ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শাড়ি পরে দুঃসাহসিক স্টান্ট, বড় চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন সামান্থা
ইনসাফ কায়েমে বেইনসাফের জায়গা নাই, প্ল্যাকার্ড হাতে রাস্তায় শিল্পীরা
চুম্বন বিতর্কে রাকেশ বললেন, এসব হাস্যকর
৪০০ বছরের পুরনো গল্প, ঈদে মুক্তির দৌড়ে ‘রঙবাজার’
মঞ্চেই হেনস্তার শিকার গায়িকা, থানায় অভিযোগ
‘ব্যথা’ নিয়ে হাজির হলেন বাপ্পা মজুমদার
বিতর্কিত অঙ্গভঙ্গি, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড
পর্দার পেছনের ভিডিও ফাঁস, চাহাত ফতেহ আলীর আচরণে ক্ষুব্ধ মাথিরা
পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপিকা মাথিরার শোতে উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রোষানলে পড়েছেন ক্লাসিক গানের হাস্যরসাত্মক উপস্থাপনার জন্য পরিচিত সংগীত শিল্পী চাহাত ফতেহ আলী খান। শোর পর্দার পেছনের এক ভিডিও ফাঁস হতেই নেটিজেনদের ক্ষোভের শিকার হন চাহাত। যা নিয়ে এবার মুখ খুলেছেন মাথিরা।
চাহাতের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপিকা মাথিরার সঙ্গে অসদাচরণ করেছেন তিনি। যা নিয়ে এবার মুখ খুলেছেন মাথিরা। চাহাতের আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এই উপস্থাপিকা।
শোর পেছনের ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা যায়, মাথিরাকে উষ্ণ অভ্যর্থনা জানান চাহাত। একটি ছবিও তুলেন তারা। তবে এ সময় মাথিরাকে বিব্রতকর অবস্থায় দেখা গেছে। যেখানে পরিষ্কার ছিল মাথিরাকে অনেকটা বাধ্য করেছেন ছবি তুলতে। এছাড়াও ওই সময় চাহাতের বডি
ল্যাঙ্গুয়েজ ছিল অন্যরকম। মাথিরার গায়ে হাত দিয়ে ছবি তোলার বিষয়টিও ভালোভাবে নেয়নি নেটিজেনরা। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে মাথিরার ভক্তরা। ওই সময় মাথিরা ভীত ছিলেন অন্যদিকে বিশ্রী দেখাচ্ছিল চাহাতকে। একজন লিখেছেন, ‘আমি তাকে (মাথিরা) এর আগে কখনও এমন অস্বস্তিকর দেখিনি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষটি ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করলে এ নিয়ে কথা বলেছেন মাথিরা। মাথিরা বলেন, ‘হ্যাঁ, আমি একজন সাহসী ব্যক্তিত্ব, তবে এর অর্থ এই নয় যে আপনি আমাকে দেখলে আমি আপনাকে আলিঙ্গন বা স্পর্শ করতে দেব।’ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মাথিরা আরও বলেন, ‘এটি আমাকে মানুষের সাথে সদয় আচরণ করার বিষয়ে একটি মূল্যবান পাঠ শিখিয়েছে।’
ল্যাঙ্গুয়েজ ছিল অন্যরকম। মাথিরার গায়ে হাত দিয়ে ছবি তোলার বিষয়টিও ভালোভাবে নেয়নি নেটিজেনরা। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে মাথিরার ভক্তরা। ওই সময় মাথিরা ভীত ছিলেন অন্যদিকে বিশ্রী দেখাচ্ছিল চাহাতকে। একজন লিখেছেন, ‘আমি তাকে (মাথিরা) এর আগে কখনও এমন অস্বস্তিকর দেখিনি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষটি ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করলে এ নিয়ে কথা বলেছেন মাথিরা। মাথিরা বলেন, ‘হ্যাঁ, আমি একজন সাহসী ব্যক্তিত্ব, তবে এর অর্থ এই নয় যে আপনি আমাকে দেখলে আমি আপনাকে আলিঙ্গন বা স্পর্শ করতে দেব।’ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মাথিরা আরও বলেন, ‘এটি আমাকে মানুষের সাথে সদয় আচরণ করার বিষয়ে একটি মূল্যবান পাঠ শিখিয়েছে।’



