ফুলগাজী সীমান্তে ২৭ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫
     ৫:০৯ পূর্বাহ্ণ

ফুলগাজী সীমান্তে ২৭ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ | ৫:০৯ 90 ভিউ
ফুলগাজীর বিভিন্ন সীমান্তে ভারত থেকে আসা ২৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ভোরে উপজেলার আমজাদহাট ইউনিয়নের খেজুরিয়া, মুন্সীরহাট ইউনিয়নের কমুয়া ও সদর ইউনিয়নের সোনারপুর সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে সাতজন নারী ও ১০ জন শিশু রয়েছে। তাঁদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। তাঁদের কাছে বিদেশ যাওয়ার কোনো কাগজপত্র (ভিসা-পাসপোর্ট) নেই। কাজের সন্ধানে তাঁরা গতা ৫ ও ১০ বছর পূর্বে ভারতে গিয়েছিলেন। আটককৃতরা আরও জানান, ভারতেের হরিয়ানা রাজ্যের খরগোদা এলাকায় তাঁরা বসবাস করে আসছেন। দীর্ঘ বছর যাবৎ সেখানে ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করে আসছেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন। কমুয়া বিওপি ক্যম্পের বিজিবি সদস্য সাইফুল ইসলাম জানান,

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ট্রাকে করে তাঁদের সীমান্তে নিয়ে আসে এবং বাংলাদেশের ভেতরে ঠেলে দিয়েছেন। বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরা জেলার বীর সিং ক্যাম্পের বিএসএফ বাংলাদেশের ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের খেজুরিয়া সিমান্ত এলাকায় ১২ জন, ভারতীয় সীমান্ত নিপেন নগর ৪৩ বিএসএফ ক্যাম্পের বিএসএফ বাংলাদেশ সীমান্ত মুন্সীরহাট ইউনিয়নের কমুয়া ও সোনাপুর সীমান্তে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেন। সীমান্ত পার হওয়ার পর তাঁদের আটক করে বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। পরে সকালে তাঁদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে গত ১৫ বছর ধরে ভারতের হরিয়ানা রাজ্যের খরগোদা এলাকায় বসবাস করতেন ছকের আলী (৬০) নামে এক ব্যক্তি। তিনি সেখানে একটি ইটভাটায়

কাজ করতেন। তিনি বলেন, ভারতে বাংলাদেশের চেয়েও খারাপ পরিস্থিতি। মালিকরা ঠিক মতো বেতন পরিশোধ করতেননা। মালিকের নিকট টাকা পয়সা চাইলেই দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিতেন। মিলন (৫৫) নামে অপর আরেক ব্যক্তি জানান, বিএসএফ তাঁদের কাছ থেকে ভারতীয় মুদ্রাসহ মুঠোফোন রেখে দিয়েছেন। তাদেরকে জনপ্রতি বাংলাদেশি মুদ্রা ২০০ টাকা করে পকেটে দিয়ে বর্ডার দিয়ে তাদের ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেন। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, সীমান্ত থেকে নারী ও শিশুসহ ২৭ জনকে আটক করেছে বিজিবি। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তাঁদের বাড়ি বাংলাদেশে। তিনি বলেন, পুলিশ তাদের নিরাপত্তার বিষয়টি দেখছেন। বর্তমানে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছেন।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম জানান, আটককৃত ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি থানা পুলিশ দেখছেন। বর্তমানে পরিচয় শনাক্ত করার পক্রিয়া চলছে। আপাতত তাঁদেরকে স্হানীয় একটি বিদ্যালয়ের কক্ষে রাখা হয়েছে। সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্হা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্রামেগঞ্জে ছাত্রদলের নিপীড়নে নারীরা অতিষ্ট ব্রিটিশ কোম্পানি হাউজের নথিতে তারেক রহমানের নাগরিকত্ব ‘ব্রিটিশ’: দ্বৈত নাগরিকত্ব ও নির্বাচনে যোগ্যতা নিয়ে নতুন বিতর্ক ‘বিডিআর বিদ্রোহের তদন্ত করেছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এখন সব উল্টে দিচ্ছেন’—ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনা ‘বিডিআর বিদ্রোহের তদন্ত করেছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এখন সব উল্টে দিচ্ছেন’—ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনা বিয়ের প্রলোভনে ব্র্যাক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: এবি পার্টি নেতা ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে মামলার নির্দেশে জনমনে তীব্র ক্ষোভ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার: অস্ট্রিয়া ও ফ্রান্স সফর করলেন সিজিএস লে. জেনারেল মিজানুর রহমান শামীম ‘শীতের রাতে বৃদ্ধ বাবা-মা ও নারীদের বিরক্ত না করলেও পারতেন’: জাকির শেখ হাসিনার জাদুকরী নেতৃত্ব: এক যুগে দারিদ্র্য থেকে মুক্তি পেল আড়াই কোটি মানুষ, বিশ্বব্যাংকের প্রতিবেদনে ঐতিহাসিক সাফল্যের চিত্র স্থায়ী অবকাঠামো নির্মাণের মুখে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তায় ব্যর্থ সরকার: স্থানীয়দের মাঝে উদ্বেগ স্থায়ী অবকাঠামো নির্মাণের মুখে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তায় ব্যর্থ সরকার: স্থানীয়দের মাঝে উদ্বেগ ডিজিটাল ফোরাম থেকে টিটিপি নিয়োগ নেটওয়ার্ক সাইবার ফাঁদ ভিশিং গাজায় কমলেও পশ্চিম তীরে ইসরায়েলি নিপীড়ন বেড়েছে পাহাড়ে শান্তি ফেরাতে চুক্তি বাস্তবায়নই একমাত্র পথ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষকদের সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা লটারির মাধ্যমে দেশের ৫২৭ থানার ওসি পদে রদবদল উত্তরের দুই জেলায় শীতের প্রকোপ ইংলিশ ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ