পশ্চিম তীরে আবারও ‘অভিযান’ চালানোর নির্দেশ নেতানিয়াহুর – ইউ এস বাংলা নিউজ




পশ্চিম তীরে আবারও ‘অভিযান’ চালানোর নির্দেশ নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫৮ 33 ভিউ
অধিকৃত পশ্চিম তীরে আবারও সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তেল আবিবের উপকণ্ঠের বাত ইয়াম শহরে তিনটি বাস বিস্ফোরণ হওয়ার প্রতিক্রিয়ায় শুক্রবার এই নির্দেশনা দেন তিনি। ইসরাইলি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দেশটির বাত ইয়ামের বিভিন্ন স্থানে তিনটি বাসে বিস্ফোরণ ঘটেছে এবং আরও দুটি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এই হামলার জন্য ‘ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ দায়ী করেছেন। বাস বিস্ফোরণের এই ঘটনাকে কেন্দ্র করে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছে ইসরাইল। আর সেই বৈঠকে পশ্চিম তীরে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর পাশাপাশি অন্য শহরগুলোতেও নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে, এক বিবৃতিতে জানিয়েছে নিতেনিয়াহু অফিস। এক্স মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা

হয়েছে, ‘প্রধানমন্ত্রী আইডিএফ-কে (ইসরাইলি সামরিক বাহিনী) পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলের সন্ত্রাসী ঘাঁটিতে তীব্র অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।’ এ ছাড়া ইসরাইলি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে ইসরাইলের শহরগুলোর সন্ত্রাসবিরোধী প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে বলেছেন নেতানিয়াহু। ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলের পুলিশ কমান্ডার হাইম সারগারফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিস্ফোরণে ব্যবহৃত ডিভাইসগুলো পশ্চিম তীর থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানিয়েছেন, পশ্চিম তীরের বিশেষ করে তুলকারেম শরণার্থীশিবিরে সামরিক অভিযান আরও বাড়ানো হবে। ইসরাইলি সেনাবাহিনী কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরের বিভিন্ন শহর ও শরণার্থীশিবিরে প্রতিদিন অভিযান চালাচ্ছে। এসব অভিযানে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছে, ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখ্য, এএফপি ও ফিলিস্তিনি স্বাস্থ্য

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতকারীদের হামলায় কমপক্ষে ৮৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মা হচ্ছেন রাধিকা, দাদা হচ্ছেন আম্বানি নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে: আমির খসরু ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ বেন-গুরিয়ন বিমানবন্দর ‘প্রতিভা আর অদম্য মনোবল ছাড়া পেছনে কেউ ছিল না’ বলিউডে রেকর্ড পারিশ্রমিক দীপিকার কোনো ম্যাচ না খেলেই আমিরাত থেকে দেশে ফিরছেন নাসুম বিএমইউতে ক্যানসার রোগীদের জন্য রেডিওথেরাপি পুনরায় চালু পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, ভারতে নারী ব্লগার গ্রেফতার টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ২১ ‘বলেন তো, আপনার স্বামী কয়জন’, মমতাজকে পিপি ৭৩-পূর্ব সীমানার ভিত্তিতে নির্বাচনের দাবি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত ভারতের সেনাবাহিনী ‘কাগুজে বাঘ’ গাজায় অব্যাহত ইসরাইলি হামলা, নিহত আরও ৫৯ দুপুরের মধ্যে পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস আসছে বৈদেশিক ঋণের ২০০ নতুন প্রকল্প