ফিরে দেখা ২৮ সেপ্টেম্বর ২০২৪: যা কিছু ঘটেছিল এদিন – ইউ এস বাংলা নিউজ




ফিরে দেখা ২৮ সেপ্টেম্বর ২০২৪: যা কিছু ঘটেছিল এদিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:৩২ 42 ভিউ
‘রিসেট বাটন পুশ, এভরিথিং ইজ গন!’- ড. ইউনূস পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত ঘোষনার দাবী ১। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস গত ২৭শে সেপ্টেম্বর, শুক্রবার জাতিসংঘে সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে সাক্ষাৎকার দেন। ভয়েস অব আমেরিকার জন্য সাক্ষাৎকারটি নেন আনিস আহমেদ। পাকিস্তানের সাথে দৃশ্যমান সম্পর্ক উন্নয়নের প্রেক্ষাপটে আনিস আহমেদ প্রশ্ন তুলেন ১৯৭১ সালের গণহত্যা বিষয়ে। ড. ইউনূস বলেন- “সেটা পৃথক বিষয়। সেটা পাকিস্তানের সঙ্গে কিভাবে হবে…কিন্তু সার্ক প্রতিষ্ঠিত সত্য। সেই সত্যকে আমরা মেনে…আমরা চাই যে সার্ক শক্তিশালী প্রতিষ্ঠান হোক। সবাই একসঙ্গে কাজ করুক। সেখানে ভারত থাক, পাকিস্তান থাক। যত দেশ আছি, সবাই সমানভাবে

থাকি। আমরা চাচ্ছিলাম তেমন সুযোগ যদি আসে, আমরা সার্কভুক্ত সরকারপ্রধানেরা একসঙ্গে একটা ছবি তুললাম। এটাও একটা সুন্দর বার্তা সবার কাছে যেত। কিন্তু সেটা সম্ভব হয়নি। হয়তো ভবিষ্যতে যাতে সম্ভব হয়, সে চেষ্টা আমি করে যাব।” এক পর্যায়ে তাঁকে প্রশ্ন করা হয়- “ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘর ৫ই আগস্টের পর বিনষ্ট করা হলো। ১৫ই আগস্টে সরকারি যে ছুটি ছিল, সেটাও আপনার সরকার বাতিল করেছে। বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও হচ্ছে। আবার অনেকেই বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁরা ফ্যাসিবাদের আইকন হিসেবে দেখছেন। তারা বলছেন, এ কারণেই এটা ঘটেছে। দীর্ঘদিন

ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত। এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কী?” চেহারায় স্পষ্ট বিরক্তি এবং কন্ঠে উষ্মা নিয়ে ড. ইউনূস উত্তর দেন- ”আপনি পুরানো দিনের কথাবার্তা বলছিলেন। এর মধ্যে একটি গণ–অভ্যুত্থান ঘটে গেছে, এটা বোধ হয় আপনার স্মরণে নেই। আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেইনি। কাজেই নতুন ভঙ্গিতে যা হচ্ছে, সেটাকে দেখতে হবে তো। কত ছেলে প্রাণ দিল, সেটা নিয়ে আপনার প্রশ্ন নেই। কেন প্রাণ দিল। সেগুলো আসুক। কাজেই প্রথমে স্বীকার করতে হবে যে, ছাত্ররা বলেছে, আমরা রিসেট বাটন পুশ করেছি। এভরিথিং ইজ গন। অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব।

দেশের মানুষও তা চায়। নতুন ভঙ্গিতে চলার জন্য যেটা আছে, সেটা আমাদের সংস্কার করতে হবে।” ২। অবশেষে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশে এটি বাতিল করা হয়। গত ১৫ই সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনে ১০ সদস্যের কমিটি গঠন করে। এতে প্রধান করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খ.ম. কবিরুল ইসলামকে। কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফার নাম উল্লেখ করে, ‘চিহ্নিত ইসলাম ও দেশবিরোধী ব্যক্তি’দের দ্রুত অপসারণ এবং দেশপ্রেমী মুসলিম সমাজের প্রতিনিধিত্বশীল শিক্ষাবিদদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছিলেন আলেমেরা। জামালপুরে এক সভায় খেলাফত

মজলিস নেতা মামুনুল হক অভিযোগ করেছিলেন “শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে তার মধ্যে সমকামিতার প্রমোটকারী রয়েছেন”। ৩। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত ঘোষণা করার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী। ২৭শে সেপ্টেম্বর, শুক্রবার সংগঠনের সভাপতি দিলীপ রায় এবং সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত এই প্ল্যাটফর্ম এখনো চলমান রাখা অযৌক্তিক দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ”বর্তমানে এই প্ল্যাটফর্মটি একটি কর্তৃত্ববাদী জায়গা পৌঁছেছে। এখন এই প্ল্যাটফর্মের নামে সারাদেশে যা যা চলছে তা মূলতই গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষাকে ভূলন্ঠিত করছে।” তারা আরও বলেন, ”বর্তমান সময়ে এসে এই প্ল্যাটফর্মটিকে সরকারদলীয় ছাত্র সংগঠনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই

প্ল্যাটফর্মের সমন্বয়ক আনসারদের আন্দোলনে শিক্ষার্থীদের ডেকে নিয়ে এসে আনসার – শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করায় এবং যা পরবর্তীতে সংঘর্ষে রূপান্তরিত হয়। এমন কাজ বিগত ছাত্রলীগের নেতৃবৃন্দের করতে দেখেছি। এছাড়াও আমরা দেখতে পাই সমন্বয়করা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজেদেরকে কর্তৃত্বের এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শপথ বাক্য পাঠ করাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক পরিচয়ে প্রশাসনের নানান সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করারও সংবাদ আমারা দেখেছি। শুধু তা-ই নয়, তারা গ্যাং কিলিংয়ে মদদ দিয়েছে, রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে সারাদেশে ঘুরে বেড়িয়েছে একান্তই নিজস্ব রাজনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নের জন্য।” নেতৃবৃন্দ প্ল্যাটফর্মটির বিলুপ্তির দাবি জানিয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানান, ”সারাদেশে যা কিছু ঘটছে তা আমাদেরকে আতঙ্কিত করছে। স্পষ্ট করে তুলছে রাষ্ট্রেরই একটা

অংশ গণঅভ্যুত্থানের সাথে বেঈমানী করার পায়তারা চালাচ্ছে। ফলে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে লড়াই সে লড়াইয়ে সকল শ্রেণি পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আগামীদিনে জোরদার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।” সুত্রঃ প্রথম আলো, ৩ অক্টোবর ২০২৪। ঢাকা ট্রিবিউন, ২৮ সেপ্টেম্বর ২০২৪। সমকাল, ২৯ সেপ্টেম্বর ২০২৪

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জন্য দুঃসংবাদ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই আসছে বাজারে সবজির সেঞ্চুরি: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিতে ধাক্কা, বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি: ভয়াবহ সংকটে অর্থনীতি পুলিশি বাধায় চারুকলার পর গেণ্ডারিয়াতেও পণ্ড ‘শরৎ উৎসব’: ১৯ বছরের ধারাবাহিকতায় ছেদ তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা আওয়ামী লীগ কি সশস্ত্র সংগ্রাম করবে? কারাবন্দীদের উপর নির্যাতন: সংবিধান ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি বেবিচকের এ কেমন সংস্কার! দুদকের মামলার একদিন পরই আসামী উল্টো পুরস্কৃত, পেলেন আরও বড় দায়িত্ব নৃশংস বর্বরতা আর নরকীয়তার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হল – নূরুল মজিদ হুমায়ূনের নিথর দেহে হাতকড়া লাগিয়ে। ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো? শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ১৯ বছর ধরে ইসরায়েলে বন্দি কে এই ‘দ্বিতীয় ইয়াহিয়া সিনওয়ার’? হংকংয়ের কাছে হেরেও যে সমীকরণে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার