
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

প্রায় ১০০ পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে আটকা

শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার

আড়াইহাজারে শিশুকে ধর্ষণ চেষ্টায় মামলা

কুমারখালীতে ত্রিমুখী সংঘর্ষে দোকান কর্মচারী নিহত

কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৩ নেতা কারাগারে

যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ

কালও বিক্ষোভের ডাক ইশরাক সমর্থকদের
পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার ২

রাজবাড়ীতে হত্যা মামলার আসামিদের বাড়ি ভাঙচুরে বাধা দেওয়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেনের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
গ্রেফতাররা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. মনির হোসেন মোল্লা ওরফে বড় মনির ও এজাহার নামীয় ২নং আসামি মো. মোসলেম মোল্লা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রোববার (১৮ মে) বিকালে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামে রুপল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীদের কিছু লোক রুপল হত্যা মামলার এজাহারনামীয় আসামিদের বাড়িঘর ভাঙচুর শুরু করেন। পরে
সেখানে অবস্থানরত এসআই সাব্বির হোসেন এবং এএসআই শেখ আবুল হাশেম বাধা দেওয়ার চেষ্টা করেন। ওই সময় উত্তেজিত লোকজন হত্যা মামলার এজাহরনামীয় আসামি মো. মোক্তার বিশ্বাসের বাড়ির সামনে থেকে মো. মনির হোসেন মোল্লা ও মো. মোসলেম মোল্লাসহ অন্য আসামিরা লাঠি ও ইট দিয়ে তাদের ওপর আক্রমণ করেন। এতে এসআই সাব্বির হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে দুইজনকে আটক করে পুলিশ। পরে সোমবার (১৯ মে) এসআই সাব্বির হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা
দায়ের করেন। মামলায় দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, সদর থানার এসআই সাব্বির হোসেনের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের হলে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। ওই এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় মোটর চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় রাজাপুর গ্রামের ভ্যানচালক দিনমজুর রুপল শেখকে (২৭)। এ ঘটনায় ওই রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে সদর থানায়
মামলা দায়ের করেন। শনিবার ভোরে মামলার চার আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
সেখানে অবস্থানরত এসআই সাব্বির হোসেন এবং এএসআই শেখ আবুল হাশেম বাধা দেওয়ার চেষ্টা করেন। ওই সময় উত্তেজিত লোকজন হত্যা মামলার এজাহরনামীয় আসামি মো. মোক্তার বিশ্বাসের বাড়ির সামনে থেকে মো. মনির হোসেন মোল্লা ও মো. মোসলেম মোল্লাসহ অন্য আসামিরা লাঠি ও ইট দিয়ে তাদের ওপর আক্রমণ করেন। এতে এসআই সাব্বির হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে দুইজনকে আটক করে পুলিশ। পরে সোমবার (১৯ মে) এসআই সাব্বির হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা
দায়ের করেন। মামলায় দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, সদর থানার এসআই সাব্বির হোসেনের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের হলে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। ওই এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় মোটর চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় রাজাপুর গ্রামের ভ্যানচালক দিনমজুর রুপল শেখকে (২৭)। এ ঘটনায় ওই রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে সদর থানায়
মামলা দায়ের করেন। শনিবার ভোরে মামলার চার আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।