস্ত হয়েছে, তাতে বাকি ৭ জনের মরদেহ খুঁজে পাওয়া সম্ভব নয়।’ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলাস্কার গভর্নর মাইক ডুনালিভি। এক শোক বার্তায়

তিনি লিখেছেন, ‘আমি এবং আমার স্ত্রী রোজ ডুনালেভি— আমরা বেরিং এয়ার ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় মর্মাহত। নিহত যাত্রীরা, বিমানচালক এবং তাদের স্বজনদের জন্য প্রার্থনা করছি।’ এর আগে গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের মুখোমুখি সংঘর্ষে পাইলটসহ ৬৮ যাত্রীর সবাই নিহত হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস ফের বিধ্বস্ত মার্কিন বিমান, ১০ যাত্রী নিহত উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা ট্রাম্পের সংলাপে বসতে নতুন প্রস্তাব সরকারের, পিটিআইয়ের অবস্থান অনিশ্চিত মার্কেট-কাঁচাবাজারে সন্ত্রাসীদের থাবা ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলা, গাজীপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ ধানমন্ডি ৩২ এ ভাঙচুর নিয়ে যা বললেন সোহেল তাজ বইমেলা হয়ে উঠবে জীবন মেলা ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়ার দায় সরকার এড়াতে পারে না র‌্যাব-১ এর প্রধান ফটকে অবস্থান ভুক্তভোগীদের ব্রাজিলে ব্যস্ত সড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ২ নেতানিয়াহুর মার্কিন সফর চলাকালেই ৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি চুক্তি আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত এক সপ্তাহে নিউইয়র্ক থেকে ১শ অবৈধ অভিবাসী আটক যুক্তরাষ্ট্র ভ্রমণে মুসলিমপ্রধান দেশের নিষেধাজ্ঞার শঙ্কা নিউইয়র্ক সিটিতে ৩০ বছরে প্রথম গোলাগুলিবিহীন টানা পাঁচ দিন: এনওয়াইপিডি নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি আহত নিউইয়র্ক সিটিতে অপরাধ বাড়ছেই ‘ডিপ স্টেট’ ভেঙে দিতে যে পরিকল্পনায় ট্রাম্প! ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে নিজ দলেই বিভক্তি!