পয়েন্ট হারানোর জন্য বৃষ্টিভেজা মাঠকে দায়ী করলেন মেসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪
     ৮:২০ পূর্বাহ্ণ

পয়েন্ট হারানোর জন্য বৃষ্টিভেজা মাঠকে দায়ী করলেন মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ | ৮:২০ 132 ভিউ
লিওনেল মেসির আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে। তবে এই ড্রয়ের জন্য দলের বিশ্বকাপ জেতা অধিনায়ক লিওনেল মেসি নিজেদের পারফরম্যান্স নয় ভেনেজুয়েলার মাতুরিনের এস্তাদিও মনুমেন্টাল দে মাতুরিনের মাঠের অবস্থাকে দায়ী করেছেন। শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হওয়া আর্জেন্টিনার চলতি আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর প্রথম বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মেসি মাঠের শোচনীয় অবস্থার জন্য দলের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতা স্বীকার করেন। পয়েন্ট হারানোর জন্য বৃষ্টিভেজা মাঠকে দায়ী করলেন মেসি মাতুরিনে ভারী বৃষ্টির কারণে ম্যাচ শুরুর আগে মাঠের পরিস্থিতি খারাপ হয়ে যায়, যা খেলাটি কিছুটা বিলম্বিত করে। আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে নেন,

কিন্তু দ্বিতীয়ার্ধে ভেনেজুয়েলার সালোমন রন্ডন সমতা ফেরান, যার ফলে দুই দলই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের পর, মেসি টিওয়াইসি স্পোর্টসকে বলেন, ‘খেলা খুবই কঠিন ছিল, মাঠের অবস্থা খুবই বাজে ছিল। আমরা দুইটি পাসও ঠিকমতো করতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান দিক দিয়ে কিছুটা ভালো খেলেছি, কিন্তু এমন মাঠে খেলা অত্যন্ত কঠিন। অনেক কম খেলা হয়েছে।’ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সতীর্থ রদ্রিগো ডি পলও মেসির মত হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে আমরা ফুটবল খেলতে পারিনি।’ যদিও আর্জেন্টিনা ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে রয়েছে, মেসি মাঠের অবস্থা নিয়ে স্পষ্টতই হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, মাঠের অবস্থা তাদের পরিকল্পিত খেলাটি করতে দেয়নি। ‘আমরা

ড্র করেছি কারণ মাঠ আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে দেয়নি,’ মেসি বলেন। ‘আমাদের অন্য ধরনের খেলা খেলতে হয়েছে। আমরা আমাদের প্রস্তুতি অনুযায়ী খেলেছি, লড়াই করেছি, প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়েছি। তবে আমরা পেছনে পাস করে ঝুঁকি নিতে পারিনি। প্রথমার্ধে কিছু পাস পেছনে দিয়েছিলাম, কিন্তু পানিতে বল আটকে যাচ্ছিল, যা আমাদের জন্য জটিল হয়ে উঠেছিল। আমরা যতটুকু সম্ভব পানি সামলে খেলেছি।’ পয়েন্ট হারানোর জন্য বৃষ্টিভেজা মাঠকে দায়ী করলেন মেসি এ ম্যাচটি ছিল মেসির জন্য দীর্ঘ বিরতির পর আর্জেন্টিনার হয়ে প্রথম ম্যাচ। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ১৪ জুলাই, ২০২৪ তারিখে মেসি ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন এবং এরপর তিনি দুই মাস মাঠের বাইরে ছিলেন। ইনজুরির

কারণে ইন্টার মায়ামির কয়েকটি ম্যাচ মিস করেন এবং আর্জেন্টিনার সেপ্টেম্বরের আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোতেও খেলতে পারেননি। ‘আর্জেন্টিনার হয়ে আবার খেলার জন্য অপেক্ষাটা অনেক দীর্ঘ ছিল,’ মেসি বলেন। ‘আমি আমার ক্লাবেরও অনেক ম্যাচ মিস করেছি। তবে আমি খুশি যে আমি ফিরে এসেছি এবং আবারও নিয়মিত খেলতে পারছি।’ মেসি ১৪ সেপ্টেম্বর ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে ফিরে আসেন, কিন্তু আর্জেন্টিনার সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে খেলতে পারেননি। তিনি বলেন, ‘আমার শারীরিক অবস্থা সেসময় ভালো ছিল না, বিশেষ করে গোড়ালির চোট নিয়ে চিন্তিত ছিলাম। আমি ও কোচ দুজনেই মনে করেছি যে সেসময় খেলাটা ঝুঁকিপূর্ণ হবে এবং আমার পুনর্বাসন সম্পূর্ণ করা উচিত।’ এখন মেসি ও আর্জেন্টিনা অক্টোবরের আন্তর্জাতিক

উইন্ডোর শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে বুয়েনোস আয়ারেসের এস্তাদিও মাস মনুমেন্টালে মুখোমুখি হতে প্রস্তুতি নিচ্ছে। মেসি বলেন, ‘আর্জেন্টিনায় খেলাটা আমি অনেক মিস করি, তাই এখন আমি খুশি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউএনডিপি-কে নির্বাচন সহায়তা স্থগিতের আহ্বান বাংলাদেশ আওয়ামী লীগের নিরপেক্ষতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শীত কবে আসছে, জানাল আবহাওয়া অফিস নানা সংকটে রিক্রুটিং এজেন্সি, হুমকির মুখে শ্রম রপ্তানি খুলনায় বিএনপি অফিসে গুলি-বোমা হামলা, নিহত ১ প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ভারত সৌদিতে ব্যাপক ধরপাকড়, এক সপ্তাহেই ২১ হাজারের বেশি গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ ভিউ বাড়াতে রাম দা হাতে ফেসবুকে ভিডিও পোস্ট শিক্ষকের আ.লীগ ও জাপার ৯ নেতা কারাগারে ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৫ হলিউডে নতুন প্রেমের গুঞ্জন নৌকা উপহার পেলেন সড়ক উপদেষ্টা, কী করবেন পরামর্শ চাইলেন মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপমূলক নীতি থেকে সরছে যুক্তরাষ্ট্র: তুলসি গ্যাবার্ড; ট্রাম্পের ফোকাস অর্থনৈতিক সমৃদ্ধি ৯ হাজার তরুণকে ‘প্যারামিলিটারী’ ধাঁচের প্রশিক্ষণ: আশঙ্কা ‘গোপনে রিজার্ভ বাহিনী’ গড়ার চেষ্টা! ‘কঠিন কাজ’-এর দাবি প্রশ্নবিদ্ধ: শেখ আহমাদুল্লাহর সফলতা কি ধর্মীয় ব্যবসার নতুন কৌশল? ভাইরাল ইঁদুরের রোস্ট, দলবেঁধে খাচ্ছে পরিবারের সবাই স্টারলিংকের কার্যক্রমে ‘অস্বচ্ছতা’ কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় আল-ফাশির দখলে নিয়ে যুদ্ধাপরাধ করছে আরএসএফ : জাতিসংঘ