ফের টেইলর সুইফটকে নিয়ে ট্রাম্পের মশকরা – ইউ এস বাংলা নিউজ




ফের টেইলর সুইফটকে নিয়ে ট্রাম্পের মশকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২৫ 86 ভিউ
বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় পপতারকা টেইলর সুইফট। এমনকি নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রও এর ব্যতিক্রম নয়। কিন্তু যুক্তাষ্ট্রের স্থানীয় সময় গত রোববার যে বিভীষিকাময় রাত অতিবাহিত হয়েছে টেইলরের জীবনে তা হয়তো তিনি নিজের স্মৃতি থেকে পুরোপুরি মুছে ফেলতে চাইবেন। ওই রাতে দেশটির ফিলাডেলফিয়ায় ‘সুপার বোল’ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সুইফটও। তবে ম্যাচ শেষ হতে না হতেই এই পপ তারকাকে দর্শকদের থেকে দুয়োধ্বনি শুনতে হয়েছে। ফক্স নিউজের এক খবরে বলা হয়, কানসাস সিটি চিফ-এর সমর্থক টেইলর মূলত পছন্দের দল এবং তার প্রেমিক ট্র্র্যাভিস কেলসকে সমর্থন জানাতে স্টেডিয়ামে গিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষ ফিলাডেলফিয়া ঈগলসের কাছে ফাইনালে ৪০-২২ ব্যবধানে হেরে যায় তারা। এতে টানা তৃতীয়বারের

মতো শিরোপা উল্লাস থেকে বঞ্চিত হয় কানসাস সিটি। এমনকি এ সময় মাঠে এসে পছন্দের দলকে সমর্থন শুরুর পর থেকে এই প্রথম কানসাস সিটিকে কোনো নকআউট ম্যাচে হারতে দেখলেন টেইলর। ম্যাচ শেষে এই গায়িকার প্রেমিক ট্র্যাভিস কেলসকেও অনেক বিমূর্ষ দেখা যায়। ফাইনালের শেষ বাঁশি বাজতে না বাজতেই উল্লাসে ফেটে পড়েন ঈগলসের সমর্থকরা। হঠাৎ করেই স্টেডিয়ামের বড় পর্দায় টেইলর সুইফটকে দেখাতেই তাকে দুয়োধ্বনি দিতে শুরু করেন বিজয়ী দলের সমর্থকরা। এমনকি ভক্তরা তাকে আর টিভি সম্প্রচারে না দেখানোর অনুরোধও করেছিলেন। তবে সবকিছুকে ছাপিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যেন আগুনে ঢাললেন ঘি। টেইলরকে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। ট্রাম্প লিখেছেন,

রাতটা কানসাস সিটি চিফের (পরাজিত দল) চেয়েও বেশি কঠিন ছিল টেইলর সুইফটের জন্য। তাকে স্টেডিয়ামের সবাই দুয়োধ্বনি দিয়েছে। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন (এমএজিএ)’ ভীষণ ক্ষমাহীন।’ এদিকে এমন ঘটনার পরপরই বিষয়টি নেট দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। বিষয়টি টেইলর-ট্র্যাভিসের সম্পর্ককে বিচ্ছেদের দিকে প্রভাবিত করে কি না এ নিয়েও নিজেদের শঙ্কা প্রকাশ করেছেন তাদের ভক্ত-অনুরাগীরা। এর আগে গত বছর সেপ্টেম্বরেও টেইলর সুইফটের প্রতি বিদ্বেষ প্রকাশ করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছিলেন, আমি টেইলর সুইফটকে ঘৃণা করি! ১০ সেপ্টেম্বর ট্রাম্প এবং ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রথম টেলিভিশন বিতর্ক শেষ হওয়ার পরপরই টেইলর সুইফট খোলাখুলি কমলার প্রতি তার সমর্থনের কথা জানিয়ে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চার ‘কুতুবের’ হাতে জিম্মি ইআবির নিয়োগ-প্রশাসন ভাঙ্গা উপজেলা পরিষদে ভাঙচুর ও আগুন মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান ইরানের নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু আমেরিকার সঙ্গে জোট কখনো এত শক্তিশালী ছিল না : নেতানিয়াহু হাত না মেলানোয় শাস্তি পাবে ভারত? কী আছে আইসিসির নিয়মে চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ‘আত্মগোপনে’ থেকে ভ্রমণ ভাতা নিচ্ছেন হিসাবরক্ষক এশিয়া কাপের ম্যাচে ভারত-পাকিস্তানের এমনটা করার কারণ কী ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে রওনা দিয়েছে তিউনিসিয়ার প্রথম জাহাজ ফ্রিল্যান্সার সেজে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার সমর্থন ফিরে পাচ্ছে হাসিনার দল, গোয়েন্দা রিপোর্ট নিয়ে ঢাকায় নিরাপত্তা বৈঠকে আলোচনা, উদ্বেগ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে