পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার ২ – ইউ এস বাংলা নিউজ




পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ | ১০:৪৮ 2 ভিউ
রাজবাড়ীতে হত্যা মামলার আসামিদের বাড়ি ভাঙচুরে বাধা দেওয়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেনের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। গ্রেফতাররা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. মনির হোসেন মোল্লা ওরফে বড় মনির ও এজাহার নামীয় ২নং আসামি মো. মোসলেম মোল্লা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রোববার (১৮ মে) বিকালে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামে রুপল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীদের কিছু লোক রুপল হত্যা মামলার এজাহারনামীয় আসামিদের বাড়িঘর ভাঙচুর শুরু করেন। পরে

সেখানে অবস্থানরত এসআই সাব্বির হোসেন এবং এএসআই শেখ আবুল হাশেম বাধা দেওয়ার চেষ্টা করেন। ওই সময় উত্তেজিত লোকজন হত্যা মামলার এজাহরনামীয় আসামি মো. মোক্তার বিশ্বাসের বাড়ির সামনে থেকে মো. মনির হোসেন মোল্লা ও মো. মোসলেম মোল্লাসহ অন্য আসামিরা লাঠি ও ইট দিয়ে তাদের ওপর আক্রমণ করেন। এতে এসআই সাব্বির হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে দুইজনকে আটক করে পুলিশ। পরে সোমবার (১৯ মে) এসআই সাব্বির হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা

দায়ের করেন। মামলায় দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, সদর থানার এসআই সাব্বির হোসেনের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের হলে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। ওই এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় মোটর চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় রাজাপুর গ্রামের ভ্যানচালক দিনমজুর রুপল শেখকে (২৭)। এ ঘটনায় ওই রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে সদর থানায়

মামলা দায়ের করেন। শনিবার ভোরে মামলার চার আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার ২ যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫ শতাংশ কর, বিপাকে ভারতীয়রা বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে: সালাহউদ্দিন আহমেদ এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায় নুসরাত ফারিয়ার গ্রেফতারের বিষয়টি বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে: এনসিপি পুতিনের সঙ্গে ফোনালাপ, ইউক্রেন যুদ্ধ অবসানে আশাবাদী ট্রাম্প ‘সেঞ্চুরিয়ান’ ইমনের একাদশে না থাকার কারণ জানা গেল মতভিন্নতা নিয়ে শিগগিরই দ্বিতীয় ধাপের আলোচনা :আলী রীয়াজ প্রায় ১০০ পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে আটকা শেকৃবিতে সাদা দলের নতুন কমিটি ঘোষণা শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার কারিনাকে কনসার্ট মিস করার কষ্ট ভুলিয়ে দিলেন স্বামী-ছেলে ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার নারী সেনা কর্মকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মন্ত্রীকে আদালতের হুঁশিয়ারি ‘বিয়ারিং কাজ না করায়’ উড়োজাহাজের চাকা খুলে যায়: বিমান এনবিআর দুভাগ করার প্রক্রিয়া সঠিক নয়: দেবপ্রিয় ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধসে হতাহত ৪, নিখোঁজ ১৯ আমিরাতের বিপক্ষে বাড়তি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, জানা গেল সূচি সামান্থার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে রাজের স্ত্রীর রহস্যঘেরা পোস্ট