
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

জনগণের সহযোগিতায় আওয়ামী লীগের মিছিলঃ রাজনৈতিক মহল বলছে ‘অরাজক শাসনামলে সমতা আনতে পারে শুধু আওয়ামী লীগ’

আ.লীগ কার্যালয় ভাঙচুরের পর দখলে নিল এনসিপি

সাংবাদিক তামিম হত্যা মামলার আসামি ‘পলাতক’ বিএনপি নেতা রবি টকশোতে আবারও সরব

কবিরহাটে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১০

বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা

অনিশ্চয়তার পথে রাজনীতি

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছাত্রদলের
ফেনীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত

ফেনীর ফাজিলপুরে জামায়াতে ইসলামীর মহিলা শাখার উঠান বৈঠকে হামলার ঘটনায় স্থানীয় বিএনপির কর্মীদের সাথে শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার সন্ধ্যায় আল আমিন মার্কেট সংলগ্ন একটি বাড়িতে জামায়াতের মহিলা শাখার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে স্থানীয়রা বাধা দেয়।
এ নিয়ে রাত ১০টার দিকে আল আমিন মার্কেটের সামনে সমঝোতা করতে গিয়ে জামায়াতের ইউনিয়ন আমির মাও. আবুল বশরসহ দলটির অন্তত ১০জন আহত হয়েছে বলে জানা গেছে।
জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আ ন ম
আবদুর রহিম জানান, ফাজিলপুর ইউনিয়ন যুবদল নেতা কামরুল ইসলাম ভূঁইয়া এর আগেই নিজের ফেসবুক লাইভে এসে জামায়াতে নারী সমর্থক ও তাঁদের কুরআন তালীম প্রোগ্রাম প্রতিহতের ঘোষণা দেন। এ হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর সবুজ ও সদস্য সচিব গিয়াস উদ্দিনকে দায়ি করে জামায়াতের এ নেতা। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ফাজিলপুরে মহিলা জামায়াতের তালিমে কোন হামলা নয়, সেখানে স্থানীয় মহিলারা বাধা দিয়েছেন। বরং জামায়াত-শিবিরের হামলায় বিএনপির ১৫নেতাকর্মী আহত হয়েছেন। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ ব্যপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, দুইদলের মধ্যে ঝামেলা ও পরবর্তীতে সমোঝোতার বিষয়টি তিনি শুনেছি। লিখিত অভিযোগ পেলে
ব্যবস্থা নেওয়া হবে।
আবদুর রহিম জানান, ফাজিলপুর ইউনিয়ন যুবদল নেতা কামরুল ইসলাম ভূঁইয়া এর আগেই নিজের ফেসবুক লাইভে এসে জামায়াতে নারী সমর্থক ও তাঁদের কুরআন তালীম প্রোগ্রাম প্রতিহতের ঘোষণা দেন। এ হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর সবুজ ও সদস্য সচিব গিয়াস উদ্দিনকে দায়ি করে জামায়াতের এ নেতা। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ফাজিলপুরে মহিলা জামায়াতের তালিমে কোন হামলা নয়, সেখানে স্থানীয় মহিলারা বাধা দিয়েছেন। বরং জামায়াত-শিবিরের হামলায় বিএনপির ১৫নেতাকর্মী আহত হয়েছেন। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ ব্যপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, দুইদলের মধ্যে ঝামেলা ও পরবর্তীতে সমোঝোতার বিষয়টি তিনি শুনেছি। লিখিত অভিযোগ পেলে
ব্যবস্থা নেওয়া হবে।