ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা
মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক
গোবিন্দগঞ্জে চা দোকানিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪
মুন্সীগঞ্জে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ: শিক্ষককে গণপিটুনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন
চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম
ছাত্রের ‘যৌন নিপীড়নের’ মামলায় ঢাবি শিক্ষক কারাগারে
প্ল্যাটফর্মে বসে ইনজেকশনে মাদক সেবন, ট্রেন আসতেই যুবকের ঝাঁপ
টাঙ্গাইলের ভূঞাপুরে ইনজেকশনের মাধ্যমে মাদক সেবন করছিলেন রাকিব নামে এক যুবক। স্টেশনে ট্রেন আসতেই নিচে ঝাঁপ দেন ওই যুবক। বুধবার বিকাল ৫টায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রাকিব নামে ওই যুবকের মৃত্যু হয়েছে।
স্টেশন সূত্রে জানা যায়, বুধবার বিকালে কালিহাতী উপজেলার সোনাকান্দর গ্রামের তৈয়ব ফকিরের ছেলে রাকিব (২৬) ভূঞাপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে বসে ছিলেন। তিনি ইনজেকশনের মাধ্যমে মাদক সেবন করছিলেন। পরে জামালপুর থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ভূঞাপুর স্টেশনে পৌঁছার সঙ্গে সঙ্গেই ট্রেনের নিচে ঝাঁপ দেন ওই যুবক। মুহূর্তেই তার দেহ থেকে হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে রেলস্টেশন কর্তৃপক্ষ রেলওয়ে পুলিশকে অবহিত করেন। ঘটনাস্থলে ভূঞাপুর থানা পুলিশ
সদস্যরাও উপস্থিত ছিলেন। ভূঞাপুর রেলওয়ে স্টেশনমাস্টার আব্দুল কাদের বলেন, যুবকটি মাদকাসক্ত ছিল। ট্রেন আসার সঙ্গে সঙ্গেই ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে। এতে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে লাশটি উদ্ধার করে আইনগত পদক্ষেপ শেষে পরিবারের কাছে হস্তান্তর করবে।
সদস্যরাও উপস্থিত ছিলেন। ভূঞাপুর রেলওয়ে স্টেশনমাস্টার আব্দুল কাদের বলেন, যুবকটি মাদকাসক্ত ছিল। ট্রেন আসার সঙ্গে সঙ্গেই ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে। এতে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে লাশটি উদ্ধার করে আইনগত পদক্ষেপ শেষে পরিবারের কাছে হস্তান্তর করবে।



