ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মধ্যরাতে জারাকে নিয়ে সারজিসের ফেসবুক পোস্টে চমক
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা
বিএনপির মনোনয়ন পাননি নেতা, প্রতিবাদে দুই কিলোমিটার জুড়ে মানববন্ধন সমর্থকদের
৫২২ ঘণ্টা অনশন করলেও কিছু করার নেই— তারেকের উদ্দেশে ইসি সচিব
বিএনপি-গণঅধিকারের ৬৪ নেতাকর্মীর জামায়াতে যোগদান
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বোয়ালমারী রণক্ষেত্র
ফেনীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত
ফেনীর ফাজিলপুরে জামায়াতে ইসলামীর মহিলা শাখার উঠান বৈঠকে হামলার ঘটনায় স্থানীয় বিএনপির কর্মীদের সাথে শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার সন্ধ্যায় আল আমিন মার্কেট সংলগ্ন একটি বাড়িতে জামায়াতের মহিলা শাখার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে স্থানীয়রা বাধা দেয়।
এ নিয়ে রাত ১০টার দিকে আল আমিন মার্কেটের সামনে সমঝোতা করতে গিয়ে জামায়াতের ইউনিয়ন আমির মাও. আবুল বশরসহ দলটির অন্তত ১০জন আহত হয়েছে বলে জানা গেছে।
জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আ ন ম
আবদুর রহিম জানান, ফাজিলপুর ইউনিয়ন যুবদল নেতা কামরুল ইসলাম ভূঁইয়া এর আগেই নিজের ফেসবুক লাইভে এসে জামায়াতে নারী সমর্থক ও তাঁদের কুরআন তালীম প্রোগ্রাম প্রতিহতের ঘোষণা দেন। এ হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর সবুজ ও সদস্য সচিব গিয়াস উদ্দিনকে দায়ি করে জামায়াতের এ নেতা। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ফাজিলপুরে মহিলা জামায়াতের তালিমে কোন হামলা নয়, সেখানে স্থানীয় মহিলারা বাধা দিয়েছেন। বরং জামায়াত-শিবিরের হামলায় বিএনপির ১৫নেতাকর্মী আহত হয়েছেন। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ ব্যপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, দুইদলের মধ্যে ঝামেলা ও পরবর্তীতে সমোঝোতার বিষয়টি তিনি শুনেছি। লিখিত অভিযোগ পেলে
ব্যবস্থা নেওয়া হবে।
আবদুর রহিম জানান, ফাজিলপুর ইউনিয়ন যুবদল নেতা কামরুল ইসলাম ভূঁইয়া এর আগেই নিজের ফেসবুক লাইভে এসে জামায়াতে নারী সমর্থক ও তাঁদের কুরআন তালীম প্রোগ্রাম প্রতিহতের ঘোষণা দেন। এ হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর সবুজ ও সদস্য সচিব গিয়াস উদ্দিনকে দায়ি করে জামায়াতের এ নেতা। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ফাজিলপুরে মহিলা জামায়াতের তালিমে কোন হামলা নয়, সেখানে স্থানীয় মহিলারা বাধা দিয়েছেন। বরং জামায়াত-শিবিরের হামলায় বিএনপির ১৫নেতাকর্মী আহত হয়েছেন। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ ব্যপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, দুইদলের মধ্যে ঝামেলা ও পরবর্তীতে সমোঝোতার বিষয়টি তিনি শুনেছি। লিখিত অভিযোগ পেলে
ব্যবস্থা নেওয়া হবে।



